মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তাদের উদ্ভাবিত আইফোনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে বাজারে এনেছে আইফোন ১০৷ অ্যাপলের দাবি, এই ‘এক্স' মডেলটি এখনো পর্যন্ত শ্রেষ্ঠ আইফোন৷ আইফোন ব্যবহারকারীদের মনোযোগও তাই এই ফোনের ফিচার যাচাইয়ে৷
বিজ্ঞাপন
আইফোন ‘এক্স' যখন বাজার মাতাচ্ছে, তখন আরেক স্বনামধন্য প্রতিষ্ঠান স্যামসাং এ নিয়ে তৈরি করেছে একটি ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন৷
আইফোন ১০ নিয়ে মাতামাতিকে ব্যঙ্গ করে এ বিজ্ঞাপনে দেখানো হয়, একজন স্মার্টফোন ব্যবহারকারী একের পর এক আইফোনের নতুন মডেল ব্যবহার করে যাচ্ছে আর স্যামসাং-এর নতুন স্মার্টফোনের সাথে চলছে এর তুলনা৷
একেবারে শেষে দেখা যায়, আইফোন ১০ কিনতে দীর্ঘ লাইনের পাশ দিয়ে হেঁটে চলে যান সেই স্মার্টফোন ব্যবহারকারী৷ আর তাঁর পিছন দিকে বার্তা ফুটে ওঠে ‘আপগ্রেড টু গ্যালাক্সি'৷
বিশ্বের অন্যতম দুই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ও স্যামসাং-এর রেষারেষি বেশ পুরোনো৷ নতুন এ বিজ্ঞাপনটিও এর মধ্যেই হয়েছে ভাইরাল৷ লাখ লাখ বার দেখা হয়েছে এ ভিডিওটি৷ সামাজিক যোগাযোগের মাধ্যমেও শেয়ার হয়েছে অনেকবার৷
আরএন/ডিজি
অ্যাপেল আইফোন এক্স, ৮ এবং ৮ প্লাসের বিশেষত্ব
অ্যাপেল তাদের ১০ বছর পূর্তিতে ক্যালিফোর্নিয়ায় তাদের সদরদপ্তরে স্টিভ জবস থিয়েটারে আইফোন এইট, এইট প্লাস এবং আইফোন এক্স-এর উদ্বোধন করেছে৷ অনুষ্ঠানে স্মরণ করা হয় প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে৷
ছবি: Reuters/S. Lam
আইফোন এক্স
আইফোন এক্স-এর দাম শুরু হয়েছে ৯৯৯ মার্কিন ডলার থেকে৷ আইফোন এইট-এর ৬৪ গিগা বাইট মডেলের দাম ৬৯৯ মার্কিন ডলার রাখা হয়েছে৷ আর এইট প্লাসের ৬৪ গিগাবাইট ফোনের জন্য আপনাকে গুণতে হবে ৭৯৯ মার্কিন ডলার৷
ছবি: Reuters/S. Lam
হোম বাটন
আইফোন এক্স-এ কোনো হোম বাটন নেই৷ স্ক্রিনের নীচ থেকে উপরে স্পর্শ করলে হোম বাটন দেখা যায়৷ ফেস রিকগনিশন বা চেহারা দেখে ফোন আনলক করার সিস্টেম আছে৷ এমনকি অন্ধকারেও ফোনের ইনফ্রারেড ক্যামেরা ছবি দেখে ব্যবহারকারীকে শনাক্ত করার পর ফোন আনলক হবে৷ এতে পাসওয়ার্ড দেয়ার সুবিধাও আছে৷
ছবি: imago/Xinhua
গুণাগুণ
আইফোন এক্স-এর পানি ও ধূলা প্রতিরোধ ক্ষমতা আছে৷ ওয়ারলেস চার্জিং-এর ব্যবস্থা আছে এবং বাজারে ছাড়া হয়েছে রূপালি ও ধূসর রঙের আইফোন৷ ফোনের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো পোট্রেট মোড৷
ছবি: Reuters/S. Lam
প্রিমিয়াম আইফোন
আইফোন এক্স-এ ৫ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে আছে৷ স্ক্রিনের রেজলিউশন ১১২৫x ২৪৩৬ পিক্সেল, যা আর কোনো আইফোনে নেই৷ একে বলা হচ্ছে সুপার রেটিনা ডিসপ্লে৷ আর এই আইফোনকে বলা হচ্ছে প্রিমিয়াম আইফোন৷
ছবি: Getty Images/AFP/J. Taylor
উন্নত বৈশিষ্ট্য
আইফোন এইট এবং এইট প্লাসে যেসব বৈশিষ্ট্য রয়েছে, তা সেভেন এবং সেভেন প্লাসের চেয়ে উন্নত৷ এই স্মার্টফোন রূপালি, সোনালি এবং ধূসর রঙে বাজারে পাওয়া যাচ্ছে৷
আইফোন এইট এবং এইট প্লাস দু’টোতেই ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে৷ আইফোন এইট-এর স্ক্রিনের আকার ৪ দশমিক ৭ ইঞ্চি এবং এইট প্লাসের ডিসপ্লে ৫ দশমিক ৫ ইঞ্চি৷ দু’টো ফোনেই ১২ মেগাপিক্সেল ক্যামেরা আছে৷ .