1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাডভেঞ্চারের স্বর্গ ‘এরিয়া ফর্টিসেভেন’

ফ্রিডেল টাউবে/এসি৫ জুলাই ২০১৪

অস্ট্রিয়ার আল্পস পর্বতাঞ্চলের টিরোল এলাকা৷ সেখানে যদি একদল মানুষকে হঠাৎ উদ্ভট কাজকর্ম করতে দেখেন: দেয়াল-আরোহণ কিংবা মেগা-দোলনা থেকে ঝাঁপ খাওয়া – তাহলে বুঝবেন, এরিয়া ফর্টিসেভেন-এ এসে পড়েছেন৷

‘এরিয়া ফর্টিসেভেন’ এর অবস্থান অস্ট্রিয়ান আল্পসেছবি: imago/chromorange

বিষুবরেখার উত্তরে ৪৭ অক্ষাংশে অবস্থান, তাই নাম এরিয়া ফর্টিসেভেন৷ আউটডোর অ্যাকটিভিটি, বা বাইরের খোলামেলায় দৌড়ঝাঁপ বলতে যা বোঝায়, তা করে যারা আনন্দ পান, তাদের জন্যই এই এরিয়া ফর্টিসেভেন৷ সাড়ে ছয় হেক্টর এলাকার পার্কটিতে যে পরিমাণ খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছে, সারা বিশ্বে তা তুলনাহীন৷ এরিয়া ফর্টিসেভেন-এর কর্মী ক্রিস্টিয়ান স্ন্যোলার বলেন, ‘‘এটা হল এমন একটা জায়গা, যেখানে পাহাড়ি অঞ্চলে করার মতো যাবতীয় ট্রেন্ডি স্পোর্টগুলি একসঙ্গে পাওয়া যাবে, সেগুলোকে ট্রাই করে দেখার সুযোগ পাওয়া যাবে৷ এই ধারণা থেকেই এরিয়া ফর্টিসেভেন-এর জন্ম৷ এটা এমন একটা জায়গা, যেখানে ধীরে-সুস্থে, তাড়াহুড়ো না করে যাবতীয় ট্রেন্ড স্পোর্টগুলো পরখ করে দেখা যায়৷''

ক্রিস্টিয়ান স্ন্যোলার হলেন পার্কটির মার্কেটিং-এর দায়িত্বে৷ তিনি নিজেই এক্সট্রিম অ্যাথলিট: ক্লাইম্বিং করেন, প্যারাশুট জাম্পিং করেন৷ মে থেকে সেপ্টেম্বরের মধ্যে আড়াই লাখ অতিথি এখানে ভিড় করেন৷ তাদের অধিকাংশই পুরুষ ও বয়সে তরুণ৷ এখানে যারা আসেন, তারা জেনেশুনেই চলতি অ্যামিউজমেন্ট পার্কগুলোর কোনো বিকল্প খোঁজেন

ক্লাইম্বিং থেকে ব়্যাফটিং

এরিয়া ফর্টিসেভেন'-এর সাতাশ মিটার উচ্চতার ওপেন এয়ার ক্লাইম্বিং সাইট-টি হল ইউরোপে সর্বোচ্চ৷ গোটা ট্যুরটা সম্পূর্ণ করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগে - এরিয়া ফর্টিসেভেন-এর অধিকাংশ স্পোর্টের ক্ষেত্রে যা প্রযোজ্য৷

যাটের দশক থেকে আল্পস অঞ্চলে সর্বাধিক জনপ্রিয় গ্রীষ্মকালীন গতিবিধিগুলির মধ্যে পড়ে ব়্যাফটিং৷ এরিয়া ফর্টিসেভেন আউটডোর পার্কে ইন এবং ওয়েটৎস নদী দু'টিতে নিয়মিত ব়্যাফটিং ট্যুর-এর ব্যবস্থা রাখা হয়৷

ওপেন এয়ার পার্কটিতে ক্রমেই আরো বেশি মানুষ ভিড় করছেন৷ সবাই চান অবসর সময়ে স্পোর্ট, সবাই চান এক্সট্রিম অ্যাথলিট হতে৷ সাইকেল চালানো আর পায়ে হেঁটে বেড়ানো হল সকলের প্রিয় – ছুটি কাটাতে কিংবা দিনের শেষে অফিস থেকে ফিরে৷ কানু জাতীয় ডিঙি চালনা আর ক্লাইম্বিংও ক্রমেই আরো বেশি জনপ্রিয় হচ্ছে৷

অ্যাড্রেনালিনঅ্যাকশন

মুক্ত বাতাসে খেলাধুলা বা অন্যান্য গতিবিধি আজ আধুনিক জীবনশৈলীর অঙ্গ হয়ে দাঁড়িয়েছে৷ পর্যটন ও অবসরবিনোদন বিশেষজ্ঞ রল্ফ ফ্রাইটাগ বলেন: ‘‘অ্যাকটিভ, মানে সক্রিয়ভাবে কিছু একটা করা আজ খুবই ইতিবাচক৷ আমি সক্রিয় মানেই আমি সুস্থ, আমার জীবন পরিপূর্ণ, আমি মডার্ন৷''

তবে মেগাসুইং বা মেগা-দোলনা থেকে ৩০ মিটার নীচে অ্যাসফাল্টের পার্কিং প্লেস-টির দিকে ঝাঁপ খেতে নিশ্চয় প্রচুর সাহস লাগে৷ অথচ ব্যাপারটা দেখতে যতোটা ঝুঁকিপূর্ণ, বাস্তবে তা নয়৷ ক্রিস্টিয়ান স্ন্যোলার বলেন, ‘‘সকলের চাই অ্যাড্রেনালিন, যতোটা সম্ভব অ্যাকশন৷ এটাই হল আমাদের আজকের সমাজ৷ কিন্তু সেই রোমাঞ্চ ঝুঁকি-শূন্য হতে হবে, তার বিমা থাকতে হবে৷ এই কম্প্রিহেনসিভ কভার ইনশিওরেন্সের মনোবৃত্তি আজ সর্বত্র৷''

গড়ে একজন অতিথি পার্কে তিন দিন কাটান৷ প্রতিটি আকর্ষণ – অর্থাৎ খেলার জন্য ৩০ থেকে ৫০ ইউরো মাশুল৷ তা সত্ত্বেও গ্রাহকরা খুশি বৈ অখুশি নন৷ যিনি সারাদিন অ্যাকটিভ অর্থাৎ সক্রিয় ছিলেন, তিনিও কিন্তু সন্ধ্যায় ঘরে ফিরে জিরিয়ে নেওয়ার কথা ভাবেন না৷ কেননা এরিয়া ফর্টিসেভেন-এ তখন শুরু হয়ে গেছে পার্টি টাইম!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ