1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাপলকে খোঁচা দিল স্যামসাং!

৮ নভেম্বর ২০১৭

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তাদের উদ্ভাবিত আইফোনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে বাজারে এনেছে আইফোন ১০৷ অ্যাপলের দাবি, এই ‘এক্স' মডেলটি এখনো পর্যন্ত শ্রেষ্ঠ আইফোন৷ আইফোন ব্যবহারকারীদের মনোযোগও তাই এই ফোনের ফিচার যাচাইয়ে৷

Australien Erste Kunden kaufen iPhone X
ছবি: Reuters/D. Gray

আইফোন ‘এক্স' যখন বাজার মাতাচ্ছে, তখন আরেক স্বনামধন্য প্রতিষ্ঠান স্যামসাং এ নিয়ে তৈরি করেছে একটি ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন৷

আইফোন ১০ নিয়ে মাতামাতিকে ব্যঙ্গ করে এ বিজ্ঞাপনে দেখানো হয়, একজন স্মার্টফোন ব্যবহারকারী একের পর এক আইফোনের নতুন মডেল ব্যবহার করে যাচ্ছে আর স্যামসাং-এর নতুন স্মার্টফোনের সাথে চলছে এর তুলনা৷

একেবারে শেষে দেখা যায়, আইফোন ১০ কিনতে দীর্ঘ লাইনের পাশ দিয়ে হেঁটে চলে যান সেই স্মার্টফোন ব্যবহারকারী৷ আর তাঁর পিছন দিকে বার্তা ফুটে ওঠে ‘আপগ্রেড টু গ্যালাক্সি'৷

বিশ্বের অন্যতম দুই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ও স্যামসাং-এর রেষারেষি বেশ পুরোনো৷ নতুন এ বিজ্ঞাপনটিও এর মধ্যেই হয়েছে ভাইরাল৷ লাখ লাখ বার দেখা হয়েছে এ ভিডিওটি৷ সামাজিক যোগাযোগের মাধ্যমেও শেয়ার হয়েছে অনেকবার৷ 

আরএন/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ