1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থীদের দুরবস্থা

২৪ মে ২০১৩

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বাৎসরিক প্রতিবেদনে উদ্বাস্তু ও শরণার্থীদের বর্ধিত ঝুঁকির বিষয়ে অভিযোগ করেছে৷ বিভিন্ন দেশের সরকার মানবাধিকারের পরিবর্তে নিজ নিজ দেশের সীমান্ত রক্ষার উপরেই বেশি জোর দেন, বলছে অ্যামনেস্টি৷

Logo der Organisation Amnesty International, aufgenommen am Freitag (27.05.2011) in Berlin. Foto: Britta Pedersen dpa
ছবি: picture-alliance/dpa

সংস্থাটি বলছে, লক্ষ লক্ষ মানুষ সংঘাত ও নিপীড়নের হাত থেকে বাঁচবার প্রচেষ্টায় কিংবা কর্মসংস্থানের আশায় দেশ ছাড়ছেন এবং সেই সঙ্গে বাড়ছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা৷ ‘‘সংঘাতের পরিস্থিতিগুলির সঠিক সমাধান না হওয়ার ফলে বিশ্বব্যাপী এক সর্বহারা শ্রেণি সৃষ্টি হচ্ছে,'' বলেছেন অ্যামনেস্টির সাধারণ সম্পাদক সলিল শেট্টি৷ এক্ষেত্রে তিনি সিরিয়া, মালি, সুদান, কঙ্গো ও উত্তর কোরিয়ার উদাহরণ দেন৷

শেট্টি বিশেষ করে সিরিয়া সংঘাতে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তার সমালোচনা করেন৷ ‘‘যারা সংঘাত থেকে পালাচ্ছে, তাদের অধিকার সুরক্ষার কোনো ব্যবস্থাই নেই,'' বলেছেন শেট্টি৷ ‘‘বহু দেশের সরকার অভিবাসন নিয়ন্ত্রণের নামে মানবাধিকার ভঙ্গ করছেন - বৈধ সীমান্ত নিয়ন্ত্রণের মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন৷''

অ্যামনেস্টির রিপোর্টে ২০১২ সালের কিছু ঘটনার উদাহরণ দেওয়া হয়েছে: আফ্রিকা থেকে ইউরোপ অভিমুখী শরণার্থীদের ডুবন্ত নৌকাকে ইটালির উপকূল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে কেননা ইউরোপীয় রাষ্ট্রসমূহের কাছে সীমান্ত রক্ষাই অগ্রাধিকার পেয়ে থাকে৷ ইউরোপীয় কমিশন অবশ্য এর জবাবে বলেছে, ইউরোপ সারা বিশ্বের রাজনৈতিক প্রার্থীদের ৩০ শতাংশকে আশ্রয় দিয়ে থাকে৷

অ্যামনেস্টির প্রতিবেদনে গ্রিসের নতুন অভিবাসন আইনের কড়াকড়ির সমালোচনা করা হয়েছে৷ বলা হয়েছে, গ্রিস এবং ইটালি, দু'টি দেশেই অভিবাসী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের সঙ্গে নির্মম আচরণ করা হয়, যার কারণ হিসেবে অ্যামনেস্টির সাধারণ সম্পাদক সলিল শেট্টি হালের অর্থনৈতিক সংকটের কথা বলেছেন৷

অভিবাসনের ফলে আরেক ধরনের মানবাধিকার ভঙ্গের উদাহরণ হলো উপসাগরীয় দেশগুলি৷ এই সব দেশে বিদেশ থেকে আগত কর্মীদের দুরবস্থার কথা বলা হয়েছে অ্যামনেস্টির রিপোর্টে৷ যে সব দেশের সরকারদের বিরুদ্ধে বহিরাগত গৃহকর্মীদের অধিকার রক্ষায় ব্যর্থতার অভিযোগ করা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে হংকং, জর্ডান,লেবানন ও কুয়েত৷

এসি / জেডএইচ (ডিপিএ, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ