ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ডাম স্কোয়্যারের কাছে সেন্ট নিকোলাস স্ট্রিটে। মূল অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
জরুরি পরিষেবার কর্মীরা হেলিকপ্টারে করে ঘটনাস্থলে এসে আহতদের সাহায্য করতে থাকেন। ছবি: Inter Visual Studio/ANP/picture alliance
বিজ্ঞাপন
বৃহস্পতিবার অ্যামস্টারডামের সিটি সেন্টারে এক ছুরি হামলায় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের আঘাত গুরুতর। ঘটনাটি ঘটে সিটি সেন্টারের সেন্ট নিকোলাস স্ট্রিটে। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন কোনো প্ররোচনা ছাড়াই হঠাৎ হামলা চালায় অভিযুক্ত।
ডাচ পুলিশ জানিয়েছে, "আহতদের মধ্যে একজন ৬৭ বছরের নারী এবং ৬৯ বছরের পুরুষ আছেন। তারা দুজনেই মার্কিন নাগরিক। এছাড়াও বেলজিয়ামের এক ৭৩ বছরের নারী, পোল্যান্ডের এক ২৬ বছরের পুরুষ এবং অ্যামস্টারডামের একও ১৯ বছরের নারী এই আক্রমণের শিকার হয়েছেন।"
ডাচ সংবাদমাধ্যমে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন একজন অল্পবয়সী মেয়েকে পিছন থেকে ছুরি মেরে অপরাধী পালানোর চেষ্টা করে।
অ্যামস্টারডামের দৈনিক হেট পার্লকে সেই প্রত্যক্ষদর্শী বলেন, "আহতের কাঁধের পিছন থেকে একটা ছুরি আমি প্রায় চার ইঞ্চি বেরিয়ে থাকতে দেখেছি।"
ডাচ পুলিশের মতে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী আক্রমণকারীকে কাবু করেন। এর পর তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কারণ তিনি এক পায়ে চোট পেয়েছেন বলে জানানো হয়।
আক্রমণকারীকে আটক করা হয়েছে। ছবি: Peter Dejong/AP Photo/picture alliance
এই আক্রমণের কারণ অবশ্য পুলিশের কাছে এখনো স্পষ্ট নয় বলে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে ঘটনাস্থল ঘিরে রাখলেও পরে তা খুলে দেওয়া হয়।
ঘটনার ভিটিও ফুটেজ চায় পুলিশ
ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই আক্রান্তদের সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছয় জরুরি পরিষেবার কর্মীরা। অন্তত একজন আক্রান্তকে অ্যাম্বুলেন্সে তোলা হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের কাছে আক্রমণের কোনো ভিডিও ফুটেজ থাকলে তা পুলিশকে দিতে অনুরোধ করেছে অ্যামস্টারডাম কর্তৃপক্ষ।
অ্যামস্টারডামের মেয়র ফেমকে হলসেমা এক বিবৃতিতে জানান। "পুলিশ দ্রুত গতিতে তদন্ত চালাচ্ছে। আমরা দ্রুত এই ঘটনার নিষ্পত্তি করব। আমরা আহতদের এবং তাদের পরিবার পরিজনকে সমবেদনা জানাই।"
অ্যামস্টারডম কেন পর্যটকদের পছন্দ
নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডম৷ বুক চিরে বয়ে যাওয়া খাল, সাইকেলের আধিক্য, রেনেসাঁ যুগের শিল্প যেমন পর্যটকদের টানে, তেমনি যৌনতার জাদুঘর, ঐতিহাসিক পতিতাপল্লী ও অবাধ গাঁজা শহরটিকে আলাদা করে চেনায়৷
ছবি: picture-alliance/dpa/ANP/K. Van Weel
খালের শহর
১০০ কিলোমিটার বিস্তৃত খাল প্রবাহিত হচ্ছে গোটা অ্যামস্টারডম শহরের বুক চিরে৷ ১৭ শতকে এই খাল কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে৷ সেসময় অ্যামস্টারডম ছিল বিশ্বের অন্যতম ধনী শহর আর ব্যস্ততম বন্দর নগরী৷ বর্তমানে এই খালগুলোই সেখানকার মানুষের নিত্য যাতায়তের মাধ্যম আর পর্যটকদের ভ্রমণ আকর্ষণ৷
ছবি: picture-alliance/dpa/W. Grubitzsch
দ্বিচক্রযান
নৌকাভ্রমণ ভালো না লাগলে স্থলে বাইসাইকেল হতে পারে সবচেয়ে ভাল পছন্দ৷ ৮ লাখের বেশি সাইকেলের শহর অ্যামস্টারডমে মানুষের চেয়ে এই দ্বিচক্রযানের সংখ্যাই বেশি৷ সেখানকার বাসিন্দারাই শুধু নন শহরটিতে যারা ঘুরতে যান সাইকেলে চেপে অ্যামস্টারডম ঘুরে দেখার সুযোগ হাতছাড়া করেন না তাদের অনেকেও৷
ছবি: picture-alliance/dpa/ANP/R. De Waal
শিল্প সম্ভার
শিল্পপ্রেমীদের কাছেও আকর্ষণীয় শহর অ্যামস্টারডম৷ রেমব্রান্ট, হালস, ফেরমিয়ারের মতো জগদ্বিখ্যাত শিল্পীদের শিল্পসম্ভার নিয়ে আছে রাইক্স মুজিউম বা মিউজিয়াম৷ রেমব্রান্টের ‘দ্য নাইট ওয়াচ’ চিত্রকর্মটি দেখতে হলেও আপনাকে এখানে আসতে হবে৷
ছবি: picture-alliance/RIA Novosti/A. Kudenko
সূর্যমুখীর ধাঁধা
নেদারল্যান্ডসের কথা বললে শিল্প প্রেমীদের কাছে অবশ্য সবার আগে ভিনসেন্ট ফান গখকে মনে পড়বে৷ তাঁর ৭০০ পেইন্টিং আর ড্রয়িং নিয়ে আছে ফান গখ জাদুঘর৷ ২০১৫ সালে জাদুঘরটির চারপাশে তৈরি করা হয়েছে সূর্যমুখীর মেইজ বা গোলকধাঁধা৷ কেন সূর্যমুখী, সেটি ঠিকই জানেন ফান গখ প্রেমীরা৷
ছবি: picture-alliance/dpa/R.de Waal
সেই মেয়েটি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ২ বছর একটি বাড়িতে বন্দী থেকে মৃত্যু হয় মেয়েটির৷ সেই সময়কার কথা সে লিখে রেখেছিল হৃদয়স্পর্শী বর্ণনায় ডায়রির পাতায়৷ যা পরে অনুবাদ হয়েছে ৬০টি ভাষায়৷ আনা ফ্রাংক নামের সেই মেয়েটি লুকিয়ে ছিলো এই বাড়িরই এক চিলেকোঠায়৷ যা এখন একটি জাদুঘর৷
ছবি: picture-alliance/dpa/J. Vrijdag
ডাচ উৎসব
ইতিহাস, শিল্প আর চোখ জুড়ানো স্থাপত্য, সব মিলিয়ে অ্যামস্টারডম রঙীন সব মুহূর্ত কাটানোর জন্য অসাধারণ এক শহর৷ আর কোনো উৎসবের সময় যদি সেখানে গিয়ে হাজির হন, তাহলে তো কথাই নেই৷ যেমন ৫ মে নেদারল্যান্ডসের স্বাধীনতা দিবসের দিনে৷ গোটা শহর, তার খাল, পথ ঘাট সবই যেন প্রাণপ্রাচুর্যে ভরে ওঠে৷
ছবি: picture-alliance/dpa/R. Utrecht
লাল বাতির নগরী
নগরীর ভেতের বিশ্বের অন্যতম বৃহৎ যৌন পল্লীটি অ্যামস্টারডমের ঐতিহাসিক খ্যাতিকে কিছুটা প্রশ্নের মুখে ফেলতে পারে৷ তবে এটি এখন অনেক সমাজ গবেষকের কাছেও প্রিয় গন্তব্য৷ কেননা সেখানে আছে যৌনতার ইতিহাস আর সংস্কৃতি নিয়ে বিশ্বের সবচেয়ে পুরাতন যৌন জাদুঘর ভেনুসটেম্পেল৷ আছে পতিতাবৃত্তি নিয়ে বিশ্বের প্রথম জাদুঘরও৷
ছবি: picture-alliance/dpa/R. Utrecht
গাঁজায় বুদ
অ্যামস্টারডমের বৈচিত্র্যময় সংস্কৃতি আর উদারতার কিছু দিক অনেকের ভাল নাও লাগতে পারে৷ অ্যামস্টারডম বিখ্যাত গাঁজা খাওয়ার অনুমোদন দেয়ার কারণেও৷ গাঁজা সেবনে কোনো বাধা নেই এই শহরে৷ তাতে পর্যটকরা চান বা না চান বিশেষ এই দ্রব্যটির ধোঁয়ার ঘ্রাণ নাকে আসতেই পারে৷ আবার অনেকে এই টানেও শহরটিতে বারবার ছুটে আসে৷
ছবি: picture-alliance/dpa/S. Stache
আধুনিক স্থাপত্য
অ্যামস্টারডমের বাড়ি ঘরের নকশায় বরাবরই ঐতিহ্যের ছোঁয়া থাকে৷ কিন্তু তাই বলে আধুনিক স্থাপত্য বিমুখও তারা নয়৷ রেনেসাঁ যুগের বিপরীত ধর্মী এমন চোখ ধাধানো নকশার ভবনও তাই দেখা মিলবে শহরের পথে পথে৷