এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি তাঁর দেশে নতুন অনলাইন মার্কেটপ্লেস শুরু করেছেন৷ জিওমার্ট নামের এই মার্কেটপ্লেস আপাতত মুম্বাইয়ের কয়েকটি জায়গায় সেবা দিচ্ছে৷
বিজ্ঞাপন
ভারতে টেলিকম ব্যবসায় সাফল্যের পর এবার ই-কমার্সের ব্যবসায় পা বাড়িয়েছে রিলায়েন্স৷ আম্বানির ব্যবসা সাম্রাজ্যের দুই সংযোজন রিলায়েন্স রিটেল ও রিলায়েন্স জিও সম্প্রতি কাস্টমারদের তাদের নতুন অনলাইন মার্কেটপ্লেস জিওমার্টের সেবা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে৷
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের তিনটি এলাকায় পাইলট আকারে আপাতত এই সেবা চালু করা হয়েছে৷ আস্তে আস্তে পুরো ভারতে তা ছড়িয়ে দেয়া হবে বলে জানিয়েছে রিলায়েন্স৷
প্লাটফর্মটি সরাসরি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে না, কাজ করে মার্কেটপ্লেস হিসেবে, যেখানে ব্যবসায়ীরা তাদের পণ্যের ক্রেতা খুঁজে পান এবং ক্রেতারা খুঁজে পান তাদের প্রয়োজনীয় পণ্য৷ এখন পর্যন্ত ৫০ হাজার পণ্যের একটি তালিকা সরবরাহ করেছে জিওমার্ট৷ অ্যাপের মাধ্যমে এই পণ্য অর্ডার করলে তা বিনা খরচে অতি দ্রুত ক্রেতার দরজায় পৌঁছে দেবে তারা৷
কোটি টাকার তারা ঝলমলে বিয়ে
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মেয়ে ইশার বিয়ের কার্ডের মূল্য আড়াই লাখ রুপি৷ ছিলেন বিয়োন্সে, হিলারি ক্লিন্টন৷বলিউড তারকা, রাজনীতিবিদ, ক্রিকেটাররাও যে ছিলেন তা তো বলাই বাহুল্য৷
ছবি: Reuters/Reliance Industries
আলো ঝলমলে পথ
মেয়ের বিয়ে বলে কথা৷ মুকেশ আম্বানি কোথাও এতটুকু কমতি রাখেননি৷ যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে এনেছেন মেয়ের প্রিয় গায়িকা বিয়োন্সেকে৷ বাড়ি সাজানোর ক্ষেত্রেও কোনো কার্পণ্য করেননি৷ মুম্বাইয়ে ২৭ তলা আন্তিলিয়া ভবনকে যেমন সাজানো হয়েছিল আলো দিয়ে, তেমনি প্রবেশপথও ছিল আলো ঝলমলে৷ বাড়ির বাইরে প্রায় আধ কিলোমিটার সড়ক বাতি, ফুল দিয়ে সাজানো হয়৷
ছবি: picture-alliance/AP Photo/R. Kakade
হীরা ও সোনার পোশাক!
ইশা আম্বানির বিয়ের লেহেঙ্গা নিয়ে জোর গুজব৷ টুইটার আর হোয়াটস অ্যাপে চলমান আলাপ থেকে জানা গেছে ঘিয়ে রঙের কাজ করা যে লেহেঙ্গা ইশা পরেছেন, সেটির দাম ৯০ কোটি রূপি৷ এতে ২৪ ক্যারেট সোনার সুতার কারুকাজ রয়েছে আর ওড়নায় বসানো আছে হীরা৷ তবে পোশাকের ডিজাইনারের নাম জানা যায়নি৷ বর আনন্দ পরিমলের পোশাক একইরকম সোনা রূপায় মোড়ানো থাকলেও সেটির দাম ও ডিজাইন নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি৷
ঈশা আম্বানির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে প্রিয়াঙ্কা একজন৷ তিনি এই বিয়েতে আসবেন না তা কি হয়! নিজের বিয়ের এক সপ্তাহের মধ্যে আয়োজিত এই বিয়েতে স্বামী মার্কিন গায়ক নিক জোনাসকে নিয়ে প্রিয় সখীর বিয়েতে অংশ নেন তিনি৷ বিয়েতে প্রিয়াঙ্কা পরেছিলেন হালকা গোলাপি লেহেঙ্গা৷ ফ্যাশন হাউস জেড থেকে নেওয়া এই পোশাক ডিজাইন করেছেন মনিকা শাহ ও কারিশমা শাওলি৷
ছবি: Getty Images/AFP/S. Jaiswal
কারিনা কাপুর ও সাইফ আলী খান
আগাগোড়া ঘিয়ে পোশাকে এসেছিলেন কারিনা-সাইফ দম্পতি৷ যেন তাঁরা জানতেন বিয়ের বর কনের পোশাকের রং৷ আনিতা ডোঙ্গরের ডিজাইন করা লেহেঙ্গায় কারিনাকে মোহনীয় লেগেছে৷ সাইফ আলী খান পরেছিলেন শেরোয়ানি৷
ছবি: AFP/Getty Images/S. Jaiswal
লাল শাড়িতে ঐশ্বরিয়া
ইশার বিয়েতে খুব কম তারকাই শাড়ি পরেছেন৷ এর মধ্যে সব্যসাচী মুখার্জির ডিজাইন করা লাল শাড়ি পরে সবাইকে তাক লাগিয়েছেন ঐশ্বরিয়া৷ অভিষেক পরেছেন কালো শেরোয়ানি৷ আর তাঁদের মেয়ে আরাধ্যা পরেছিল কমলা লাল লেহেঙ্গা৷ সংগীত উৎসবের দিন নেচে মাত করেছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক দম্পতি৷ ঐশ্বরিয়ার শাড়ি ও সাজ আনুশকার মুম্বাই রিসিপশনের শাড়ি ও সাজকে মনে করিয়ে দিয়েছে সবাইকে৷
ছবি: AFP/Getty Images/S. Jaiswal
হিলারির দীর্ঘ সফর
আম্বানির মেয়ের বিয়েতে সবচেয়ে বেশি সময় ভারতে কাটালেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন৷ সংগীত উৎসবে শাহরুখ খানের সঙ্গে নেচেছেন এমন ভিডিও ভাইরালও হয়েছে৷ বিয়েতে হিলারি ভারতীয় ধাঁচের পোশাক পরেছিলেন৷ জানা যায়, পোশাকটি তাঁকে আম্বানি পরিবারই উপহারই দিয়েছেন৷
ছবি: picture alliance/dpa
সরব শাহরুখ
বিয়ে, সংগীত দুই উৎসবেই বলিউড সুপারস্টার শাহরুখের উপস্থিতি চোখে পড়বার মতো ছিল৷ স্ত্রী গৌরিকে সঙ্গে নিয়ে নেচে গেয়ে মাত করেছেন তিনি৷ হিলারি ক্লিনটনের সঙ্গেও নেচেছেন তিনি৷
ছবি: AFP/Getty Images/S. Jaiswal
শ্রীদেবীর পরিবার!
শ্রীদেবি নেই, তবে বিয়েতে ছিলেন সদ্য প্রয়াত সুপারস্টারের পরিবার৷ ‘ধাড়াক’খ্যাত জাহ্নভি কাপুর এসেছিলেন বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুরের সঙ্গে৷ সংগীতের দিন আলাদা করে তাঁকে নাচের মঞ্চেও দেখা গেছে৷
ছবি: AFP/Getty Images/S. Jaiswal
পান্না জড়ানো সোনম
‘ফ্যাশন ডিভা’ বলে পরিচিত সোনম কাপুর এ বিয়েতে যে পোশাক পরে এসেছিলেন, তাতে ফ্যাশন সচেতন ভারতীয়রা একটু হতাশ৷ হাওয়াই মিঠাই রঙের কারুকাজবিহীন লেহেঙ্গার চেয়ে সোনমের পান্না খচিত সাত নড়ি হার, টিকলিই বেশি আকর্ষণীয় ছিল বলে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়৷
ছবি: AFP/Getty Images/S. Jaiswal
দীপিকা-রণবীর জুটি
এই জুটিও বোধহয় জানতেন বিয়েতে বর-কনের পোশাকের রঙ কী হবে৷ নতুবা একেবারে ঘিয়ে রঙের শাড়ির সঙ্গে সোনালি কারুকাজ ও লাল ব্লাউজ কী করে মিলিয়ে পড়লেন৷ আবু জানি ও সন্দীপ খোসলা বেগের ডিজাইন করা শাড়িতে সবাইকে মাতিয়ে গেছেন দীপিকা৷ তাঁর সঙ্গে মিল রেখে সোনালি কাজের অফ হোয়াইট শেরোয়ানিতে সেজেছিলেন রনবীর কাপুর৷
সব আয়োজনে বিদ্যা বালান শাড়ি পরবেন এটাই স্বাভাবিক৷ ঈশার প্রাক বিয়ে আয়োজনে উদয়পুরে তরুণ তাহালিয়ার তৈরি শাড়ি পরে গেলেও মুম্বাইয়ের দুই প্রোগ্রামেই লেহেঙ্গা পরেছেন বিদ্যা৷ বিয়ের দিন রাতে তাঁকে দেখা গেল আগাগোড়া সোনালি পোশাক ও গয়নায়৷ সোনালিতে মেরুন কারুকাজের লেহেঙ্গা তৈরি করেছে মিন্টব্লাস ডিজাইন৷ বিদ্যার সঙ্গে মিল রেখে সোনালি চাদর ও শেরোয়ানি পরেছেন তার স্বামী সিদ্ধার্থ রয় কাপুর৷
ছবি: AFP/Getty Images/S. Jaiswal
শচীন টেন্ডুলকার হাজির!
লাল রঙের পাঞ্জাবি পরে ঈশার বিয়েতে এসেছেন ভারতীয় ক্রিকেটের প্রবাদ-পুরুষ শচীন টেন্ডুলকার৷ সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি ও পুত্র অর্জুন৷ শচীন ছাড়া আরো বেশ কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন বিয়েতে৷
ছবি: picture alliance/AP Photo/R. Kakade
13 ছবি1 | 13
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান আম্বানির সম্পদের পরিমাণ ৬০.৭ বিলিয়ন ডলার বা চার লাখ ৮৫ হাজার ৬০০ কোটি টাকা৷ তিনি এশিয়ার সেরা ও পৃথিবীর ১২তম ধনী ব্যক্তি৷
ভারতের অনলাইনে কেনাকাটা এখন খুব জনপ্রিয়৷ ২০২৭ সাল নাগাদ এই বাজারের আকার দুইশ' বিলিয়ন ডলার বা এক লাখ ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে৷ এখন এই বাজারের ৭৫ ভাগ নিয়ন্ত্রণ করে দুই গ্লোবাল জায়ান্ট অ্যামাজন ও ফ্লিপকার্ট৷ অ্যামাজন এরই মধ্যে চার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ভারতের বাজারে৷