1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাঙ্গোলার তরুণীর মাথায় মিস ইউনিভার্স মুকুট

১৩ সেপ্টেম্বর ২০১১

ব্রাজিলের সাঁও পাওলো শহরে ৬০তম সৌন্দর্য প্রতিযোগিতায় ৯৮ জন প্রতিযোগীর মধ্যে শীর্ষ স্থান দখল করলেন অ্যাঙ্গোলার ছাত্রী লিলা লোপেস৷ দ্বিতীয় স্থান দখল করলেন ইউক্রেনের ওলেসিয়া স্টেফানকো৷

নতুন মিস ইউনিভার্স অ্যাঙ্গোলার ছাত্রী লিলা লোপেসছবি: dapd

হায়দ্রাবাদ শহরের ২৭ বছরের তরুণী বাসুকি সুঙ্কাভাল্লি এবছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন৷ কিন্তু সুস্মিতা সেন বা ঐশ্বর্য রাইয়ের মতো শীর্ষ স্থানে পৌঁছতে পারেন নি তিনি৷

এই ধরণের সৌন্দর্য প্রতিযোগিতার প্রসঙ্গে প্রতি বারই প্রশ্ন ওঠে, সৌন্দর্য আসলে কী? শরীরের বিশেষ গঠন, সুন্দর মুখ নাকি বুদ্ধিমত্তা, নজর কাড়ার মতো ব্যক্তিত্ব? আয়োজকরা দাবি করেন, শারীরিক সৌন্দর্য ও মগজের শক্তির সঠিক সমন্বয়ের ভিত্তিতেই সেরা সুন্দরীকে বেছে নেওয়া হয়৷ যেমন লিলাকে এবার প্রশ্ন করা হয়েছিল, সম্ভব হলে তিনি নিজের শরীরের কোন অংশে কিছু রদবদল করিয়ে নিতে চাইবেন৷ ''একগাল হেসে আফ্রিকার এই তরুণী উত্তর দিয়েছিলেন, ‘‘আমি নিজেকে এমন এক নারী বলে মনে করি, ঈশ্বর যাকে অঢেল অন্তরের সৌন্দর্য দিয়েছেন৷ আমি আমার পরিবারের কাছ থেকেও বেশ কিছু সুন্দর মূল্যবোধ পেয়েছি এবং জীবনের বাকি সময় আমি সেই পথেই চলতে চাই৷

লিলা লোপেসছবি: dapd

রীতি অনুযায়ী আগামী এক বছর ধরে মিস ইউনিভার্স লিলা লোপেস নিজের খ্যাতি কাজে লাগিয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যস্ত থাকবেন৷ এইডস রোগের মোকাবিলা, দারিদ্র মোচন ইত্যাদি নানা ক্ষেত্রে তাঁকে এগিয়ে আসতে হবে৷

সৌন্দর্য প্রতিযোগিতাগুলির ইতিহাসে ল্যাটিন অ্যামেরিকারই পাল্লাভারি৷ যেমন গত বছর মিস ইউনিভার্স হয়েছিলেন মেক্সিকোর শিমেনা নাভারেতে৷ তার সবচেয়ে কাছের প্রতিযোগীরাও ছিলেন একই মহাদেশের প্রতিনিধি৷ গত ১০ বছরে ৭ বারই শিরোপা পেয়েছেন ল্যাটিন অ্যামেরিকান সুন্দরীরা৷ মিস ইউনিভার্স'এর প্রতিযোগীদের অবিবাহিত হতে হয়, বয়স হতে হবে ১৮ থেকে ২৭৷

সাঁও পাওলো শহরের এবছরের প্রতিযোগিতার সরাসরি টেলিভিশন সম্প্রচার দেখেছেন প্রায় ১০০ কোটি মানুষ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ