এতদিন অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের পরই ছিল রাশিয়া৷ কিন্তু সুইডেনভিত্তিক সংস্থা সিপ্রির নতুন প্রতিবেদনে দেখা যাচ্ছে, রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীন৷
বিজ্ঞাপন
কোন দেশ কী পরিমাণ অস্ত্র বিক্রি করছে বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে তা আবার জানিয়েছে সুইডেনের গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (সিপ্রি)৷ সেখানে দেখা গেছে, রাশিয়া আর দ্বিতীয় স্থানে নেই৷ তাদের কাছ থেকে যে দেশ এতদিন প্রচুর অস্ত্র কিনেছে, সেই চীন উল্টো অস্ত্র বিক্রিতে ছাড়িয়ে গেছে রাশিয়াকে৷ সিপ্রি জানাচ্ছে, এখন চীনে এমন অন্তত চারটি প্রতিষ্ঠান আছে যারা অস্ত্র বিক্রিতে শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকাতে স্থান পাওয়ার মতো৷ সেই চারটি প্রতিষ্ঠান ২০১৭ সালে সব মিলিয়ে অন্তত ৫৪ দশমিক এক মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে বলে সিপ্রির গবেষকরা মনে করেন৷ তবে চীন কোনো বিষয়ের তথ্যই প্রকাশ করে না বলে প্রকৃত অঙ্ক এর চেয়ে অনেক বেশি হতে পারে বলেও অনুমান তাদের৷
২০১৭ সালে প্রকাশিত সিপ্রির প্রতিবেদনে চীন ছিল ষষ্ঠ স্থানে৷ তখন তারা বেশির ভাগ অস্ত্রই আমদানি করত রাশিয়া থেকে৷
অস্ত্র বিক্রিতে শীর্ষ দশ কোম্পানি
বিশ্বজুড়ে অস্ত্র বিক্রি বাড়ছে৷ বাড়ছে অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলোর ব্যবসাও৷ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) সম্প্রতি ২০১৮ সালের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেছে৷
ছবি: picture-alliance/dpa/B. Pedersen
১. লকহিড মার্টিন, যুক্তরাষ্ট্র
২০১৮ সালে ৪৭ হাজার ২৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে তারা৷
ছবি: Imago Images/ZUMA Press
২. বোয়িং, যুক্তরাষ্ট্র
২০১৮ সালে তাদের বিক্রি করা অস্ত্রের মূল্য ছিল ২৯ হাজার ১৫০ কোটি ডলার৷
ছবি: Getty Images/AFP/E. Piermont
৩. নর্থরপ গ্রুম্যান কর্পোরেশন, যুক্তরাষ্ট্র
২৬ হাজার ১৯০ ডলারের অস্ত্র বিক্রি করেছে ২০১৮ সালে৷
ছবি: picture-alliance/dpa/F. Duenzl
৪. রেথিওন, যুক্তরাষ্ট্র
এক বছরে বিক্রি করেছে ২৩ হাজার ৪৪০ কোটি ডলারের অস্ত্র৷
ছবি: Getty Images/AFP/J. Watson
৫. জেনারেল ডায়নামিক্স কর্পোরেশন, যুক্তরাষ্ট্র
তারা বিক্রি করেছে ২২ হাজার কোটি ডলারের অস্ত্র৷
ছবি: Getty Images/AFP/J. Watson
৬. বিএই সিস্টেমস, যুক্তরাজ্য
তাদের বিক্রি করা অস্ত্রের দাম ২১ হাজার ২০১ কোটি ডলার৷
ছবি: Getty Images/AFP/L. Parnaby
৭. এয়ারবাস গ্রুপ, ইউরোপ
বিক্রি করেছে ১১ হাজার ৬৫০ কোটি ডলারের নানা ধরনের অস্ত্র৷
ছবি: picture alliance/AP Photo
৮. লিওনার্দো, ইটালি
২০১৮ সালে নয় হাজার ৮২০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে তারা৷
ছবি: Getty Images/AFP/M. Bertorello
৯. আলমাজ-আনটে, রাশিয়া
তাদের বিক্রি করা অস্ত্রের দাম ছিল নয় হাজার ৬৪০ কোটি ডলার৷
ছবি: Imago Images/ITAR-TASS/M. Tereshchenko
১০. থালেস, ফ্রান্স
২০১৮ সালে থালেস বিক্রি করেছে নয় হাজার ৪৭০ কোটি ডলারের অস্ত্র৷