1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ত্রোপচারে কলমের বদলে এবার পেন্সিল

১৮ ডিসেম্বর ২০১০

সুইডেনের বিখ্যাত আসবাবপত্র নির্মাণ সংস্থা ইকেয়া৷ এবার হাসপাতালের অস্ত্রোপচার কক্ষেও ঢুকে পড়লো ইকেয়া৷ না, কোন আসবাব নিয়ে নয়, তাদের বহুল পরিচিত পেন্সিল দিয়ে৷

Parkplatz, IKEA, জার্মানি, পেন্সিল, বিজ্ঞান, অস্ত্রপচার, কলম, ইকেয়া, হাসপাতাল, চিকিৎসা, Medicine, Medical, Science, Germany, Pencil, Pen
ইকেয়ার আসবাবপত্রের চেয়ে এবার হয়তো পেন্সিলের চাহিদা বেশি বেড়ে যাবেছবি: dpa

অস্ত্রোপচার কক্ষে সার্জনের ছুরি-কাঁচির কথা শুনেছি, কিন্তু পেন্সিল! নিশ্চয়ই ভাবছেন পেন্সিল কেন? ওই সময় কি লেখালেখির কোন কারবার আছে নাকি? না, লেখালেখি নয়, কিন্তু দাগাদাগির বিষয় আছে৷ এই যেমন ধরুন কারো চেহারা কিংবা মাথায় অস্ত্রোপচার চলছে৷ এই সময় সার্জনকে অস্ত্রোপচারের জন্য অনেক সময় হাড়ের ওপর দাগ দিয়ে চিহ্ন দিতে হয়৷ কেন দিতে হয় সেটা অবশ্য তারাই ভালো বলতে পারবেন৷ যাই হোক এই দাগ দেওয়ার জন্য এতদিন সার্জনরা টিপ্ড পেন মানে আমরা যাকে টিপ কলম বলে চিনি তেমন কলম ব্যবহার করতেন৷ দিন কয়েক আগে ব্রিটেনের অক্সফোর্ড হাসপাতালে এমনই এক অস্ত্রোপচারে ব্যস্ত ছিলেন সার্জনরা৷ মাঝখানে হাড়ের ওপর দাগ দেওয়ার জন্য কলম চেয়ে বসেন এক সার্জন৷ এমন সময় তাঁদের হাতে তুলে দেওয়া হয় কলমের বদলে ইকেয়ার পেন্সিল৷

কলমের বদলে পেন্সিল পেয়ে কিছুটা আশ্চর্য হন সার্জন৷ তবে তা দিয়েই কাজ চালিয়ে নেন তাঁরা৷ এবং কলমের চেয়েও বেশ ভালো কাজ দেয় ইকেয়ার পেন্সিল৷ প্রখ্যাত ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে সম্প্রতি জানানো হয়েছে, যে হাড়ের ওপর দাগ দেওয়ার জন্য টিপ কলমের চেয়ে ইকেয়ার পেন্সিল অনেক বেশি কার্যকর৷ কারণ হিসেবে বলা হয়, অস্ত্রোপচার চলাকালে কলমের দাগ অনেক সময় হাড়ের ওপর থাকে না৷ ধোয়ার সময় কিংবা টিস্যু থেকে বের হওয়া ফ্লুইডে তা মুছে যায়৷ কিন্তু ইকেয়ার পেন্সিলের দাগ বেশি সময় ধরে থাকে৷ তবে অক্সফোর্ড হাসপাতালের সার্জন কারেন এলি অবশ্য জানিয়েছেন, দুয়ের মধ্যে যে খুব বেশি পার্থক্য তা কিন্তু নয়৷ তবে এই সুযোগে ইকেয়া-র পরিচিতি আরও বাড়বে বৈকি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ