1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানব শরীর

১৫ এপ্রিল ২০১২

অপারেশন থিয়েটারকে আরো নিরাপদ করতে এবার যুক্ত হতে চলেছে জিপিএস সিস্টেম৷ ন্যাভিগেশনের স্বয়ংক্রিয় যন্ত্র যেমন চালককে পথ দেখায়, অপারেশন টেবিলে তেমনি ডাক্তারকে রোগীর শরীরের নির্ভুল ছবি দেখাবে এই ন্যাভিগেশন যন্ত্রটি৷

Illustrationen und gestellte Aufnahmen zum Thema Schönheits- Operationen und Fettabsaugung
ছবি: picture-alliance/dpa Themendienst

ধরুণ, আপনার প্রিয় কোনো মানুষ শুয়ে আছেন অপারশেন টেবিলে৷ সাইনাস'এর যন্ত্রনা থেকে মুক্তি দিতে একটু পরেই তাঁর একটি অপারেশন করা হবে৷ কিন্তু আপনি খুব ভয় পাচ্ছেন৷ ভয় পাচ্ছেন তিনিও৷ দু'জনেই ভাবছেন, অপারেশন করতে গিয়ে ডাক্তার আবার মুখমণ্ডলের কোনো নার্ভ কেটে ফেলবে না তো!

আপনার ভয়টা হয়তো অমূলক নয়৷ অপারেশনের সময় ছোট্ট একটা ভুলই হয়তো হয়ে উঠতে পারে অনেক বড় বিপদের কারণ৷ তবে আজ আপনার জন্যই সুসংবাদ এনেছে বিজ্ঞান৷

ডাক্তাররা জানিয়েছেন, অপারেশনকে আরো নির্ভুল ও নিখুঁত করার জন্য অপারশেন থিয়েটার বা ওটি'তে ব্যাবহার করা হবে এক ধরণের ক্যামেরা৷ ঐ ক্যামেরায় ধারণ করা ছবিগুলো হবে থ্রিডি আকারের৷

ওটি'তে নতুন এই প্রযুক্তি যোগ করার ফলে, আপনার শরীরে মাংসের আড়ালে থাকা সূক্ষ্ম নার্ভ, হাড়ের পুরুত্ব, ব্লাড ভেসেল'এর আকার - সব কিছুই থ্রিডি ছবি হয়ে ভেসে উঠবে কম্পিউটারের মনিটরে৷ আর পর্দার থ্রিডি ইমেজ দেখে ডাক্তাররা আগেই বুঝে যাবেন, কোথায় আছে নার্ভ আর কোথায় বা ব্লাড ভেসেল৷ ফলে ভুলের সম্ভাবনা কমে যাবে অনেকটাই৷

অপারশন টেবিলের উপরে থাকবে দুটো ‘ইনফ্রারেড ক্যামেরা'৷ আর রোগীর শরীরে লাগানো থাকবে একটি বিশেষ রিসিভার৷ অপারেশনের প্রতিমুহূর্তের ছবি ধারণ করবে ক্যামেরাগুলো৷ ধারণকৃত ছবিগুলো দেখার জন্য অপারশেন টেবিলের চারপাশ ঘিরে থাকবে পাঁচটি মনিটর৷ এর মধ্যে মাঝখানের মনিটরটি হবে সবচেয়ে বড়৷

এসব মনিটরের একটিতে দেখা যাবে ন্যাভিগেশনের চিত্রগুলো৷ অর্থাৎ অপারেশনটা কোন দিক থেকে কোন দিকে যাবে, কতোটুকু কাটা হবে - এইসব তথ্য৷ আর আরেকটি মনিটরে দেখানো হবে অপারশেন চলতে থাকাকালীন ছবিগুলো৷ অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে কাটা হচ্ছে, কতোটুকু কাটা হচ্ছে ইত্যাদি দেখা যাবে সেই মনিটরে৷

এখানেই শেষ নয়, অপারশেন চলতে থাকার সময়, অপারেশনের জন্য নির্ধারিত জায়গা ছেড়ে কোনো সার্জন যদি ভুল করে অন্য কোনো দিকে চলে যেতে থাকে, তাহলে সঙ্গে সঙ্গেই বেজে উঠবে একটি অ্যালার্ম৷ আর স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে আসবে অপারেশন যন্ত্রটি৷

ক্যামেরা, মনিটর ও সেন্সর - এই তিনের সাহায্যে ভবিষ্যতের অপারশেন থিয়েটার হয়ে উঠবে আরো বেশি নিরাপদ ও নির্ভুল৷

গ্লোবাল পজিশনিং সিস্টেমস বা জিপিএস পদ্ধতিকে কাজে লাগিয়ে একটি গাড়ি তার ন্যাভিগেশন বা দিক নির্দেশনার কাজ করে৷ মানচিত্র ও গাড়ির অবস্থানের হিসেব করে চালককে পথ চিনিয়ে দেয় ন্যাভিগেশনের সয়ংক্রিয় যন্ত্রটি৷ রাস্থা ভুল করলে বারবার দিয়ে থাকে সর্তকতা সংকেত৷

অধ্যাপক গেরো স্ট্রাউস বলেছেন, গাড়ির মতোই জিপিএস ন্যাভিগেশন সিস্টেমকে কাজে লাগিয়ে অপারশেন থিয়েটারে কাজ করবে ‘ইনফ্রারেড ক্যামেরা'৷

আধুনিক প্রযুক্তির সমন্বয় করে নিজেদের অপারশেন থিয়েটারগুলোকে আরো বেশি নিখুঁত করে তোলার চেষ্টা করছে জার্মানির লাইপজিগ-এ অবস্থিত ইন্টারন্যাশনাল রেফারেন্স অ্যান্ড ডেভেলাপমেন্ট সেন্টার ফর সার্জিকেল টেকনোলজি (আইআরডিসি)৷

ক্যামেরা এখন ডাক্তারকেও দেখিয়ে দিচ্ছে পথ৷ তাই ধরে নিতে পারেন, বিজ্ঞানের আশীর্বাদে ভয়ের সে দিন ফুরালো বলে৷ সুতরাং, সাইনাস থেকে মুক্তি পেতে আপনার নাকের অপারেশন হোক বা হোক অন্য কোনো বড় অপারেশন - এখন আর তাতে অমূলক ভয় কেন?

প্রতিবেদন: আনা-লিনা ডোরমান/গুদরুন হেইসে/আফরোজা সোমা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ