1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেল কালচার

অরুণ শঙ্কর চৌধুরী৯ মে ২০১৪

মানুষের কল্যাণে জীবজন্তুর উপর পরীক্ষা নতুন না হলেও, অ্যানিমাল টেস্টিং-এর বিরুদ্ধে প্রতিবাদ আজ সারা বিশ্বে দানা বাঁধছে৷ আশার আলো: অ্যানিমাল টেস্টিং-এর বিকল্প হতে পারে সেল কালচার৷

Rotavirus

জীবজন্তু নিয়ে পরীক্ষা চলে সর্বত্র: কলেজ-বিশ্ববিদ্যালয়, ওষুধ কোম্পানি, সামরিক বিভাগ, প্রসাধন সংস্থা, সবার এবং সব ধরনের ল্যবোরেটরিতে৷ বছরে নাকি মোট দশ কোটির বেশি মেরুদণ্ডী প্রাণীকে প্রাণ দিতে হয় পরীক্ষাগারে৷ এ হিসেবে আবার ইঁদুর, পাখি, মাছ বা ব্যাঙ জাতীয় জীবদের ধরা হয় না৷ এছাড়া গোটা প্রক্রিয়াটির নৈতিকতা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে৷

ব্রিটিশ রয়াল সোসাইটি বলে, চিকিৎসা কিংবা ভেষজের ক্ষেত্রে বিংশ শতাব্দীর প্রতিটি বড় আবিষ্কারের পিছনে ছিল অ্যানিমাল টেস্টিং৷ মার্কিন ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস বলে, জীববিদ্যা, রসায়ন ও পরিবেশের সম্পর্ক এতই গূঢ় ও জটিল যে, কম্পিউটার সিমিউলেশন করেও তা বোঝা সম্ভব নয়৷ তাই জীবজন্তুর ওপর, শেষমেষ মানুষের উপর পরীক্ষা করে দেখা প্রয়োজন৷

কিন্তু মানুষের উপর সরাসরি পীক্ষার ঝুঁকি না নিয়ে যদি মানবকোষের উপর পরীক্ষা করে দেখা যায়? এই সেল কালচার বস্তুত দু'পক্ষেরই দাবি মেটাতে সক্ষম৷ মানবকোষের উপর প্রত্যক্ষ পরীক্ষা করে ফলাফল পাওয়া যাচ্ছে, কাজেই বিজ্ঞানী-গবেষকরা খুশি৷ অন্যদিকে অ্যানিমাল টেস্টিং বিরোধীদের যে মূল যুক্তি, যে সব সত্ত্বেও জীব ও মানুষের মধ্যে প্রজাতির ফারাক থেকে যাচ্ছে, সে যুক্তিরও জবাব দিচ্ছে সেল কালচার৷

অবশ্য সেল কালচারের কল্যাণে অ্যানিমাল টেস্টিং উঠে যাবে, এতটা আশা না করাই ভালো৷ কারণ কোষ কোষই, তা পূর্ণাঙ্গ জীবের স্থান নিতে পারে না, বিকল্প হতে পারে না৷ কাজেই জীব থেকে জীব, প্রজাতি থেকে প্রজাতির পরবর্তী পদক্ষেপটা কোনো না কোনোভাবে থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ