অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে শতাধিক কোয়ালা হত্যার অভিযোগ উঠেছে৷ বুলডোজার দিয়ে সেখানে প্রাণীগুলোকে নিধন করা হয়েছে বলে জানিয়েছে একটি পরিবেশবাদী সংগঠন৷
ছবি: Imago/Belga
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে শতাধিক কোয়ালার মরদেহ পাওয়া গেছে৷ ব্লুগাম গাছের একটি প্রকল্পে পরিকল্পিতভাবে এই হত্যা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির পরিবেশবাদী একটি সংগঠন৷
বার্তা সংস্থা ডিপিএ-কে ফ্রেন্ডস অব দ্য আর্থ অস্ট্রেলিয়ার গবেষক অ্যান্থনি অ্যামিস বলেন, ‘‘তারা (স্থানীয়রা) বুলডোজারে পিষ্ট কোয়ালাগুলোর সন্ধান পায়৷ আমাদের স্থানীয় সূত্র জানিয়েছে সেখানে পঁচা গন্ধ ছড়িয়ে পড়েছে৷ এটা একটা হত্যাকাণ্ড৷’’ দক্ষিণ-পশ্চিম ভিক্টোরিয়ার পোর্টল্যান্ডের কাছাকাছি জায়গায় ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি৷
স্থানীয় এক নারী শুক্রবার সেখানকার একটি ভিডিও ফেসবুকে আপলোড করেন৷ কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘‘মা (কোয়ালা) আর ছানাদের হত্যা করা হয়েছে৷ অস্ট্রেলিয়ার লজ্জিত হওয়া উচিত৷’’
অ্যামিস জানান, নভেম্বর পর্যন্ত সেখানকার ব্লুগাম গাছের এই প্রকল্প মিডওয়ে নামের একটি কোম্পানির তত্ত্বাবধানে ছিল৷ এরপর স্থানীয় এক ভূমি মালিকের কাছে সেটি তারা হস্তান্তর করে৷ সেখানে অন্য গাছ নিধন করতে গিয়ে কোয়ালাদের বুলডোজারে পিষ্ট করা হয়৷ স্থানীয়রা বেশ কয়েকটি আহত কোয়ালাকে সেখান থেকে উদ্ধার করেছেন বলেও জানা গেছে৷
বিষয়টি তদন্ত করছে ভিক্টোরিয়ার পরিবেশ অধিদপ্তর৷ পরিকল্পিতভাবে কোয়ালাদের হত্যা করা হলে দায়ীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে তারা৷
এদিকে মিডওয়ে দাবি করেছে, জমি হস্তান্তরের আগ পর্যন্ত কোয়ালাদের কোনো ধরনের ক্ষতি হয়নি৷ প্রাণীগুলোর বসবাসের মত যথেষ্ট গাছও তারা রেখেছিল৷
ভিক্টোরিয়াতে নব্বইর দশক থেকে এক লাখ ৭০ হাজার হেক্টর জমিতে ব্লুগাম গাছের চাষ হয়েছে৷ যা কোয়ালাদের থাকারও অন্যতম জায়গা৷
এর আগে সাম্প্রতিক দাবানলে অস্ট্রেলিয়াতে অনেক কোয়ালা মারা গেছে, অনেক প্রাণী তাদের বাসস্থান হারিয়েছে৷
এফএস/এডিকে (ডিপিএ)
অস্ট্রেলিয়ায় দাবানলে ‘৫০ কোটি’ প্রাণীর মৃত্যু
অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দাবানলে স্তন্যপায়ী প্রাণী, পাখি ও সরীসৃপসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ কোটি প্রাণী মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ আগুনে পোড়া ক্ষত নিয়ে অনেক প্রাণী জঙ্গল থেকে বেরিয়ে আসে৷
ছবি: Reuters/P. Sudmals
প্রাণ বাঁচাতে উদ্ধারকর্মীদের কাছে
অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসে দাবানলে প্রায় ৫০ কোটি প্রাণী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে৷ অনেক প্রাণী আগুনের হাত থেকে বাঁচতে জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসে৷
ছবি: picture-alliance/dpa/Oakbank Balhannah CFS
পরিসংখ্যান
অস্ট্রেলিয়ার জীব-বৈচিত্র বিষয়ে বিশেষজ্ঞ সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস ডিকম্যান দাবানলে প্রাণী মারা যাওয়ার একই পরিসংখ্যান প্রকাশ করেন৷
ছবি: Getty Images/B. Hemmings
ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার
২০১৭ সালে করা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ) এর প্রতিবেদনের ভিত্তিতে অধ্যাপক ডিকম্যান এই পরিসংখ্যান তৈরি করেন৷
ছবি: picture-alliance/dpa/J. Smith
স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ
ডব্লিউডব্লিউএফর প্রতিবেদন অনুযায়ী নিউ সাউথ ওয়েলসে প্রতি হেক্টরে প্রায় ১৮টি স্তন্যপায়ী প্রাণী, প্রায় ২১টি পাখি এবং প্রায় ১৩০টি সরীসৃপ বাস করে৷ ১২ দিন আগ পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ৩০ লাখ হেক্টরের বেশি বন আগুনে পুড়ে গেছে৷
ছবি: Reuters/Adam Stevenson
বড় প্রাণী
যদিও নিশ্চিতভাবেই ক্যাঙ্গারু বা উটপাখির মত বড় প্রাণী এবং হয়তো অনেক পাখি দাবানল থেকে পালিয়ে বাঁচতে পেরেছে৷ তবে লাজুক প্রজাতির বা ছোট প্রাণীদের ভাগ্য তাদের মত হয়নি বলে মত অধ্যাপক ডিকম্যানের৷
ছবি: picture-alliance/dpa/R. Rycroft
২৪ জনের মৃত্যু
গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই দাবানলে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর হয়েছে৷
ছবি: AFP/W. West
বায়ু দূষণ
দাবানলের ধোঁয়ায় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বায়ু দূষণের মাত্রা বিশ্বের সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছে গেছে৷