পপ আর্টের এক চিরন্তন গুরু হলেন মার্কিন চিত্রশিল্পী অ্যান্ডি ওয়ারহল৷ জার্মানির সঙ্গে ওয়ারহল-এর সম্পর্ক: তিনি ডাইমলার, বিএমডাবলিউ-র মতো জার্মান মোটর নির্মাণ কোম্পানিগুলির হয়ে মোটরগাড়ির ছবি এঁকেছেন৷
বিজ্ঞাপন
প্রবাদপ্রতিম সব মোটরগাড়ির আদত মডেল আর সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত পপ আর্ট শিল্পী অ্যান্ডি ওয়ারহল-এর ছবি৷ ‘অ্যান্ডি ওয়ারহল: কার্স' নামধারী প্রদর্শনীর এই হল উপজীব্য৷ ওয়ারহল চেয়েছিলেন ৮০টি ছবিতে মোটরগাড়ির ইতিহাস বিধৃত করতে, কিন্তু তিনি যখন ১৯৮৭ সালে পরলোকগমন করেন, তখন সেই পর্যায়ের মাত্র ৩৫টা ছবি শেষ হয়েছে৷
দক্ষিণ জার্মানির সিঙেন-এ অবস্থিত এমএসি মিউজিয়ামটির নতুন অধ্যক্ষা আনা-লেনা ব্রুন্স-এর এটিই প্রথম প্রদর্শনী:
‘‘আমাদের এখানে একেবারে পপ আর্ট রংয়ের এই গাড়িগুলো আছে৷ ধরুন যাকে বলা হয় কিনা স্ট্রিমলাইন্ড, সেই ধরনের আকৃতিকে যদি নেওয়া যায়, তাহলে সেটা ছিল মোটরগাড়ির ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঙ্গিক৷ অ্যান্ডি ওয়ারহল নিজে ছিলেন গ্র্যাফিক ডিজাইনার এবং তিনি এই স্ট্রিমলাইন্ড আকৃতিকে মিনিমালাইজ করে নিজের মতো করে নিয়েছেন৷ এর ফলে মোটরগাড়ি আর শিল্পকলার মধ্যে একটা সুন্দর সংলাপ সৃষ্টি হয়েছে বলে আমার ধারণা৷''
জার্মান গাড়িনির্মাতা ডাইমলার মোটর কোম্পানি ১৯৮৬ সালে অ্যান্ডি ওয়ারহল-কে ‘কার্স' পর্যায়ের ছবিগুলো আঁকার দায়িত্ব দেন৷ সেটা ছিল মোটরগাড়ির শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে৷ কোকা-কোলার বোতল কিংবা ক্যাম্পবেল সুপের ক্যান এঁকে যিনি বিখ্যাত হয়েছেন, সেই শিল্পী এই প্রথম একটি জার্মান পণ্যের ছবি আঁকেন৷ রেনাটে ভিহাগার ‘ডাইমলার আর্ট কলেকশন'-এর পরিচালক৷ তিনি বলেন:
‘‘ওয়ারহল-এর শিল্পকলার অভিনবত্ব হল এই যে, তিনি একটি পণ্যের নশ্বরতাকেও দেখান, সেটা যে ইতিহাসের অংশ, তা স্পষ্ট করে তোলেন৷ কোকা-কোলা ৪০ বছর ধরে একই রয়েছে, কিন্তু মোটরগাড়ির রয়েছে একটা ইতিহাস৷ ওয়ারহল যে একটি পণ্যের পরিবর্তনশীলতার দিকেও নজর দিয়েছেন, সেটাই অসাধারণ৷''
ডেট্রয়েট মোটর শো: গাড়িই যেখানে তারকা
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে আবার শুরু হয়েছে গাড়ি প্রদর্শনী৷ প্রতি বছরের মতো বিশ্বের সেরা সব গাড়ি প্রস্তুতকারক এবারও ক্রেতাদের জন্য এনেছে নতুন নতুন উপহার৷ ছবিঘরে দেখুন সেরকম কিছু গাড়ি৷
ছবি: Toyota
মার্সেডিজের জন্য পরীক্ষা
ডেট্রয়েটের আয়োজনে জার্মান গাড়িগুলোর মধ্যে মার্সেডিজের নতুন সি-ক্লাস মডেলটির দিকে আগ্রহটা অন্যরকম৷ প্রথমবারের মতো অ্যামেরিকাতেও তৈরি হচ্ছে এই গাড়ি৷ গাড়ি বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্রের বাজারে মার্সেডিজের উত্তুঙ্গ চাহিদা বজায় থাকবে কিনা তা অনেকখানি নির্ভর করবে সি-ক্লাসের সাফল্যের ওপর৷
ছবি: Reuters
আউডির উপহার
মার্সেডিজকে বাজার ধরে রাখার লড়াইটা মূলত জার্মানির কিছু গাড়ির সঙ্গেই করতে হবে৷ জার্মান কোম্পানি আউডি খুব দ্রুত বাজার দখল করে নিচ্ছে৷ ডেট্রয়েটে ছবির এই গাড়িটি দিয়ে আউডি এ যুগের গাড়ি কেমন হওয়া উচিত তা বুঝিয়ে দিতে চায়৷ এ গাড়ি সব রকমের পথেই চলতে পারে অনায়াসে৷
ছবি: Audi AG
বিএমডাব্লিউ-র সৃষ্টিশীলতা
ডেট্রয়েটের লেক এরি-তে এবার তিনটি গাড়ি নিয়ে এসেছে বিএমডাব্লিউ৷ বাভেরিয়ান এই ঐতিহ্যবাহী কোম্পানির বিশেষ আকর্ষণগুলো হলো এম-ফোর কুপ, এম থ্রি লিমোজিন এবং টু সিরিজ কুপ৷ এম মডেলের গাড়িগুলোর ইঞ্জিন ৪৩১ হর্সপাওয়ারের৷ তবে বিএমডাব্লিউ-র বিদ্যুৎচালিত গাড়ি আই-থ্রি এবং আই-এইটও থাকছে প্রদর্শনীতে৷ ছবিতে দেখা যাচ্ছে এম-ফোর মডেলের একটি গাড়ি৷
ছবি: BMW AG
বড় মিনি
বিএমডাব্লিউ-র সাবসিডিয়ারি মিনি ভার্সনও থাকছে ডেট্রয়েটের গাড়ি মেলায়৷ নতুন আদলে তৈরি করা এ গাড়ি আগামী বসন্তেই যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে৷ যুক্তরাষ্ট্রের মানুষ ছোট গাড়ি পছন্দ করবেন কিনা – এ ভাবনা অনেকটাই দূর হয়ে গেছে৷ ২০১৩ সালে আগের ভার্সনটিরই বেশ ভালো কাটতি ছিল৷ এক বছরে বিক্রি হয়েছিল ৬৬ হাজার গাড়ি!
ছবি: BMW AG
সত্যে অবিচল ভলভো
সুইডেনের ভলভো এখন চীনের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান গিলি-র অংশ৷ প্রয়োজনীয় অর্থের জোগান দিলেও গিলি অবশ্য ভলভোর কাজে নাক গলায়না৷ এক্সসি কুপ মডেলের এই গাড়ি দেখলেও তা বোঝা যায়৷ ভলভো মনে করে, তাদের এ গাড়ি ভবিষ্যতেও চলবে এমন ডিজাইনে তৈরি৷
ছবি: Volvo Deutschland
শেভ্রলের স্পোর্টস কার
জিএম ব্র্যান্ডের নতুন পরিবেশনা করভেট জেড-জিরো সিক্স৷ অ্যামেরিকান স্পোর্টস কারের ভুবনে সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনের গাড়ি যোগ করার অঙ্গীকার নিয়ে এসেছে শেভ্রলের এই মডেল৷ উন্নততর এই সংস্করণের ৬২০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন আগের সব স্পোর্টস কারকে পেছনে ফেলেছে৷ এতদিন স্পোর্টস কারের সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনটিও ছিল মাত্র ৫১২ হর্স পাওয়ারের৷
ছবি: General Motors
ফোর্ডের চমক
ছয় বা আট সিলিন্ডারের নয়, ফোর্ডের মুসটাং-এ মাত্র চারটি সিলিন্ডার৷ এমন গাড়ি বাজারে এলেও ভালো চলবে কিনা এ নিয়ে সংশয় ছিল৷ পরিবেশবান্ধব ইঞ্জিন নিয়ে মুসটাং সেই সংশয় দূর করতেই ডেট্রয়েটে এসেছে৷ চারটি সিলিন্ডারেই দিব্যি চলছে মুসটাং৷ সিলিন্ডার চারটি হলেও ইঞ্জিন ৩০৯ হর্সপাওয়ারের- এ গাড়ি চলবে না কেন!
ছবি: Ford of Europe
নতুন রূপে পুরোনো লেক্সাস
গত নভেম্বরে টোকিওতে লেক্সাস আরসি-র ওয়ার্ল্ড প্রিমিয়াম হয়েছে৷এবার দুই দরজার এই স্পোর্টস কুপ এসেছে ডেট্রয়েটের প্রদর্শনীতে৷ ৪৫০ হর্সপাওয়ারের ইঞ্জিন সম্বলিত এই গাড়িটিও দারুণ!
ছবি: Toyota
8 ছবি1 | 8
শুধু অ্যান্ডি ওয়ারহল-ই নন, আরো অনেক নামি-দামি শিল্পী মোটরগাড়ি নিয়ে ছবি এঁকেছেন৷ ফরাসি চিত্রশিল্পী অঁরি দ্য তুলুজ-লোত্রেক থেকে শুরু করে ইটালির ফিউচারিস্ট-রা পর্যন্ত গাড়ির ছবি এঁকেছেন – সেখান থেকে সোজা আজকের মডার্ন আর্ট৷
মোটরগাড়ি নির্মাতারা প্রায়শই জনসংযোগের পন্থা হিসেবে বড় বড় শিল্পীদের দিয়ে ছবি আঁকিয়ে থাকেন৷ জার্মান গাড়ি নির্মাতা বিএমডাব্লিউ ১৯৭৫ সালে ‘আর্ট কার্স' নাম দিয়ে একটি শিল্প প্রকল্প শুরু করে, যা আজও চালু আছে৷ রয় লিশটেনস্টাইন-এর মতো মার্কিন শিল্পী অথবা জার্মান শিল্পী এ আর পেঙ্ক, এমনকি অ্যান্ডি ওয়ারহল-ও সেই প্রকল্পে সংশ্লিষ্ট ছিলেন৷
শিল্পসংস্থাদের কাছ থেকে ছবি আঁকার ফরমায়েশ নেওয়াটাকে তাঁর শিল্পের প্রতি বিশ্বাসঘাতকতা বলে গণ্য করতেন না অ্যান্ডি ওয়ারহল৷