গত সোমবার থেকে ব্রাজিলের প্রশাসন এই যুদ্ধ শুরু করেছে। বন্ধ করা হচ্ছে একের পর এক খনি।
বিজ্ঞাপন
ব্রাজিলের একেবারে প্রান্তে অ্যামজনের ভিতরে অবস্থিত রোরাইমা। ইয়ানোমামি জনজাতির বসবাস এখানে। কিন্তু দীর্ঘদিন ধরে পরিযায়ী শ্রমিকেরা এখানে বেআইনি সোনার খনি তৈরি করেছে। খনি কেটে তারা কেবল পরিবেশের ক্ষতি করেনি, একই সঙ্গে ইয়ানোমামি জনজাতির মধ্যে তারা অসুখ ছড়িয়েছে, দূষণ বাড়িয়েছে এবং এলাকায় সহিংসতার ঘটনা আগের চেয়ে কয়েকগুণ বেড়ে গেছে। গত সোমবার থেকে ব্রাজিলের প্রশাসন এই অঞ্চলে অপারেশন চালাতে শুরু করেছে। খনিশ্রমিকেরা প্রতিরোধ গড়ে তুলেছে। ফলে কোনো কোনো অঞ্চলে কার্যত যুদ্ধের চেহারা নিয়েছিল এই অপারেশন। তবে ব্রাজিলের কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লেখযোগ্য অঞ্চল তারা পুনরুদ্ধার করতে পেরেছে। ওই এলাকায় ইয়ানোমামি জনজাতির মানুষ ছাড়া আর কাউকে থাকতে দেয়া হবে না।
মহামারিকালে অ্যামাজন অঞ্চলের সহযোগিতামূলক সাংবাদিকতা
কোভিড-১৯ নিয়ে অ্যামাজনের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তথ্য পৌঁছে দিতে ডয়চে ভেলে অ্যাকাডেমির উদ্যোগে একটি প্লাটফর্মে যুক্ত হয় লাতিন অ্যামেরিকার বেশ কয়েকটি গণমাধ্যম৷ কী কাজ করেছে তারা জানুন ছবিঘরে৷
ছবি: Lismari Camacho/Hacemos Memoria
যাদের কথা শোনা হয় না
লাতিন অ্যামেরিকার পাঁচ অংশীদারকে সঙ্গে নিয়ে ডয়চে ভেলে অ্যাকাডেমির গড়ে তোলা মাল্টিমিডিয়া প্লাটফর্ম ‘ভোৎসেস’৷ অ্যামাজন অঞ্চলের সবচেয়ে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনযাত্রা, সংকটের চিত্র তুলে ধরেছে এই প্রকল্প৷ এই জনগোষ্ঠীর মানুষদের বাস্তবতা উঠে এসেছে অডিও, ভিডিও আর স্থিরচিত্রে৷
ছবি: Lismari Camacho/Hacemos Memoria
অ্যামাজনকে একত্রিতকরণ
ইকুয়েডরে অ্যামাজন ইন্টারকালচারাল রেডিও নেটওয়ার্ক (আরআইএআর) স্টেশন ব্যবহার করে মানুষের কাছে তথ্য পৌঁছায় করাপে৷ স্প্যানিশ ও স্থানীয় ভাষাগুলোতে তারা বিভিন্ন সস্প্রদায়ের বিশেষত্ব, সমস্যা এবং মহামারি বিষয়ে জনসচেতনতামূলক তথ্য প্রচার করে৷ করাপের নির্বাহী সচিব খর্খে গুয়াচামিন বলেন, ‘‘আমরা বিষয়বস্তুকে আরো বিশদভাবে উপস্থাপনের জন্য আমাদের প্রযুক্তি শক্তিশালী করার পাশাপাশি কাভারেজের পরিধি বাড়িয়েছি৷’’
ছবি: Corape
স্বাস্থ্য তথ্য
পেরুভিয়ান অ্যামাজনিয়া অঞ্চলের স্বাস্থ্য পরিস্থিতি, টিকা প্রাপ্তি এবং স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞানের বৈচিত্র্য নিয়ে ভিডিও প্রতিবেদন তৈরি করে সারভিন্দি৷ এই উদ্যোগটির পরিচালক খর্খে আগুর্তো বলেন, ‘‘নিজেদের মধ্যে আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের অভাবে আমরা এখানকার জনগোষ্ঠীর মধ্যে টিকা নিয়ে প্রতিরোধও দেখেছি৷’’
ছবি: Willman Caichihua/Servindi
বিপদে ঐক্য
কলোম্বিয়ার কাউকা অঞ্চলের সিআরআইসি এর ম্যাগাজিন আলভারো উলকুয়ে৷ সেখানকার জনগোষ্ঠীরা কিভাবে ভাইরাস থেকে নিজেদের দূরে রাখতে পারে এবং তাদের অঞ্চলকে নিরাপদ রাখতে পারে তা নিয়ে তথ্য দিয়ে গেছে৷ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর সমন্বয়ে তারা ম্যাগাজিনটিতে এই বিষয়ে একটি বিশেষ সংখ্যাও প্রকাশ করেছে৷ এর প্রথম পাতার একটি শিরোনাম ছিল, ‘‘মহামারি আমাদের আক্রান্ত করার পাশাপাশি ঐক্যবদ্ধও করেছে৷’’
ছবি: Alex Sekwe/CRIC
সত্যতা যাচাই
‘‘রোগ ছাড়ানোর সঙ্গে করোনা ভাইরাস নিয়ে বৈশ্বিকভাবে ভুয়া তথ্যেরও মহামারি ঘটে,’’ এমনটাই জানিয়েছে কলম্বিয়াচেক নামের ওয়েবসাইটটি৷ কলম্বিয়ান কনসেহো দ্য রেদাকসিওন নামের ফ্যাক্টচেকিং উদ্যোগটি বিশ্বের বিভিন্ন দেশের ফ্যাক্ট চেকারদের সঙ্গে সমন্বয়ে কোভিড-১৯ মহামারি নিয়ে ছাড়ানো ভুয়া তথ্যের সত্যতা যাচাই বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে৷
ছবি: Colombiacheck
রিওস ফলাদোরেস
বিদ্যমান প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় রিওস ফলাদোরেস নামের জোট গঠন করেছে ডয়চে ভেলে অ্যাকাডেমি৷ এর অংশীদার হিসেবে রয়েছে আসেমোস মেমোরিয়া, সারভিন্দি, করাপে, কনসেহো দ্য রেদাকসিওন এর প্রতিষ্ঠান৷ সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে আরো শক্তিশালী করা, অ্যামাজন অঞ্চল এবং তার বাসিন্দাদের রক্ষা যার মূল উদ্দেশ্য৷
ছবি: Consejo de Redacción
6 ছবি1 | 6
ব্রাজিলিয়ান ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস (আইবিএএমএ) এবং ন্যাশনাল ইন্ডিয়ান ফাউন্ডেশনের (এফইউএনএআই) সশস্ত্র বাহিনী যৌথভাবে এই অপারেশন চালাচ্ছে। প্রশাসন জানিয়েছে, যে শ্রমিকেরা ওই অঞ্চলে অবৈধ খনিতে কাজ করেন, তারা অত্যন্ত গরিব। বহু পথ পেরিয়ে তারা সেখানে গিয়ে খনির ব্যবসায় জড়িয়ে পড়েন। পরিবেশের ক্ষতি করে এমন নানা ধরনের রাসায়নিক তারা ব্যবহার করেন সোনার খোঁজে। প্রশাসন এই অপারেশন শুরু করার পর জায়গায় জায়গায় তারাও প্রতিরোধ গড়ে তুলেছেন। এখনো পর্যন্ত একটি বিমান, একটি হেলিকপ্টার এবং একটি বুলডোজার ধ্বংস করা হয়েছে। প্রচুর বন্দুক এবং তেল বাজেয়াপ্ত করা হয়েছে। খনিশ্রমকদের কাছে বাইরে থেকে কোনো জিনিস যাতে পৌঁছাতে না পারে, তার ব্যবস্থা করা হয়েছে।
ইয়ানোমামি জনজাতি বিলুপ্তির পথে। তাদের বাঁচাতেই এই অপারেশন চালানো হচ্ছে বলে সরকারি সূত্র জানিয়েছে। বস্তুত, লুলার সরকার আসার পরেই অ্যামাজনের দিকে দৃষ্টি দেওয়া হবে বলে জানানো হয়েছিল। চলতি অপারেশন তারই ফলশ্রুতি বলে মনে করা হচ্ছে।