1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাপলের পক্ষে জাকারবার্গ, বিপক্ষে বিল গেটস

২৩ ফেব্রুয়ারি ২০১৬

একটি আইফোন ৫সি ফোনসেটকে ঘিরে এফবিআই আর অ্যাপল কোম্পানির মধ্যে দ্বন্দ্ব চলছে৷ অ্যাপল গত সপ্তাহে মার্কিন এক বিচারকের নির্দেশ না মানার সিদ্ধান্ত জানায়৷ এরপর থেকে চলছে বিতর্ক৷

Symbolbild Apple
ছবি: picture-alliance/dpa/M. Davey

আলোচিত ফোনটি সৈয়দ রিজওয়ান ফারুকের৷ তিনি ও তাঁর স্ত্রী গত ডিসেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার স্যান ব্যার্নার্ডিনো কাউন্টির সরকারি কর্মচারীদের একটি হলিডে পার্টিতে ঢুকে গুলি করে ১৪ জনকে হত্যা করেন৷ ঐ ঘটনায় আহত হন ২২ জন৷ ঘটনার পর পুলিশের গুলিতে হত্যাকারীরা নিহত হন৷

হামলার আগে হত্যাকারীরা তাদের ফোন নষ্ট করে ফেলে৷ স্যান ব্যার্নার্ডিনো কাউন্টির স্বাস্থ্য পরিদর্শক ছিলেন ফারুক৷ আইফোন ৫সি ফোনটি অফিস থেকে তাঁকে দেয়া হয়েছিল৷

হত্যার তদন্তের খাতিরে ফারুকের ফোনের তথ্য জানতে আগ্রহ দেখায় এফবিআই৷ সে কারণে অ্যাপলকে ঐ ফোনের তথ্য উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন এক বিচারক৷ কিন্তু অ্যাপল বলে দেয় যে তারা সেটা করবে না৷

বিল গেটসছবি: Reuters

অ্যাপল-এর এই সিদ্ধান্ত নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক শুরু হলে কোম্পানির প্রধান নির্বাহী টিম কুক সোমবার সকালে কর্মীদের একটি ই-মেল পাঠান৷ সেখানে তিনি বলেন, এফবিআই-এর এমন উদ্যোগের ফলে আইন মানা কোটি কোটি মানুষের তথ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে৷ এফবিআই-এর নির্দেশ মানলে সেটি একটি বিপজ্জনক উদাহরণ হয়ে থাকবে, যা সাধারণ মানুষের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দেবে৷

তবে এফবিআই-এর পরিচালক জেমস কোমে সেটি মনে করেন না৷ মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক ব্লগ ‘লফেয়ার'-এ প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, ‘‘মামলাটি নতুন কোনো আইন প্রণয়নের আগে উদাহরণ তৈরির চেষ্টা হিসেবে দায়ের করা হয়নি৷ বরং মামলার উদ্দেশ্য হতাহতদের সুবিচার পাওয়া নিশ্চিত করা৷ যাদের হত্যা করা হয়েছে তাদের পরিবার সুবিচার পাওয়ার আইনগত অধিকার রাখেন৷''

জাকারবার্গ, গেটস যা বলেছেন

বিষয়টি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রযুক্তি সংশ্লিষ্ট অনেকেই এই ব্যাপারে তাদের মতামত জানাচ্ছেন৷ ফেসবুকের মার্ক জাকারবার্গ যেমন বলেছেন, মার্কিন সরকারের সঙ্গে অ্যাপলের দ্বন্দ্বে তিনি অ্যাপলের প্রতি ‘সহানুভূতিশীল'৷ তিনি বলেন, এফবিআই যা চাইছে তার ফলে নিরাপত্তা বাড়বে না৷ আর সেটা করা ঠিকও না, বলেন জাকারবার্গ৷ তবে সন্ত্রাসী হামলা প্রতিরোধে যদি সরকারের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া যায় তাহলে প্রযুক্তি কোম্পানিগুলো সেই সুযোগ গ্রহণ করবে বলে মন্তব্য করেন তিনি৷ বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেয়া বক্তব্যে জাকারবার্গ এ সব কথা বলেন৷

তবে বিল গেটসের বক্তব্য অন্যরকম৷ ফিন্যানসিয়াল টাইমসকে তিনি বলেন, সন্ত্রাসী ঘটনার তদন্তে আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করতে প্রযুক্তি কোম্পানিগুলোকে বাধ্য করতে হবে৷ অ্যাপলের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটি একটি নির্দিষ্ট মামলা যেটার সম্পর্কে সরকার তথ্য চাইছে৷ তারা সাধারণ কোনো বিষয়ে তথ্য চাইছে না৷''

উইকিলিক্সের নতুন তথ্য প্রকাশ

মঙ্গলবার আরও বেশ কিছু তথ্য প্রকাশ করেছে উইকিলিক্স৷ এতে জানা গেছে, ২০০৮ সালে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মধ্যকার আলাপ শুনেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ-র কর্মীরা৷ সে সময় মুন ও ম্যার্কেল জলবায়ু চুক্তি ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিয়ে কথা বলছিলেন৷ ইউরোপীয় অন্যান্য নেতা ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কথাবার্তার উপরও এনএসএ-র নজরদারির তথ্য প্রকাশ করেছে উইকিলিক্স৷

সন্দেহভাজনদের নজরে রাখবে জার্মানি

এখন থেকে জার্মানির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে আদালতের অনুমোদন সাপেক্ষে সন্দেহভাজন কোনো নাগরিকের কম্পিউটার ও স্মার্টফোনের উপর নজরদারি করতে পারবে৷ ট্রোজান স্পাইওয়্যার ব্যবহার করে তাঁরা এই কাজ করবেন বলে জানা গেছে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ