1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ত্র পরীক্ষার অধিকার আছে, জানালো উত্তর কোরিয়া

২৮ সেপ্টেম্বর ২০২১

তাদের অস্ত্র পরীক্ষার অধিকার আছে, জাতিসংঘে দাবি উত্তর কোরিয়ার। সেই সঙ্গে একটি অস্ত্রের পরীক্ষাও করলো তারা।

সেপ্টেম্বরের গোড়ায় উত্তর কোরিয়া এই মাসাইল পরীক্ষা করে। ছবি: Yonhap/picture alliance

উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আছে। কিন্তু তারা যে ওই নিষেধাজ্ঞাকে আমল দিচ্ছে না, তা আবার বুঝিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম সং বলেছেন, ''উত্তর কোরিয়ার অস্ত্রপরীক্ষার অধিকার আছে। কেউ সেই অধিকার ছিনিয়ে নিতে পারবে না।''

দক্ষিণ কোরিয়ার দাবি, জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধির ভাষণ যখন চলছে, সেই সময় একটি অস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।

কিম তার ভাষণে দাবি করেছেন, উত্তর কোরিয়ার প্রতি অ্যামেরিকা যে নীতি নিয়েছে তা বদল করতে হবে। তিনি অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাত মিলিয়ে উত্তর কোরিয়ায় সামরিক অভিযান চালাতে চায় অ্যামেরিকা। আর সেটা যাতে না হয়, সেজন্য উত্তর কোরিয়া অস্ত্রপরীক্ষা করছে। তারা কাউকে আক্রমণ করতে চায় না।

নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ত্র পরীক্ষা

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়া মঙ্গলবার সকালে তাদের পূর্ব উপকূল থেকে সি অফ জাপানে একটি অস্ত্র পরীক্ষা করেছে। তবে সেটি কী অস্ত্র তা জানা যায়নি। তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষাই করেছে।

জাতিসংঘের নিষেধাজ্ঞা ভেঙে সেপ্টেম্বরেই দুইটি ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। সেই মিসাইল দিয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানের যে কোনো জায়গায় আঘাত হানা সম্ভব। 

জিএইচ/এসজি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ