1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান

১৫ জুলাই ২০১৪

অবশেষে আট দিন পর মিশরের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল৷ মঙ্গলবার এ সিদ্ধান্ত জানিয়েছে তারা৷ তবে হামাস এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে৷

ছবি: Andrew Burton/Getty Images

মঙ্গলবার সকালে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও ইসরায়েল সীমান্তে সপ্তাহ ধরে চলমান সংঘাতের সমাপ্তি টানার আহ্বান জানিয়েছে মিশর৷ রাজধানী কায়রোতে দুই পক্ষের শীর্ষ প্রতিনিধিদের বেশ কয়েকটি বৈঠকের পর এই আহ্বান জানায় মিশর সরকার৷

তবে গাজা নিয়ন্ত্রণকারী হামাসের এক কর্মকর্তা জানান, যুদ্ধবিরতি করতে হলে আগে অবশ্যই একটি পূর্ণাঙ্গ চুক্তি সম্পাদন করতে হবে৷ কায়রোতে আরব লিগভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠকের পর মিশরের পক্ষ থেকে এই যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়৷ প্রস্তাবে বলা হয়, মঙ্গলবার থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে এবং দুই পক্ষ কায়রোয় বসে বৈঠক করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাবে৷

প্রাণভয়ে ঘর ছেড়ে পালাচ্ছে এক ফিলিস্তিনি পরিবারছবি: picture-alliance/dpa

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ প্রস্তাবের বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবারই মন্ত্রীদের সঙ্গে বসেন৷ ওই বৈঠকেই মিশরের প্রস্তাবে সম্মতি দেয়া হয়৷ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র অফিস সংবাদ সংস্থা ডিপিএকে পাঠানো এক বিবৃতিতে এ সত্যতা নিশ্চিত করেছে৷

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মিশরের প্রস্তাবকে স্বাগত জানালেও গাজায় হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেন, ‘‘অস্ত্রবিরতির আনুষ্ঠানিক কোনো প্রস্তাব নিয়ে মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে তাদের কোনো আলোচনাই হয়নি৷'' যুদ্ধবিরতি কার্যকরের মাত্র আধঘন্টা আগে তিনি জানান, ‘‘ইসরায়েলের এ ধরনের আচরণ কিছুতেই মেনে নেয়া যায় না৷'' এটাকে ‘উপহাস' বলে উল্লেখ করেছেন তিনি৷ ওসামা বলেন, ‘‘মিশরীয়রা ফিলিস্তিনিদের কোনঠাসা করে ইসরায়েলকে সাহায্য করতে চাইছে৷''

বুলডোজারের ওপরে ইসরায়েলি সৈন্যছবি: picture-alliance/dpa

গত মঙ্গলবার ফিলিস্তিনে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ১৮৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ৷ ইসরায়েলের দাবি, গত এক সপ্তাহে গাজা থেকে অন্তত এক হাজার রকেট তাদের এলাকায় ছোড়া হয়েছে৷ তবে হামাসের হামলায় এখন পর্যন্ত কোনো ইসরায়েলি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যায়নি৷

তিন ইসরায়েলি কিশোর অপহৃত ও পরে নিহত হওয়ার ঘটনায় হামাসকে দায়ী করে গত ৮ জুলাই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল৷ এরই মধ্যে এক ফিলিস্তিনি কিশোরকে পুড়িয়ে মারার পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে৷ এক পর্যায়ে গাজা অঞ্চল থেকে রকেট হামলা চালানো হচ্ছে অভিযোগ তুলে ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ