সরকার গঠনের সময় জোটসঙ্গীদের শর্ত মেনে অস্ত্র রপ্তানিতে রাশ টানার সিদ্ধান্ত নিলেও জার্মানি অস্ত্র রপ্তানিতে নতুন রেকর্ড ছুঁতে চলেছে৷ এর সমালোচনা করতে গিয়ে সবুজ দলের এক নেতা বলেছেন, ‘‘এটা অপরাধ৷''
বিজ্ঞাপন
সবুজ দলের নেতা ওমিদ নুরিপুর অবশ্য এর জন্য সিডিইউ এবং সিএসইউ দলের শিবিরকেই দায়ী করেননি, জোটসঙ্গী সামাজিক গণতন্ত্রী দল (এসপিডি)-রও কঠোর সমালোচনা করেছেন তিনি৷ এসপিডি সম্পর্কেই তাঁর মন্তব্য, ‘‘সবচেয়ে খারাপ বিষয় হলো, আজকের এসপিডি শান্তির চেয়ে অস্ত্র বিক্রির লাভকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে৷''
২০১৮ সালে জোট সরকার গড়ার আগে সব দল অস্ত্র রপ্তানি কমানোর সিদ্ধান্ত নিলেও জার্মানির অস্ত্র রপ্তানি বাড়ছে৷ চলতি সংসদ অধিবেশনে সবুজ দলের নেতা ওমিদ নুরিপুরের প্রশ্নের জবাবে জার্মানির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের তুলনায় এ বছর একই সময়ে শতকরা ৭৫ ভাগ বাড়বে৷ ২০১৫ সালে মোট সাত দশমিক ৮৬ বিলিয়ন ইউরোর ফস্ত্র রপ্তানি করেছিল জার্মানি৷ এ বছর প্রথম নয় মাসেই ছয় দশমিক ৩৫ বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে আঙ্গেলা ম্যার্কেলের নেতৃত্বাধীন জোট সরকার৷ এই ধারা চললে বছর শেষে রপ্তানির নতুন রেকর্ড হওয়া প্রায় অনিবার্য৷
যে সাত দেশ সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে
শান্তি গবেষণা প্রতিষ্ঠান সিপ্রি আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ এতে দেখা যাচ্ছে, বিশ্বে অস্ত্র বিক্রিতে এক নম্বর অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ক্রেতা এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ৷
ছবি: picture-alliance/empics
০১. মার্কিন যুক্তরাষ্ট্র
বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করা দেশটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ গত পাঁচ বছরে বিক্রি হওয়ায় অস্ত্রের ৩৩ শতাংশ সরবরাহ করেছে সেদেশ৷ গত কয়েক বছরে দেশটির অস্ত্র বিক্রির পরিমাণ বেড়েছে৷ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক এ সব অস্ত্রের মূল ক্রেতা৷
ছবি: Reuters
০২. রাশিয়া
বিশ্বের অপর পরাশক্তি রাশিয়ার দখলে আছে আন্তর্জাতিক অস্ত্র বাজারের ২৫ শতাংশ৷ দেশটিতে উৎপাদিত অস্ত্রের মূল ক্রেতা ভারত৷ চীন এবং ভিয়েতনামও রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে নিয়মিত৷
ছবি: picture-alliance/Bildagentur-online/Belcher
০৩. চীন
পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কাছাকাছি না হলেও তিন নম্বরে অবস্থান করছে চীন৷ বিশ্বের অস্ত্র বাজারের ৫ দশমিক নয় শতাংশ তাদের দখলে৷ ক্রেতা পাকিস্তান, বাংলাদেশ এবং মিয়ানমার৷
ছবি: AP
০৪. ফ্রান্স
চীনের পরেই ফ্রান্সের অবস্থান, গত কয়েক বছরে বিক্রি হওয়া অস্ত্রের ৫ দশমিক ছয় শতাংশ তৈরি করেছে সেদেশে৷ তবে লক্ষণীয় হলো, ফ্রান্সের অস্ত্র রপ্তানির পরিমান আগের চেয়ে কিছুটা কমেছে৷ মূলত মরক্কো, চীন এবং মিশর সেদেশ থেকে অস্ত্র আমদানি করে৷
ছবি: Reuters/ECPAD
০৫. জার্মানি
জার্মানির অস্ত্র রপ্তানির পরিমাণ সিপ্রির হিসেবে গত দশকের তুলনায় অনেক কমেছে৷ বর্তমানে আন্তর্জাতিক বাজারের ৪ দশমিক সাত শতাংশ তাদের দখলে আছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং গ্রিস জার্মানির মূল ক্রেতা৷
ছবি: Ralph Orlowski/Getty Images
০৬. যুক্তরাজ্য
অস্ত্র বিক্রির বাজারে যুক্তরাজ্যের অবস্থান ষষ্ঠ, সংখ্যার হিসেবে ৪ দশকিম পাঁচ শতাংশ৷ মূলত সৌদি আরব, ভারত এবং ইন্দোনেশিয়া যুক্তরাজ্য থেকে অস্ত্র আমদানি করে৷
ছবি: Reuters
০৭. স্পেন
স্পেনের দখলে আছে অস্ত্র বাণিজ্যের ৩ দশমিক পাঁচ শতাংশ৷ অস্ট্রেলিয়া, সৌদি আরব এবং তুরস্ক অস্ত্র আমদানি করে স্পেন থেকে৷
ছবি: AP
7 ছবি1 | 7
প্রধান ক্রেতা কোন কোন দেশ?
সাংবাদিক জামাল খাশগজি হত্যার পর সৌদি আরবে অস্ত্র রপ্তানি বন্ধ করে দেয় জার্মানি৷ তবে ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের মিত্র মিশর এবং সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র রপ্তানি চলছে৷ এ বছর মিশরের কাছে এ পর্যন্ত ৮০২ মিলিয়ন ইউরো এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ২০৬ মিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রিতে অনুমোদন দিয়েছে ম্যার্কেল সরকার৷ সংযুক্ত আরব আমিরাত অবশ্য ইতিমধ্যে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট থেকে সরে এসেছে৷
তবে অনুমোদিত হিসেব অনুযায়ী প্রথম নয় মাসে ইউরোপের দেশগুলোতেই সবচেয়ে বেশি এক দশমিক ৭৭ বিলিয়ন ইউরো মূলের অস্ত্র বিক্রি করবে জার্মানি৷ সেরা দশের তালিকায় ন্যাটোভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে এবং হাঙ্গেরির পাশাপাশি দক্ষিণ কোরিয়াও আছে৷