1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামনেস্টির প্রতিবেদন

২৪ মে ২০১২

বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে৷ এর মধ্যে নাইজেরিয়া, সুদান সহ আফ্রিকার বেশ কয়েকটি দেশকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে৷

ছবি: picture-alliance/dpa

এ বছরের জানুয়ারি মাসের ৩১ তারিখে সেনেগালের রাজধানী দাকার'এ মানবাধিকার কর্মীদের ওপর চড়াও হয় পুলিশ বাহিনী৷ তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছোঁড়ে৷ তবে সেনেগাল একা নয় গত এক বছরে আফ্রিকার বেশ কয়েকটি দেশে মানবাধিকার কর্মীদের ওপর হামলা করা হয়েছে বেশ কয়েকবার৷ জিনিসপত্র এবং খাবারের দাম বাড়া, স্বৈরতন্ত্র হাত থেকে মুক্তি চাওয়া – এসব দাবিতে এবং প্রতিবাদে রাস্তায় নেমেছিল হাজার হাজার মানুষ এবং বেশ শক্তভাবে তাদের দমন করা হয়েছে৷ কথাগুলো জানান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আফ্রিকা ডিরেক্টর এরউইন ভান ডের বর্ট৷

কঠিন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নাইজেরিয়ায়ছবি: Katrin Gänsler

সমস্যা হচ্ছে গিয়ে সরকারের পক্ষ থেকে এসব প্রতিবাদের জবাব দেয়া হয় বেশ অমানবিকভাবে৷ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে বিক্ষোভকারীদের ওপর হামলা করা হয়েছে৷ এবং সবসময়ই পুলিশ নিয়োগ করা হয়েছে৷ তাই বলা যেতে পারে সাহারা অঞ্চলের দেশগুলোতে কর্তৃপক্ষের এসব মনোভাব বেশ তীব্র এবং তা হতাশাজনক৷ দেশের নাগরিকদের অধিকার আদায়, তাদের সুস্থ এবং স্বাভাবিক জীবন-যাপনের নিশ্চয়তা না দিয়ে, গণতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শন না করে – উল্টো মানুষদের ওপর হামলা করা হয়েছে৷

এবং এ ধরণের ঘটনা সুদান থেকে শুরু করে সেনেগাল, অ্যাঙ্গোলা এবং জিম্বাবোয়ে পর্যন্ত বিস্তৃত৷ সব জায়গাতেই নিরাপত্তা বাহিনী এবং পুলিশ বাহিনীকে রাস্তায় নামানো হয়েছে প্রতিবাদকারীদের দমন করতে৷ এর ফলে অনেক মানুষ মারা গেছে, কিন্তু কর্তৃপক্ষ তাতে বিচলিত হয়নি৷ এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে এরউইন ভান ডের বর্ট আরো বলেন, ‘‘আফ্রিকার সাহারা অঞ্চলে বেশ কিছু দেশের নেতারা কোন সমাধান আনতে সক্ষম হননি৷ কারণ মূল সমস্যার কেন্দ্রবিন্দু তারা নিজেরাই৷''

বোকো হারামের ইমাম আবুবাকার শেকাওছবি: AP

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী গত কয়েক বছরে আফ্রিকায় সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে৷ নাইজেরিয়ার বোকো হারাম, সোমালিয়ার আল-শাবাব এবং আল কায়েদা আফ্রিকার বিভিন্ন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে৷ আর এসব হামলার মূল লক্ষ্য সবসময়ই হচ্ছে সাধারণ মানুষ৷ এদের কীভাবে দমন করা যায় সেই সমস্যার সমাধানও দিতে পারছেন না আফ্রিকার নেতারা৷

এছাড়া বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে, বিশেষ করে ব়্যাবের হাতে নির্বিচারে মানুষ মারা যাচ্ছে – তারও তীব্র সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷

প্রতিবেদন: স্টেফানি ডুকস্টাইন/মারিনা জোয়ারদার
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ