1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ত্র বিক্রিতে রাশিয়াকে পেছনে ফেলেছে চীন

২৭ জানুয়ারি ২০২০

এতদিন অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের পরই ছিল রাশিয়া৷ কিন্তু সুইডেনভিত্তিক সংস্থা সিপ্রির নতুন প্রতিবেদনে দেখা যাচ্ছে, রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীন৷

China l Militärparade zur Feier des 70. Jahrestages der Gründung der Volksrepublik China
ছবি: picture alliance/Photoshot/L. Xiao

কোন দেশ কী পরিমাণ অস্ত্র বিক্রি করছে বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে তা আবার জানিয়েছে সুইডেনের গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (সিপ্রি)৷ সেখানে দেখা গেছে, রাশিয়া আর দ্বিতীয় স্থানে নেই৷ তাদের কাছ থেকে যে দেশ এতদিন প্রচুর অস্ত্র কিনেছে, সেই চীন উল্টো অস্ত্র বিক্রিতে ছাড়িয়ে গেছে রাশিয়াকে৷ সিপ্রি জানাচ্ছে, এখন চীনে এমন অন্তত চারটি প্রতিষ্ঠান আছে যারা অস্ত্র বিক্রিতে শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকাতে স্থান পাওয়ার মতো৷ সেই চারটি প্রতিষ্ঠান ২০১৭ সালে সব মিলিয়ে অন্তত ৫৪ দশমিক এক মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে বলে সিপ্রির গবেষকরা মনে করেন৷ তবে চীন কোনো বিষয়ের তথ্যই প্রকাশ করে না বলে প্রকৃত অঙ্ক এর চেয়ে অনেক বেশি হতে পারে বলেও অনুমান তাদের৷

২০১৭ সালে প্রকাশিত সিপ্রির প্রতিবেদনে চীন ছিল ষষ্ঠ স্থানে৷ তখন তারা বেশির ভাগ অস্ত্রই আমদানি করত রাশিয়া থেকে৷

এসিবি/কেএম (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ