1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশেও জনপ্রিয় অ্যানিমেশন

আরাফাতুল ইসলাম২ আগস্ট ২০১৪

অ্যানিমেশনের সঙ্গে বাংলাদেশের পরিচয় নতুন নয়৷ সেই নব্বইয়ের দশকেই মীনার সঙ্গে পরিচয় ঘটে বাংলাদেশিদের৷ ইউনিসেফের সহায়তায় তৈরি এই কার্টুন ধারাবাহিকটি ব্যাপক সাড়া জাগায়৷

Donald Duck
ছবি: imago/United Archives

মীনা কার্টুন সিরিজের পরিচালক ছিলেন রাম মোহন৷ ভারতের অ্যানিমেশন জগতের ‘জনক' হিসেবে পরিচিত এই কার্টুনিস্টের কাছে প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশের অ্যানিমেটর এহসান-উর-রশীদ৷ ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান বাংলাদেশের অ্যানিমেশন জগতের বর্তমান অবস্থার কথা৷

টুডি এবং থ্রিডি অ্যানিমেশনের ক্ষেত্রে এখন অনেকটাই এগিয়ে গেছে পশ্চিমা বিশ্ব৷ এখন কম্পিউটার গেম তৈরিতে খরচ করা হচ্ছে শত শত মিলিয়ন ইউএস ডলার৷ এমনকি বড় নির্মাণ প্রকল্প আগে কম্পিউটারে থ্রিডি মডেল হিসেবে গড়ে নেয়া হচ্ছে যেন সেটি নিয়ে আগেই আলোচনা, সমালোচনা করা যায়৷

এহসান জানান বাংলাদেশেও অ্যানিমেশন জগত এগিয়ে যাচ্ছে৷ সিডি তৈরি হচ্ছে, বিজ্ঞাপনে অ্যানিমেশন ব্যবহার হচ্ছে৷ আর ডেভেলপাররা প্রকল্পের ভার্চুয়াল মডেল তৈরি করছেন আগে৷ তবে পাশ্চাত্যের মতো ততটা আগায়নি বলেই মনে করেন তিনি৷ এহসান বলেন, ‘‘বাংলাদেশের এখন বিশ্বের কাছে অ্যানিমেশন শিল্পকে উপস্থাপন করার সময় এসেছে৷''

অ্যানিমেটরদের দক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বর্তমানে অ্যানিমেটররা প্রশিক্ষিত৷ তারা ভালো সুযোগ পেলে, আমাদের দেশের এই শিল্পকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে৷''

প্রসঙ্গত, গোটা বিশ্বে কম্পিউটার গেমের চাহিদা বাড়ছে৷ সঙ্গে বাড়ছে গেম ডিজাইনারদের চাহিদা৷ জার্মানিতে চল্লিশটির বেশি সরকারি এবং বেসরকারি ইন্সটিটিউটে বর্তমানে এই বিষয়ে ডিগ্রি গ্রহণ এবং গবেষণার সুযোগ রয়েছে৷

এহসান-উর-রশীদছবি: Privat

বাংলাদেশেও অ্যানিমেশন শেখার ব্যবস্থা রয়েছে৷ এহসান জানান, টুডি অ্যানিমেশনে ক্যারিয়ার গড়ার আগে তিনি কমিকস বুক তৈরি করেছেন৷ আর এই কাজ তাঁকে অ্যানিমেশন শিখতে অনেক সহায়তা করেছে৷

তিনি বলেন, ‘‘বাংলাদেশে অ্যানিমেটরদের চাহিদা অনেক৷ একেকজন অ্যানিমেটর গড়ে ৪০ থেকে ৪৫ হাজার টাকা বেতন পান৷''

এহসান মনে করেন, অ্যানিমেশন খাতকে এগিয়ে নিতে গেলে সরকারি এবং বেসরকারি পর্যায় থেকে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করতে হবে৷ উদ্যোক্তাদের অ্যানিমেটরদের পাশে থাকতে হবে৷ আর ভালো গল্প বেছে নিতে হবে যা দর্শকরা সহজে বুঝতে পারে৷ এভাবেই উন্নতি সম্ভব৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ