1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অ্যাকর্ড’ ভালো কাজ করেছে: বিজিএমইএ সভাপতি

৯ এপ্রিল ২০১৯

তৈরি পোশাক কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে কাজ করা ইউরোপীয় ক্রেতাদের জোট ‘অ্যাকর্ড' বাংলাদেশে তার মেয়াদ পর্যন্ত কি থাকতে পারবে? এই প্রশ্নের উত্তর দিতে পারবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, সম্ভবত ১৫ এপ্রিল৷

Bangladesch Textilarbeiterinnen
ছবি: picture-alliance/Zuma Press/S.K. Das

২০১৩ সালের ১৪ এপ্রিল সাভারের রানাপ্লাজা ধসে পোশাক কারখানার ১১শ'র বেশি শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ প্রশ্নের মুখে পড়ে৷ ‘শ্রমিকের রক্তমাখা' পোশাক নিয়ে প্রশ্ন তোলেন বিভিন্ন দেশের খুচরা ক্রেতা, মানবাধিকার কর্মী ও শ্রমিক সংগঠনগুলো৷ সেই চাপের মুখে বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিকদের নিরাপত্তা ও কাজের পরিবেশ উন্নয়নে ইউরোপীয় ক্রেতারা ‘অ্যাকর্ড' এবং অ্যামেরিকার ক্রেতারা ‘অ্যালায়েন্স' নামে দু'টি জোট গঠন করেয অ্যাকর্ড ২০টি দেশের ২০০ ক্রেতার জোট৷

২০২১ সালের ৩ মে'র মধ্যে বাংলাদেশের ১,৭০০ পোশাক কারখানার নিরাপত্তা এবং কাজের পরিবেশ উন্নয়নে কাজ করার কথা অ্যাকর্ডের৷

অ্যাকর্ড অনেক ভালো কাজ করেছে আশা করছি বাংলাদেশে থাকতে পারবে: ইমতিয়াজ মইনুল ইসলাম

This browser does not support the audio element.

‘স্মার্ট জিন্স' নামে চট্টগ্রামের একটি পোশাক কারখানার মামলার পর হাইকোর্ট ৬ মাসের সময় দিয়ে গত বছরের ৩০ নভেম্বরের মধ্যে অ্যাকর্ডকে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়৷ তবে এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অ্যাকর্ড-এর পক্ষ থেকে আপিল করা হয়৷ স্মার্ট জিন্স-এর অভিযোগ ছিল অ্যাকর্ড চুক্তির শর্ত ভঙ্গ করেছে৷ চুক্তি ছিল, যে কারখানা অ্যালায়েন্স দেখবে, সে কারখানায় অ্যাকর্ড যাবেনা৷

অ্যাকর্ড গত ২৯ নভেম্বর আপিল করলে আপিল বিভাগ প্রথমে এক মাস এবং পরে শুনানির তারিখ অনুযায়ী তাদের বাংলাদেশে কাজ চালিয়ে যেতে বলেন৷ শুনানি শেষে সর্বশেষ ৮ এপ্রিল আদেশের তারিখ ছিল৷ তবে আদেশ হয়নি৷ পরবর্তী তারিখ নির্ধারণ হয়েছে ১৫ এপ্রিল৷

অ্যাকর্ডের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা আশা করছি অ্যাকর্ড বাংলাদেশে থাকতে পারবে৷ কারণ তারা পোশাক খাতে অনেক ভালো কাজ করেছে৷ তাদের আরো কাজ বাকি আছে৷ সবাই চায় তারা থাকুক৷ তবে সেটা আদালতের ওপরই নির্ভর করছে৷''

অ্যাকর্ড নিয়ে আদালতে মামলা চলছে তাই কোনো মন্তব্য করা ঠিক হবে না: সিদ্দিকুর রহমান

This browser does not support the audio element.

তিনি আরো বলেন, ‘‘১৫ এপ্রিল আদালত হয়তো আদেশ দেবেন৷ সে পর্যন্ত অ্যাকর্ড বাংলাদেশে কাজ করতে পারে৷ পরবর্তী সিদ্ধান্ত আদালতের ওপর৷''

এদিকে বাংলাদেশের তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ-র সভাপতি সিদ্দিকুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘অ্যাকর্ড নিয়ে আদালতে মামলা চলছে তাই কোনো মন্তব্য করা ঠিক হবে না৷ আদালতই সিদ্ধান্ত দেবে তারা থাকবে, কি থাকবেনা৷ তবে ৫ বছরে তারা ভালো কাজ করেছে৷ তাদের আরো কাজ বাকি রয়েছে৷ এখন আমাদের পোশাক কারখানার মালিকরাই মামলা করেছেন৷''

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পেটার ফারেনহলৎস আগামী ডিসেম্বর পর্যন্ত অ্যাকর্ডের কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে তাঁর মত প্রকাশ করেছেন৷

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল ইসলাম আমিন ডয়চে ভেলেকে বলেন, ‘‘রানাপ্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তায় অ্যাকর্ড অনেক ভালো কাজ করেছে৷ বাংলাদেশের তৈরি পোশাক তার বাজার ফিরে পেয়েছে৷ যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছিল তা দূর হয়েছে৷ কিন্তু তাদের কাজ আরো বাকি রয়েছে৷ ২০২১ সাল পর্যন্ত তাদের থাকার কথা৷'' 

রানাপ্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের নিরপত্তায় অ্যাকর্ড অনেক ভালো কাজ করেছে: আমিরুল ইসলাম আমিন

This browser does not support the audio element.

এদিকে স্মার্ট জিন্স-এর আইনজীবী জাফরুল হাসান শরীফ এর আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘‘আমি আদালতে বলেছি, অ্যাকর্ড বাংলাদেশে থাকতে গেলে তাদের কাজের ব্যাপারে টিএমসির (ট্রানজিশনাল মনিটরিং কমিটি) সাথে পরামর্শ করে কাজ করতে হবে৷ তারা তাদের ইচ্ছেমতো কাজ করতে পারবে না৷ টিএমসিতে অ্যাকর্ড, আইএলও, সরকার, মালিকপক্ষ, ক্রেতা সকলের প্রতিনিধিত্ব আছে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ