1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন আইফোন!

৫ সেপ্টেম্বর ২০১৩

গত মঙ্গলবার একটি অনুষ্ঠানের জন্য সাংবাদিকদের কাছে আমন্ত্রণ পাঠিয়েছে অ্যাপল৷ ১০ সেপ্টেম্বর এই অনুষ্ঠানে আইফোন সম্পর্কে নতুন কিছু শোনার প্রত্যাশা করছেন অনেকে৷

The Apple logo hangs inside the glass entrance to the Apple Store on 5th Avenue in New York City, in this April 4, 2013 file photo. Apple Inc's main website for developers remains shut after intruders tried to steal sensitive information last week, forcing the iPhone maker to overhaul its database and server software to prevent future breaches. REUTERS/Mike Segar (UNTIED STATES - Tags: BUSINESS SCIENCE TECHNOLOGY TELECOMS)
ছবি: Reuters

অ্যাপল কোম্পানির আইফোন এখন অবধি পাওয়া গেছে দু'টি রংয়ে৷ সাদা এবং কালো৷ এবার কি আইফোনের রংয়ে পরিবর্তন আসবে? বাজার বিশেষজ্ঞরা ধারণা করছেন, অ্যাপল সম্ভবত আরো পাঁচ বা ছ'টি রংয়ের আইফোন বাজারে ছাড়বে৷ এতে করে হালের ‘ফ্যাশন কনসেপ্ট'-এর সঙ্গে আরো মানানসই হয়ে উঠবে এটি৷

চমক কি শুধু এতটুকুই? মোটেই না৷ গত জুনে রয়টার্স জানায়, চলতি বছর আইফোনের দু'টি সংস্করণ প্রকাশ করতে পারে অ্যাপল৷ এদের একটি হবে আইফোন ফাইভএস৷ স্মার্টফোনের নতুন এই সংস্করণে থাকবে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি৷ আর অপরটি হবে সস্তা সংস্করণ৷

ছবি: picture-alliance/dpa

এশিয়ার বাজারে আধিপত্য বাড়াতে চাইলে সস্তা সেটের বিকল্প সম্ভবত আইফোনের কাছে নেই৷ সর্বশেষ আইফোন ফাইভ-এর বাজার মূল্য ছয়শো ইউরোর বেশি৷ এত টাকা দিয়ে ফোন কেনা অনেকের পক্ষেই সম্ভব নয়৷ আবার আইফোনের প্রতি মানুষের আগ্রহও অনেক৷ এই আগ্রহ বিবেচনা করে, বিশেষ করে চীন এবং ভারতের জন্য অ্যাপল সম্ভবত প্লাস্টিক কেসিং-এর সস্তা আইফোন বাজারে আনবে৷ চীনে চলতি বছর স্মার্টফোনের কদর বেড়েছে ৪৮ শতাংশ৷ গোটা বিশ্বে এই বৃদ্ধির হার ৩১ শতাংশ৷

বাজার বিশ্লেষকরা বলছেন, আইফোনের সস্তা সংস্করণ বাজারে ছেড়ে স্যামসাং-এর উপর খানিকটা শোধ নিতে পারে অ্যাপল৷ কেননা স্যামসাং-এর রয়েছে বিভিন্ন মূল্যের স্মার্টফোন৷ ফলে এশিয়ার বাজারে তাদের বিক্রি-বাট্টা অ্যাপলের তুলনায় বেশি৷ এবার সস্তা আর রঙিন ফোন দিয়ে সেই বাজারের দখল নিতে পারে অ্যাপল৷ তবে এসবের কোনো কিছুই এখনো আনুষ্ঠানিক নয়৷ আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে ১০ সেপ্টেম্বর অবধি৷

এআই/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ