1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুসলমানদের উপর নজর রাখছে চীন

২ মে ২০১৯

চীনে বসবাসরত উইগুর মুসলমানদের উপর নজরদারি করতে অ্যাপ ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, এইচআরডাব্লিউ৷ শিনচিয়াং রাজ্যে বসবাসরত উইগুরদের মতো অন্যান্য মুসলমানদের উপরও চীন নজর রাখছে বলে অভিযোগ৷

ছবি: Getty Images/AFP/J. Eisele

‘ইন্টিগ্রেটেড জয়েন্ট অপারেশনস প্লাটফর্ম’ বা আইজেওপি নামে পরিচিত এক পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে চীনের শিনচিয়াংয়ে বসবাসরত মুসলমানদের বিভিন্ন তথ্য সংগ্রহের কথা আগেই জানিয়েছিল এইচআরডাব্লিউ৷ সেই সময় মানবাধিকার সংস্থাটি জানিয়েছিল, সরকার বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য সংগ্রহ করে৷ এর মধ্যে আছে ফেসিয়াল-রিকগনিশন ক্যামেরা, ওয়াইফাই স্নিফার্স (এর মাধ্যমে চেকপয়েন্ট দিয়ে পার হওয়ার সময় মানুষের কাছে থাকা মোবাইলের সব তথ্য সংগ্রহ করা হয়), পুলিশি চেকপয়েন্ট, ব্যাংকিং তথ্য এবং বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা৷

তবে এবার এইচআরডাব্লিউ জানিয়েছে, আইজেওপি ব্যবস্থার সঙ্গে এবার একটি অ্যাপ যুক্ত করেছে চীন৷ এই অ্যাপের সাহায্যে মানুষের ৩৬ ধরনের আচরণের তথ্য সংগ্রহ করা হয়৷ যেমন, প্রতিবেশীর সঙ্গে বেশি না মেশা, বাড়িতে ঢোকার সময় পেছনের দরজা ব্যবহার করা, স্মার্টফোন ব্যবহার না করা, ‘উৎসাহী হয়ে’ মসজিদে দান করা, বিদ্যুতের ‘অস্বাভাবিক’ ব্যবহার ইত্যাদি৷

এছাড়া এই অ্যাপ সরকারি কর্মকর্তাদের এমন মানুষজনের ব্যাপারে সতর্ক করে, যাদের পরিচিত কেউ নতুন মোবাইল নম্বর নিয়েছেন, কিংবা এমন মানুষজনের পরিচিত, যারা বিদেশে গিয়ে ৩০ দিনের মধ্যে দেশে ফেরেননি৷

হোয়াটসঅ্যাপ, ভাইবার, ভিপিএন-এর মতো চীনের বাইরে নির্মিত ৫১টি ইন্টারনেট টুলসের একটি তালিকা তৈরি করা হয়েছে, যেগুলো ব্যবহারের জন্যও উইগুরসহ অন্যান্য মুসলমানদের চীনে আটক করা হয় বলে জানিয়েছে এইচআরডাব্লিউ৷

সংস্থাটি চীনের ঐ অ্যাপ-এর একটি কপি সংগ্রহ করে ‘কিউর৫৩’ নামে জার্মানির একটি সাইবার সিকিউরিটি কোম্পানিকে তার নকশা ও তথ্য পরীক্ষা করতে দিয়েছিল৷ এভাবেই অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে এইচআরডাব্লিউ৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)

২০১৬ সালের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ