1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঙর বিশেষজ্ঞ

১০ সেপ্টেম্বর ২০১২

১৯৭৫ সালের ব্লকবাস্টার মুভি ‘জস’৷ বাংলায় যার অর্থ দাঁড়ায় চোয়াল৷ ‘জুরাসিক পার্ক’ খ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ এই ছবিটি পরিচালনা করেছেন৷

ছবি: picture alliance/WILDLIFE

একটি সাদা হাঙরের আক্রমণ ও তা থেকে বাঁচার কাহিনি নিয়ে ফিকশনধর্মী এই ছবিটি তৈরি হয়েছিল৷ তাতে ছিল বেশ কিছু ভয়ংকর দৃশ্য৷ এই দৃশ্যগুলোকে বাস্তব করতে পরিচালক স্পিলবার্গ একজনের সহায়তা নিয়েছিলেন, যার নাম রন টেলর৷ তিনি একজন হাঙর বিশেষজ্ঞ৷ রবিবার ৭৮ বছর বয়সে টেলর তাঁর দেশ অস্ট্রেলিয়ায় মারা যান৷ তিনি ‘মাইলয়েড লিউকেমিয়া'র রোগী ছিলেন৷

স্ত্রী ভ্যালেরি টেলরের সঙ্গে মিলে রন টেলর সাগরের তলদেশের পরিবেশ ও সেখানকার জীবজন্তুর অনেক ছবি তুলেছেন৷ এক্ষেত্রে তাঁদেরকে ‘পথ প্রদর্শক' বলা হয়৷

অবশ্য শুরুতে বর্শা দিয়ে হাঙর শিকার করতেন টেলর৷ এই কাজে তিনি সেরা ছিলেন৷ পরে একসময় জীবজন্তুকে না মেরে সেগুলো রক্ষার কাজে মনোযোগ দেন৷ এর কারণ হিসেবে অস্ট্রেলিয়ার একটি টিভি চ্যানেলকে টেলর বলেছিলেন, ‘‘হঠাৎ একদিন আমি চিন্তা করে দেখলাম যে, এভাবে বল্লম দিয়ে নিরীহ প্রাণী হত্যা করাটা ঠিক নয়৷ সেদিন থেকে আমি আর ঐ কাজে যায় নি৷''

কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই বড়সড় একটি সাদা হাঙরের ছবি তুলেছিলেন রন টেলর৷ এভাবে অনেক কিছুরই ছবি তুলেছেন তিনি৷ তবে এসব কাজ করতে গিয়ে বেশ কয়েকবার হাঙরের আঁচড়ও খেতে হয়েছে তাঁকে৷

জীববৈচিত্র্য রক্ষায় অবদানের জন্য ২০০৩ সালে টেলরকে ‘অর্ডার অফ অস্ট্রেলিয়া' খেতাব দেয়া হয়েছিল৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ