1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যান্টার্কটিকায় বিশাল হিমশৈল ভেঙে পড়েছে

১ অক্টোবর ২০১৯

প্রায় ১৬শ বর্গকিলোমিটার আকারের একটি হিমশৈল সম্প্রতি ভেঙে পড়েছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন৷ তবে জলবায়ু পরিবর্তনের কারণে এটি হয়নি বলেও জানান তাঁরা৷

Kombobild | Eisberg D28 (Dr. S.L.M. (Stef) Lhermitte)
ছবি: Dr. S.L.M. (Stef) Lhermitte

ইউরোপ ও অ্যামেরিকার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বলছে, ২৪ ও ২৫ সেপ্টেম্বরের মধ্যে যে কোনো একসময় ডি২৮ নামের ঐ বরফের টুকরো ভেঙে থাকতে পারে৷ অ্যান্টার্কটিকার পূর্বাঞ্চলে অবস্থিত অ্যামেরি আইস সেল্ফ থেকে এটি পৃথক হয়ে গেছে৷ গত দশ বছর ধরে এমনটি হওয়ার প্রক্রিয়া চলছিল বলে জানান বিজ্ঞানীরা৷ ‘‘তুষারপাতের কারণে আইস সেল্ফের ওজন বেড়ে যায়৷ কিন্তু আইস সেল্ফ সাধারণত একই ওজনে থাকতে পছন্দ করে৷ তাই একসময় অতিরিক্ত ওজন ঝরে পড়ে,'' বলে জানান মার্কিন গ্লেসিওলজিস্ট হেলেন আমান্ডা ফ্রিকার৷

তিনি জানান, ডি২৮ হিমশৈলের পুরুত্ব প্রায় ২১৫ মিটার এবং সেখানে বরফের পরিমাণ প্রায় ৩১৫ বিলিয়ন টন৷

অ্যান্টার্কটিকার পূর্বাঞ্চলে সাধারণত মহাদেশটির পশ্চিমাঞ্চল ও গ্রিনল্যান্ডের মতো বৈশ্বিক উষ্ণতার প্রভাব পড়ে না বলে জানান বিজ্ঞানীরা৷

বছর দুয়েক আগে ডি২৮-এর চেয়ে তিনগুন বড় বরফের টুকরো ভেঙে পড়লে জলবায়ু পরিবর্তন নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল৷ তবে এবারের বিষয়টি জলবায়ু পরিবর্তনের কারণে হয়নি৷ আমান্ডা ফ্রিকার বলছেন, ‘‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে, মানুষ যেন বিভ্রান্ত হয়ে মনে না করে যে, জলবায়ু পরিবর্তনের কারণে এমনটি হয়েছে৷''

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ