তুষার কন্যা – রূপকথার সেই গল্পের কথা মনে আছে যেখানে দুষ্টু রানী আয়নাকে প্রতিদিন জিজ্ঞেস করত ‘আয়না তুই বল কে বেশি সুন্দরী?’ আয়না বরাবরই বলত পৃথিবীর সবচেয়ে সুন্দরী তুমি রানী৷ ‘বিউটি মিরর’ অ্যাপটি অনেকটা এমনই৷
বিজ্ঞাপন
এর ফলে প্রচুর পয়সা খরচ করে আপনাকে সৌন্দর্য্য চর্চা বা কোনো সার্জারি করাতে হবে না৷ অ্যাপটি নিজে থেকেই আপনার সৌন্দর্য বর্ধন করবে৷ আপনি কেবল আপনার সেল্ফি তুলে ফেসবুক বা টুইটারে পোস্ট করে হৈ চৈ ফেলে দিতে পারেন৷
জেনে নিন ‘বিউটি মিরর' অ্যাপটি কি কি ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে৷ এই অ্যাপের সাহায্যে ফিল্টার ব্যবহার করে আপনার মুখমণ্ডলের বলিরেখা দূর করতে পারবেন, ঠোঁট বড় করতে বা পুরু করতে পারবেন, ভ্রু ওপরে ওঠাতে পারবেন এবং এরপর নিজের চেহারা আপনার পছন্দ হলে সেটির ছবি বা ভিডিও তুলে আপলোড করতে পারবেন৷
আকর্ষণীয় ফিগার পেতে সহজ ১১ উপায়
আজকের যুগে মেদহীন আকর্ষণীয় ফিগারের অধিকারী হতে কে না চায়? সে জন্য স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি অবশ্যই দরকার শরীর চর্চা৷ আর সেটা ঘরের কাজের মাধ্যমেই কিন্তু করা সম্ভব৷ জেনে নিন কীভাবে, দেখুন এই ছবিঘর৷
ছবি: Fotolia/Franz Pfluegl
আকর্ষণীয় ফিগার
আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ৷ যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে৷ আজকাল সুস্বাস্থ্য মানে সুস্থ, ফিট আর টান টান শরীরের কোনো মানুষ, যাঁকে যে কোনো পোশাকে মানায় এবং সবার মাঝে আকর্ষণীয় করে তোলে৷
ছবি: Fotolia/mars
ফিটনেস সেন্টার
শরীর চর্চা বা ব্যায়াম বললেই, অনেকে বোঝেন ফিটনেস সেন্টারে গিয়ে বিভিন্ন যন্ত্র বা প্রশিক্ষকের সাহায্যে দৈহিক সৌন্দর্য বাড়ানোর কিছু নিয়মকানুন৷ কিন্তু ফিটনেস সেন্টারে যাতায়াত এবং ব্যায়াম করার জন্য যে সময়ের প্রয়োজন৷ তাই সুন্দর ফিগার চাইলেও চাকরি, সংসার, ঘরের নানা কাজ ফেলে নিয়ম করে ফিটনেস সেন্টারের জন্য সময় খরচ করা সবার পক্ষে সম্ভব হয় না৷
ছবি: AP
ঘরের মেঝে মোছা
অথচ ঘরের কাজগুলো যদি নিজেই নিয়ম করে ঠিকমতো করে ফেলা যায়, তাহলে কিন্তু দুটোই সম্ভব৷ অর্থাৎ বাড়ি-ঘর পরিষ্কারের সঙ্গে সঙ্গে তা একই সঙ্গে স্বাস্থ্যকরও হলো, আবার শরীরও সুন্দর হলো৷ বিশেষ করে মেঝে বা সিঁড়ি মুছতে গেলে স্বাভাবিকভাবেই পেটে প্রচণ্ড চাপ পড়ে, ফলে পেটের মেদ সহজেই কমে যায়৷ নিয়ম করে মেঝে মুছলে পেট মসৃণ হয় আর কোমরের আকারও হয় সুন্দর৷
ছবি: picture alliance/dpa
জানালা পরিষ্কার
জানালার গ্লাস পরিষ্কার করতে গেলে হাত বার বার ওপরে-নীচে নামাতে তো হয়ই, এতে শরীরের অন্যান্য অঙ্গেরও নাড়াচাড়া হয়৷ কাজেই জানালা পরিষ্কার হওয়ার পাশাপাশি হাতের মাংসপেশী শক্ত হয় ও শরীরের বাড়তি মেদ কমে৷ বয়স বাড়ার সাথে সাথে অনেকের হাতের মাংসপেশী খানিকটা ঝুলে পড়ে, যা হাতের এই ব্যায়ামের মাধ্যমে কমানো সম্ভব৷
ছবি: Picture-Factory - Fotolia.com
দাড়িয়ে ঘরের কাজ
আগেকার দিনে মেয়েরা রান্না ঘরের সব কাজ বসে বসেই করতো৷ বসে কাজ করলে কেবল একটি কাজই করা যায়৷ কিন্তু দাড়িয়ে কাজ করলে একই সাথে রান্না, বাসন ধোয়া, কাটাকুটি এবং রান্নাঘরের অন্যান্য কাজও করা সম্ভব৷ এতে খানিকটা হাঁটাহাটির ফলে পায়েরও কিছুটা ব্যায়াম হয় এবং হাড় শক্ত থাকে৷ সঙ্গে সঙ্গে শরীরের মেদও জমতে পারে না সহজে৷
ছবি: Costa Pelechas
যন্ত্রপাতি পরিষ্কার রাখা
শরীরের সৌন্দর্যে সবচেয়ে বড় সমস্যা বা বাধা মোটা পেট বা ভুড়ি, যা খুবই দ্রুতগতিতে বাড়ে৷ মেঝেতে বসে কাপড় কাঁচলে বা আধা বসা অবস্থায় কাপড় ধোয়ার মেসিন ব্যবহার করলে বা সেটা পরিষ্কার করলে পেটে চাপ পড়ে৷ নিয়মিত এ ধরনের কাজ করলে পেটে চর্বি জমে কম৷ এতে নিজেকে মেদহীন দেখতে যেমন সুন্দর লাগে, অন্যদিকে যন্ত্রপাতি পরিষ্কার রাখার ফলে সেগুলোর আয়ুও বাড়ে৷
ছবি: Hansgrohe Bilderdienst
গাড়ি নিজেই পরিষ্কার করুন
আজকের ব্যস্ত জীবনে গাড়ির প্রয়োজন যেমন অনেক, তেমনি অনেকের আবার গাড়ির সখও কম নয়! তাই সখের মূল্যবান জিনিসটিকে ‘কারওয়াশ’-এ না দিয়ে বা ড্রাইভারকে ধুতে না বলে নিজেই ধুয়ে ফেলুন! এতে গাড়িটাও ঝকঝকে সুন্দর হবে, আবার নিজের শরীরটাও ফিট থাকবে৷ তখন দেখবেন যে কোনো আধুনিক পোশাকে নিজেকে কেমন স্মার্ট আর আকর্ষণীয় লাগছে!
ছবি: Fotolia/photoiron
বাগান করা
বাগান করা একটি সখের ব্যাপার৷ এ কাজটি ভালোভাবে করতে, অর্থাৎ শাক-সবজি, ফল আর সুন্দর ফুল ফোটাতে শরীরের বেশ পরিশ্রম হয়৷ বাগানপ্রেমীদের মেদহীন সুন্দর শরীর দেখেও অবশ্য তা বোঝা যায়৷ তাছাড়া বাগানপ্রেমীদের প্রকৃতির সাথেও থাকে নিবিড় সম্পর্ক৷ ফলে শরীর এবং মন দুটোই ভালো রাখতে সাহায্য করে বাগান৷
ছবি: Rido - Fotolia.com
পরিবেশবান্ধব বাগান
জার্মানিতে বহুদিন থেকেই বাগান কেনা বা ভাড়া নেওয়ার ব্যবস্থা রয়েছে৷ যাঁরা ফ্ল্যাট বাড়িতে থাকেন, তাঁদের অনেকেই ফ্ল্যাটের কাছাকাছি কোথাও এ রকম বাগান করে থাকেন৷ ইদানীং কোনো কোনো অঞ্চলে পরিবেশ রক্ষায় মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে বিনে পয়সায়ও কিছু জমির খানিকটা অংশ কিছুদিনের জন্য দেওয়া হয়৷ এতে অবশ্য শর্ত থাকে যে, সেখানে শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্য প্রাকৃতিক উপায়ে শাক-সবজি বা ফলের চাষ করতে যেতে পারে৷
ছবি: picture alliance / dpa
ছোট থেকেই অভ্যাস গড়ে তোলা
এশিয়ার দেশগুলোতে গৃহিনীরা ‘কাজের লোক’ বা গৃহক্রমী দিয়ে ঘরের কাজ করাতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন৷ যদিও এ কাজটি করানোও সবসময় একেবারে সহজ নয়৷ তবে যাঁরা কাজের লোক না রেখে ছোটবেলা থেকে ঘরের কাজ বা নিজের কাজ নিজে করায় অভ্যস্ত হন, তাঁদের শরীরের গঠন ছোট থেকেই হয়ে ওঠে সুন্দর৷
ছবি: Getty Images
কাজের পর বিশ্রামও চাই
উপুড় হয়ে বাথটবটি নিজে হাতে ভালো করে পরিষ্কার করতে যে বেশ কিছুটা ক্যালোরি খরচ হবে, এতে কোনো সন্দেহ নেই৷ স্বাভাবিকভাবেই তারপর যে কেউ কিছুটা ক্লান্ত হয়ে পড়বেন, তাই না? ঝকঝকে সুন্দর বাথটবে পানি ভর্তি করে এতে ঢেলে দিন সুগন্ধী তরল সাবান৷ এবার নেমে পড়ুন পানিতে৷ আধঘণ্টা পর পানি থেকে উঠে শরীরটাকে মনে হবে একেবারে হালকা আর মনটা দারুণ ফুরফুরে!
ছবি: picture-alliance / Creasource
ঘরের কাজ করুন, সুন্দর থাকুন!
নিয়মিত যে কোনোভাবে শরীরচর্চা করলে অবশ্যই তার ফল পাওয়া যায়৷ আর তাই সুন্দর ফিগারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না৷ স্বাস্থ্যকর খাওয়া-দাওয়ার ব্যাপারে একটু সচেতনতা আর পাশাপশি কিছুটা হাঁটাহাটি বা বাড়ির কাজই করে দেবে যে কেউকে সুন্দর ফিগারের অধিকারী৷
ছবি: Fotolia/Franz Pfluegl
12 ছবি1 | 12
‘বিউটি মিরর' অ্যাপটি নির্মাণ করেছে টরোন্টোভিত্তিক কোম্পানি মোডিফেস৷ কোম্পানির প্রধান নির্বাহী বললেন, ‘‘একটি মানুষের চেহারায় বাস্তব পরিবর্তন ঘটানোই আমাদের উদ্দেশ্য৷ অর্থাৎ বাস্তবে কারো মুখমণ্ডলে যে পরিবর্তনগুলো করা সম্ভব সেটাই করবে অ্যাপ৷ ফলে যখন কেউ ঐ পরিবর্তিত ছবি ফেসবুকে আপলোড করবে তখন কেউ এটাকে অবাস্তব বলে মনে করবে না৷'' তিনি আরো জানান, ‘‘পরিবর্তনটা এতটাই সামান্য ও স্বাভাবিক যে কারো খুব একটা চোখে লাগবে না৷ সামান্য পরিবর্তন, যা কেউ বুঝতেই পারবে না, তবে স্বীকার করবে যে মেয়েটিকে আগের চেয়ে সুন্দর লাগছে৷''
একই ধরনের আরেকটি অ্যাপ বাজারে এনেছে ফরাসি কসমেটিক ব্র্যান্ড লরেয়াল, যার নাম ‘মেকআপ জিনিয়াস'৷ এই অ্যাপটির সাহায্যে নারীরা পণ্য কেনার আগেই অ্যাপের সাহায্যে যাচাই করতে পারবেন কোন আইশ্যাডো বা কোন মেকআপটি তাঁর ত্বকের জন্য সঠিক৷ ফলে বাজে খরচের হাত থেকে রেহাই পাবেন ক্রেতা৷