1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইস্যু যখন অস্ত্র রপ্তানি

২৩ আগস্ট ২০১৪

জার্মানি থেকে বিদেশে অস্ত্র রপ্তানি করা সহজ নয়: সরকারি অনুমোদন লাগে৷ জার্মান সংবিধানে অস্ত্র বিক্রির চেয়ে মানবাধিকার রক্ষা ও সংঘাত সমাধানকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ তাই উভয়সংকটে জার্মান অস্ত্র শিল্প ও জার্মান সরকার৷

Messe IDEAS 2012
ছবি: DW

অন্যান্য ইউরোপীয় দেশের মতো জার্মান সরকারও আজ বহু বছর যাবৎ অস্ত্র ক্রয় কমিয়ে আসছেন: বাজেট কমানো হয়েছে, অর্ডার বাতিল করা হচ্ছে৷ এর ফলে জার্মান অস্ত্র নির্মাতারা আর সরকারি কনট্র্যাক্টের উপর নির্ভর করতে ভরসা পাচ্ছেন না৷ ট্যাংক কিংবা নৌযানের মতো ভারী অস্ত্রশস্ত্র কেনার খদ্দের কম, তাই জার্মান অস্ত্র নির্মাতারা যেমন একদিকে ‘টেকনোলজি' বিক্রির উপর জোর দিয়েছেন, অন্যদিকে তারা নতুন অস্ত্র প্রণালীর বিকাশ ও সে'সংক্রান্ত গবেষণার অর্থসংস্থান করেছেন বিদেশে অস্ত্র বিক্রি করে – এক কথায় অস্ত্র রপ্তানি৷

জার্মান অস্ত্র নির্মাতাদের মধ্যে ব্যবসায়িক দিক থেকে সবচেয়ে সফল হলো বাভারিয়ার ছোট ছোট স্পেশালিস্ট কোম্পানিগুলি, যারা নানা ধরনের ‘প্রিসিজন উইপন' তৈরি – এবং রপ্তানি করে থাকে৷ এভাবেই বেশ চলছিল৷ বাদ সাধল নতুন জোট সরকার এসে৷ সরকারের ছোট তরফ এসপিডি চায় জার্মানি থেকে অস্ত্র রপ্তানি আরো কঠিন এবং সীমিত করতে৷ ‘মৃত্যু নিয়ে ব্যবসা' চলতে দিতে চায় না সামাজিক গণতন্ত্রীরা৷

কিন্তু ব্যবসা ছাড়া অস্ত্র শিল্প বাঁচবে কি করে? জার্মান অস্ত্র শিল্পের এক লাখ চাকুরিই বা বাঁচবে কি করে? এক্ষেত্রে অস্ত্র শিল্পের শ্রমিক ও তাদের প্রতিনিধিরা – যাঁরা কিনা এসপিডি-র সমর্থক – এবং অস্ত্র শিল্পের মালিকপক্ষ, দু'দলই একমত৷ এসপিডি প্রধান, জার্মান অর্থনীতি মন্ত্রী তথা ভাইস চ্যান্সেলর সিগমার গাব্রিয়েলের কুইক্সোটিক কাণ্ডকারখানা তাঁকে (দক্ষিণ) জার্মানিতে আরো জনপ্রিয় করে তোলেনি৷ সরকার কি অস্ত্র রপ্তানি একেবারেই বন্ধ করে দিতে চান? এই প্রশ্ন উঠেছে৷ সেক্ষেত্রে যে শুধু অনেক মানুষের চাকরি যাবে, এমন নয়, তার চেয়েও বড় কথা: জার্মানির নিজস্ব প্রতিরক্ষার প্রয়োজনেই কি অস্ত্র শিল্পের বিকাশ অব্যাহত রাখা প্রয়োজন নয়?

ওদিকে ইরাকে কুর্দ বা কুর্দিরা লড়ছে ইসলামিক স্টেট সন্ত্রাসীদের বিরুদ্ধে৷ কুর্দরা চায় জার্মানির কাছ থেকে অস্ত্র৷ তাদের এই দাবি জার্মানিতেও নানা প্রত্যাশিত ও অপ্রত্যাশিত মহল থেকে সমর্থন পেয়েছে: যেমন বাম দল, কিংবা সাবেক পররাষ্ট্রমন্ত্রী সবুজ দলের রাজনীতিক ইয়শ্কা ফিশার৷ সকলেই নির্দ্বিধায় বলছেন: কুর্দদের অস্ত্র দেওয়া হোক৷

আরেক বিপদ: অস্ত্র রপ্তানি সম্পর্কে জার্মান সরকারের নীতি জাপান ও অস্ট্রেলিয়ার মতো সুদূরের মিত্রদের মনেও নাকি সন্দেহের সৃষ্টি করেছে, অস্ত্র সরবরাহের ক্ষেত্রে জার্মানিকে নির্ভরযোগ্য সহযোগী হিসেবে গণ্য করা চলে কি না৷ আরো বড় কথা, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নিজের দল সিডিইউ-এর কিছু বিধায়ক খোলাখুলিভাবে বলছেন, ‘‘গাব্রিয়েল যা করছেন, তা জার্মানির জাতীয় নিরাপত্তার পক্ষে একটি ঝুঁকি৷''

এসি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ