1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ত্র বেচা-কেনা

১৯ মার্চ ২০১২

এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করা হয়৷ অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই৷ কারণ, এই তথ্য জানিয়েছে স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট৷

ছবি: picture alliance / dpa

২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত এশিয়াতে যত অস্ত্র আমদানি করা হয়েছে, তা ছিল ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত যা আমদানি করা হয়েছে, তার থেকে ২৪ শতাংশ বেশি৷ শুধু তাই নয়, গত পাঁচ বছরে এশিয়া এবং ওশানিক দেশগুলো প্রায় ৪৪ শতাংশ অস্ত্র আমদানি করেছে বলে জানিয়েছে স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট৷

এফ সিক্সটিন বোমারু বিমানছবি: picture-alliance/dpa

অথচ ইউরোপ আমদানি করেছে ১৯ শতাংশ, মধ্যপ্রাচ্য ১৭ শতাংশ, উত্তর এবং দক্ষিণ অ্যামেরিকা মাত্র ১০ শতাংশ৷ এশিয়ার দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া আমদানি করেছে ৬ শতাংশ, চিন এবং পাকিস্তান দুটি দেশই ৫ শতাংশ করে এবং সিঙ্গাপুর ৪ শতাংশ৷ তবে সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত৷ ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারত একাই ১০ শতাংশ অস্ত্র আমদানি করেছে৷

এশিয়ার এই পাঁচটি দেশই এককভাবে ৩০ শতাংশ অস্ত্র আমদানি করেছে গোটা এশিয়ায়৷ স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট জানিয়েছে, ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ভারতে অস্ত্র আমদানি বেড়েছে ৩৮ শতাংশ৷ এর মধ্যে ১২০টি বোমারু বিমান এবং ১৬টি মিগ রয়েছে৷ এগুলো কেনা হয়েছে রাশিয়ার কাছ থেকে৷ এছাড়া ২০টি জাগুয়ার কেনা হয়েছে ব্রিটেনের কাছ থেকে৷

ভারত শীর্ষে অবস্থান করছে এবং পাকিস্তান রয়েছে তৃতীয় অবস্থানে৷ পাকিস্তান ৫০টি বোমারু বিমান এবং ৩০টি এফ-সিক্সটিন কিনেছে চীনের কাছ থেকে৷ এছাড়া দুটি দেশই যথেষ্ট পরিমাণে ট্যাঙ্ক কিনেছে এবং কিনে চলেছে৷

কেনার দিক থেকে ট্যাঙ্ক রয়েছে শীর্ষেছবি: Fotolia

স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট'এর উচ্চপদস্থ গবেষক পিটার ওয়েজেমান জানান, এশিয়ার এসব দেশ নিজেরাই চেষ্টা করছে নিজস্ব আর্মস ইন্ডাস্ট্রি তৈরি করতে৷ এবং বাইরে থেকে যেন সবসময় অস্ত্র কিনতে না হয় সেদিকেও নজর রাখছে তারা৷ ২০০৬ এবং ২০০৭ সালে চীন ছিল বিশ্বের এক নম্বর অস্ত্র আমদানিকারক দেশ৷ এখন চীন রয়েছে চতুর্থ অবস্থানে৷ এর কারণ হল, চীন নিজেই এখন ভারি অস্ত্র তৈরি করছে এবং রপ্তানিও শুরু করে দিয়েছে৷

প্রতিবেদনে জানানো হয়েছে যে, চীন অস্ত্র রপ্তানি শুরু করার পরই পাকিস্তানে অস্ত্র আমদানি বেড়ে গেছে৷ আর চীন এখন অস্ত্র বিক্রির জন্য মোক্ষম বাজার খুঁজছে৷ প্রসঙ্গত, চীন হচ্ছে বিশ্বে ষষ্ঠ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ৷ যার শীর্ষে রয়েছে অ্যামেরিকা এরপর রাশিয়া, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ