1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাপল দেয়নি, দিচ্ছে ফেসবুক

১৫ মে ২০১৩

অ্যাপলের কাছে সাড়ে সাতশো মিলিয়ন ডলার চেয়েছিল ‘ওয়েজ’৷ কিন্তু অ্যাপল তাতে রাজি হয়নি৷ সেই ওয়েজকেই এবার এক বিলিয়ন ডলারে কিনে নিতে যাচ্ছে ফেসবুক৷ অন্তত গণমাধ্যমের প্রতিবেদনে তাই বলা হচ্ছে৷

Das Navigationsgerät meldet: "Sie haben Ihr Ziel erreicht." Ankunft bei Regen in der Brandenburgischen Kleinstadt Elsterwerda am 25.03.2009. Foto: Maximilian Schönherr +++(c) dpa - Report+++
Ankunft bei Regen - Naviছবি: picture-alliance/dpa

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস আর ইসরায়েলের একটি অনলাইন পত্রিকা বলছে, ওয়েজকে এক বিলিয়ন ডলারে কিনে নেয়ার আলোচনা প্রায় শেষ করে এনেছে ফেসবুক৷ তবে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি ঐ প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে রাজি হয়নি৷

এখন কথা হলো ওয়েজ বিষয়টা কী? বলা হয়, এটা বিশ্বব্যাপী গাড়ি চালকদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম৷ ধরুণ, আপনি নিউ ইয়র্কের কোনো এক রাস্তা ধরে সামনে অগ্রসর হচ্ছেন৷ কিন্তু সামনে যে দুর্ঘটনার কারণে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে, সেটা আপনার জানার কথা নয়৷ ওয়েজের আগমন সেখানেই৷ এটা একটা মোবাইল অ্যাপ যেটা থাকলে আপনি মুহূর্তেই খবরটা পেয়ে যাবেন৷ কেননা একটু আগে যিনি এই পথ দিয়ে গেছেন তিনি ওয়েজ অ্যাপে আপডেট দিয়েছেন দুর্ঘটনার বিষয়ে৷ যিনি আপডেট দিয়েছেন তিনি কিন্তু আপনার মতোই একজন গাড়ি চালক৷

অ্যাপলের কাছে সাড়ে সাতশো মিলিয়ন ডলার চেয়েছিল ‘ওয়েজ’ছবি: Reuters

এভাবে ওয়েজ অ্যাপ ব্যবহারকারীরা প্রতি নিয়ত রাস্তার খবরাখবর আপডেট করে যাচ্ছে৷ সারা বিশ্বে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় ৩০ মিলিয়ন৷ এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ওয়েজ ‘বেস্ট ওভারঅল মোবাইল অ্যাপ' অ্যাওয়ার্ড জিতেছে৷

বিনামূল্যে ডাউনলোড

অ্যান্ড্রয়েড, আইফোন, সিমবিয়ান, উইন্ডোজ মোবাইল, জে২এমই অপারেটিং সিস্টেম থাকা মোবাইল ব্যবহারকারীরা বিনামূল্যে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন৷

অন্যান্যদের সঙ্গে তফাৎ

ম্যাপের জগতে সবচেয়ে ভালো এই মুহূর্তে গুগল৷ কিন্তু তাদের সঙ্গে ওয়েজের পার্থক্য হলো এতে তাৎক্ষণিক খবরগুলো জানা যায়৷ গুগল ম্যাপে যেটা সম্ভব নয়৷ কেননা ওখানে শুধু আগে থেকে ধারণ করা রাস্তার ছবিগুলো দেখা যায়৷ বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায় না৷

যে কারণে ফেসবুক আগ্রহী

সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে অনেক সুবিধা থাকলেও ম্যাপ নেই৷ ব্যবহারকারীদের সেই সুবিধা দিতে ফেসবুক এবার ওয়েজ কিনতে চাইছে৷ তবে লাভটা ফেসবুকেরও হবে৷ যেমন এর ফলে ফেসবুক তার মোবাইল অ্যাপে ব্যবহারকারীদের বেশি সময় ধরে রাখতে পারবে৷ এতে মোবাইল বিজ্ঞাপন থেকে তাদের রাজস্ব বাড়বে৷ এছাড়া ম্যাপিং ডাটা থাকার কারণে বিজ্ঞাপনের স্থানীয়করণ করেও রাজস্ব বাড়াতে পারবে ফেসবুক৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ