1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি তরুণীর ৪২ বছরের জেল

৫ জুন ২০১৯

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি তরুণী মোমেনা সোমার ৪২ বছরে কারাদণ্ড হয়েছে৷ ইসলামিক স্টেটের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মেলবোর্নে আশ্রয়দাতাকে হত্যার চেষ্টা চালিয়েছিলেন তিনি৷

Symbolbild Gefängnis
ছবি: Getty Images/AFP/M. Abed

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেট সুপ্রিম কোর্ট বুধবার সোমার এই দণ্ডাদেশ ঘোষণা করে৷ মামলার শুনানিতে অস্ট্রেলিয়া প্রবাসী মালয়েশীয় রজার সিনগারালেভুকে হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে হামলার কথা স্বীকার করেছিলেন সোমা৷

রায়ে বিচারক লেসলি টেইলর জানান, ৪২ বছর সাজার মধ্যে ৩১ বছর ৬ মাসের মধ্যে কোনো ধরনের প্যারোল সুবিধা পাবেন না ২৬ বছর বয়সি সোমা৷ তার মানে, টানা ৩১ বছর ৬ মাস জেলেই থাকতে হবে তাকে৷

আদালতে সরকারি কৌঁসুলিরা জানান, ২০১৩ সালে ঢাকায় থাকার সময় প্রথম জঙ্গিবাদে আকৃষ্ট হন সোমা৷ এরপর ইসলামিক স্টেটের আদর্শে উদ্বুদ্ধ হয়ে অমুসলিমদের হত্যার বিষয়টি আসে তার মাথায়৷

অস্ট্রেলিয়ায় আসার আগে আইএসের হয়ে যুদ্ধে যোগ দিতে সিরিয়ায় যেতে চেয়েছিলেন সোমা৷ সে লক্ষ্যে পড়াশোনার নামে তুরস্কে যাওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন তিনি৷ এরপর লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার বৃত্তি নিয়ে স্টুডেন্ট ভিসায় ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি মেলবোর্ন শহরে যান তিনি৷

মামলার  শুনানিতে উঠে আসে, মেলবোর্নে এসে সোমা প্রথমে ‘হোমস্টে সার্ভিসের' মাধ্যমে একটি অস্ট্রেলীয় পরিবারের সঙ্গে থাকতে শুরু করেন এবং তাঁদের ওপর হামলার পরিকল্পনা করেন৷ ৩ ফেব্রুয়ারি হামলার জন্য নাইট গগলস কিনে আনেন তিনি এবং এর তিনদিন পর বাড়ির ম্যাট্রেসে ছুরি দিয়ে আঘাত করে হামলার মহড়া দেন তিনি৷

তখন ম্যাট্রেসে কাটাছেঁড়ার এমন কাণ্ডের কথা ওই পরিবারের সদস্যরা হোম সার্ভিসকে জানালে তারা সোমাকে সিনগারালেভুর বাসায় স্থানান্তর করে৷ নতুন বাসায় ওঠার তিনদিনের মাথায় তিনি সিনগারালেভুর উপর ছুরি নিয়ে হামলায় চালিয়েছিলেন৷ হামলার সময় সোমা ‘আল্লাহু আকবর' ধ্বনি দিয়েছিলেন বলে শুনানিতে জানা যায়৷

‘‘আপনার কর্মকাণ্ড ও বিভিন্ন কথাবার্তা চরম হতাশাজনক,'' সাজার রায় শুনিয়ে সোমাকে বলেছেন বিচারক লেসলি টেইলর৷

সোমার কীর্তি, পুরো অস্ট্রেলীয় সমাজে ভীতির তরঙ্গ ছড়িয়ে দিয়েছে' বলেও মন্তব্য করেন বিচারক৷

এমবি/(এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ