অ্যাপলের মিক্সড-রিয়েলিটি হেডসেট আসছে?
৫ জুন ২০২৩এই হেডসেটের নাম ‘রিয়েলিটি প্রো' হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে৷
অবশ্য এ ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি৷
২০১৫ সালে অ্যাপল ওয়াচ চালুর পর এটি হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য চালুর ঘোষণা৷
বিশ্লেষকদের উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম বলছে, রিয়েলিটি প্রোর দাম হতে পারে প্রায় তিন হাজার ডলার বা সোয়া তিন লাখ টাকা৷ দেখতে এটি স্কি খেলার গগলসের মতো হতে পারে৷ এটি দিয়ে সহজে ভার্চুয়াল থেকে অগমেন্টেড এবং অগমেন্টেড থেকে ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে আসা-যাওয়া করা যাবে৷
তবে হেডসেটের উচ্চমূল্য অনেক ক্রেতাকে হতাশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
ওয়েডবুশ সিকিউরিটিজের অ্যানালিস্ট ডেন ইভস আশা করছেন প্রথম বছরে মাত্র দেড় লাখ হেডসেট বিক্রি হতে পারে৷ সংখ্যাটি অ্যাপলের হিসেবে খুবই সামান্য, কারণ বছরে ২০০ মিলিয়নের বেশি আইফোন বিক্রি করে অ্যাপল৷
জেডএইচ/কেএম (এএফপি, এপি, রয়টার্স)