1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোটরগাড়়ির চিত্রকলা

ইয়েন্স ফন লারশার/এসি১৫ জানুয়ারি ২০১৫

পপ আর্টের এক চিরন্তন গুরু হলেন মার্কিন চিত্রশিল্পী অ্যান্ডি ওয়ারহল৷ জার্মানির সঙ্গে ওয়ারহল-এর সম্পর্ক: তিনি ডাইমলার, বিএমডাবলিউ-র মতো জার্মান মোটর নির্মাণ কোম্পানিগুলির হয়ে মোটরগাড়ির ছবি এঁকেছেন৷

Deutschland Ausstellung Daimler-Oldtimer und Warhol-Siebdrucke in Singen 2014
ছবি: MAC - Museum Art & Cars

প্রবাদপ্রতিম সব মোটরগাড়ির আদত মডেল আর সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত পপ আর্ট শিল্পী অ্যান্ডি ওয়ারহল-এর ছবি৷ ‘অ্যান্ডি ওয়ারহল: কার্স' নামধারী প্রদর্শনীর এই হল উপজীব্য৷ ওয়ারহল চেয়েছিলেন ৮০টি ছবিতে মোটরগাড়ির ইতিহাস বিধৃত করতে, কিন্তু তিনি যখন ১৯৮৭ সালে পরলোকগমন করেন, তখন সেই পর্যায়ের মাত্র ৩৫টা ছবি শেষ হয়েছে৷

দক্ষিণ জার্মানির সিঙেন-এ অবস্থিত এমএসি মিউজিয়ামটির নতুন অধ্যক্ষা আনা-লেনা ব্রুন্স-এর এটিই প্রথম প্রদর্শনী:

‘‘আমাদের এখানে একেবারে পপ আর্ট রংয়ের এই গাড়িগুলো আছে৷ ধরুন যাকে বলা হয় কিনা স্ট্রিমলাইন্ড, সেই ধরনের আকৃতিকে যদি নেওয়া যায়, তাহলে সেটা ছিল মোটরগাড়ির ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঙ্গিক৷ অ্যান্ডি ওয়ারহল নিজে ছিলেন গ্র্যাফিক ডিজাইনার এবং তিনি এই স্ট্রিমলাইন্ড আকৃতিকে মিনিমালাইজ করে নিজের মতো করে নিয়েছেন৷ এর ফলে মোটরগাড়ি আর শিল্পকলার মধ্যে একটা সুন্দর সংলাপ সৃষ্টি হয়েছে বলে আমার ধারণা৷''

অ্যান্ডি ওয়ারহলের আঁকা গাড়ির ছবিছবি: Daimler AG

জার্মান গাড়িনির্মাতা ডাইমলার মোটর কোম্পানি ১৯৮৬ সালে অ্যান্ডি ওয়ারহল-কে ‘কার্স' পর্যায়ের ছবিগুলো আঁকার দায়িত্ব দেন৷ সেটা ছিল মোটরগাড়ির শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে৷ কোকা-কোলার বোতল কিংবা ক্যাম্পবেল সুপের ক্যান এঁকে যিনি বিখ্যাত হয়েছেন, সেই শিল্পী এই প্রথম একটি জার্মান পণ্যের ছবি আঁকেন৷ রেনাটে ভিহাগার ‘ডাইমলার আর্ট কলেকশন'-এর পরিচালক৷ তিনি বলেন:

‘‘ওয়ারহল-এর শিল্পকলার অভিনবত্ব হল এই যে, তিনি একটি পণ্যের নশ্বরতাকেও দেখান, সেটা যে ইতিহাসের অংশ, তা স্পষ্ট করে তোলেন৷ কোকা-কোলা ৪০ বছর ধরে একই রয়েছে, কিন্তু মোটরগাড়ির রয়েছে একটা ইতিহাস৷ ওয়ারহল যে একটি পণ্যের পরিবর্তনশীলতার দিকেও নজর দিয়েছেন, সেটাই অসাধারণ৷''

শুধু অ্যান্ডি ওয়ারহল-ই নন, আরো অনেক নামি-দামি শিল্পী মোটরগাড়ি নিয়ে ছবি এঁকেছেন৷ ফরাসি চিত্রশিল্পী অঁরি দ্য তুলুজ-লোত্রেক থেকে শুরু করে ইটালির ফিউচারিস্ট-রা পর্যন্ত গাড়ির ছবি এঁকেছেন – সেখান থেকে সোজা আজকের মডার্ন আর্ট৷

মোটরগাড়ি নির্মাতারা প্রায়শই জনসংযোগের পন্থা হিসেবে বড় বড় শিল্পীদের দিয়ে ছবি আঁকিয়ে থাকেন৷ জার্মান গাড়ি নির্মাতা বিএমডাব্লিউ ১৯৭৫ সালে ‘আর্ট কার্স' নাম দিয়ে একটি শিল্প প্রকল্প শুরু করে, যা আজও চালু আছে৷ রয় লিশটেনস্টাইন-এর মতো মার্কিন শিল্পী অথবা জার্মান শিল্পী এ আর পেঙ্ক, এমনকি অ্যান্ডি ওয়ারহল-ও সেই প্রকল্পে সংশ্লিষ্ট ছিলেন৷

শিল্পসংস্থাদের কাছ থেকে ছবি আঁকার ফরমায়েশ নেওয়াটাকে তাঁর শিল্পের প্রতি বিশ্বাসঘাতকতা বলে গণ্য করতেন না অ্যান্ডি ওয়ারহল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ