1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুশুকদের কল্যাণে অভিনব প্রকল্প

১ মার্চ ২০১৮

বাংলার নদ-নদীতে এককালে অনেক শুশুক দেখা যেতো৷ এখন তারা বিশ্বের অনেক প্রান্তেই লুপ্তপ্রায় প্রজাতি হয়ে দাঁড়িয়েছে৷ অ্যামাজন নদীতে শুশুকদের কল্যাণে অভিনব এক প্রকল্প চালানো হচ্ছে৷

Schweinswal - Phocoena sinus
ছবি: Getty Images/AFP/H. Guerrero

ডাব্লিউডাব্লিউএফ-এর নেতৃত্বে এক অভিযানের আওতায় এই প্রথম ব্রাজিলের অ্যামাজন অঞ্চলে শুশুকদের পরীক্ষা করা হয়েছে৷ অ্যামাজনের এক শাখানদীতে এক শুশুক মা তার শাবককে ডাঙায় তুলে পরীক্ষা করে তাদের শরীরে জিপিএস ট্রান্সমিটার বসানো হয়েছে৷ অভিযানের প্রধান মার্সোলো  অলিভেইরা বলেন, ‘‘গোলাপি রঙের এই শুশুক প্রজাতি সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত৷ তাদের বাসস্থান সম্পর্কে কিছু তথ্য পেলেও তাদের সংখ্যা, স্বাস্থ্য, রক্তের স্তর, প্যারাসাইট, বিষক্রিয়ার আশঙ্কা সম্পর্কে আমরা কিছুই জানি না৷''

শুশুকদের সার্বিক চেকআপের ব্যবস্থা করা হয়েছে৷ পশু চিকিৎসক, মেরিন বায়োলজিস্ট, জেলে ও প্রকৃতি সংরক্ষণকারীরা এই প্রথম একসঙ্গে কাজ করছেন৷ খুব দ্রুত কাজ সারতে হয়, কারণ ডলফিনরা ডাঙার উপর বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না৷ এর আগে কখনো কোনো গোলাপি শুশুকের উপর আলট্রাসাউন্ড পরীক্ষা চালানো হয়নি৷ পশু চিকিৎসকের জন্যও এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা৷

শুশুকদের ভালো রাখার জন্য প্রকল্প

05:37

This browser does not support the video element.

মায়ের ডাক্তারি পরীক্ষার সময় তার শাবকের উচ্চতা ও ওজন মাপা হয়েছে৷ প্রায় এক ঘণ্টা পর দু'টি প্রাণীকে আবার নদীতে ছেড়ে দেওয়া হয়েছে৷ জেলেরা সাঁও মানুয়েল জা বারা নামের পাশের গ্রামেই থাকেন৷ এখানকার মানুষ নদীর উপর খুব নির্ভরশীল৷ শুশুকদের মতো তাঁদের জন্যও বিশুদ্ধ পানি অত্যন্ত জরুরি৷ অ্যামাজন অববাহিকায় উপার্জনের পথ খুবই কম৷ তাই অনেকেই গ্রাম ছেড়ে চলে যান৷ বেআইনি হলেও কেউ কেউ সোনার খোঁজে লেগে পড়েন৷

তবে সোনার খোঁজে যে পারদ ব্যবহার করা হয়, তা পরিবেশের জন্য অত্যন্ত বিপজ্জনক৷ শেষ পর্যন্ত এই পদার্থ মানুষ ও শুশুকের খাদ্যে স্থান পায়৷ তার ফলে এই প্রাণীদের কী হয়, গবেষকরা তা জানতে চান৷

 

মার্সোলো অলিভেইরা বলেন, ‘‘পশুদের শরীরে পারদের প্রভাব সম্পর্কে খুব কম জ্ঞান রয়েছে৷ মানুষের উপর এর প্রভাব নিয়ে অনেক কাজ হয়েছে৷ মানুষের স্নায়ুতন্ত্র ও শরীরের অভ্যন্তরীণ অঙ্গের ক্ষয়ক্ষতির কথা জানা আছে৷ তবে প্রকৃতির কোলে প্রাণিজগত সম্পর্কে প্রায় কিছুই জানা নেই৷ তাই আমরা টিস্যু বিশ্লেষণ থেকে শুরু করে আলট্রাসাউন্ড, ব্লাড কাউন্টের মতো সমান্তরাল পরীক্ষা চালাচ্ছি৷ গবেষণার মাধ্যমে আমরা বিষক্রিয়া সম্পর্কে জানতে চাই৷''

প্রাণীদের জন্য আরেকটি বিপদ হলো নতুন বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্প৷ মার্সোলো বলেন, ‘‘বিদ্যুৎ কেন্দ্রগুলি যেভাবে জলপ্রবাহ বিচ্ছিন্ন করছে, সেটাই মূল সমস্যা৷ এর ফলে বিভিন্ন প্রজাতির মধ্যে জিনগত আদানপ্রদান ব্যাহত হয়৷ বাঁধের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়লে বংশবৃদ্ধির পথে বাধা আসে৷''

প্রথমবার এক শুশুকের শরীরে ট্রান্সমিটার বসানো হয়েছে৷ জালে শুশুক ধরতে মাঝে মাঝে কয়েক ঘণ্টা সময় লাগে৷ প্রায়ই তারা পালাতে সমর্থ হয়৷ কলম্বিয়া ও বলিভিয়ায়ও ডলফিন পরীক্ষা করা হচ্ছে৷ এলাকার অন্যান্য দেশেও এমন পরীক্ষা চালানো হবে৷ ডাব্লিউডাব্লিউএফ এর মাধ্যমে গোটা অ্যামাজন এলাকায় ডলফিনদের সার্বিক অবস্থার চিত্র পাবার আশা করছে৷ সেখানে বেশিরভাগ প্রাণী অপেক্ষাকৃত ছোট আকারের, তাদের ওজনও বড় কম৷ ৭০ কিলোগ্রামের বেশি ওজনের প্রায় কোনো ডলফিন নেই৷

নিঃশ্বাস-প্রশ্বাস ও হৃৎস্পন্দনের উপর একটানা নজর রাখা হচ্ছে৷ এ যাত্রায় সব কাজ দ্রুত হয়েছে৷ আধ ঘণ্টাও সময় লাগে নি৷ জিপিএস ট্রান্সমিটারও চালু হয়ে গেছে৷ সেটি পাখনায় বসিয়ে দেওয়া হয়েছে৷ প্রকল্পের অন্যতম গবেষক মিরিয়াম মারমন্টেল বলেন, ‘‘আমরা তাদের সঙ্গে কী করছি, প্রাণীরা ঠিক তা বুঝতে পারে৷ তবে বায়োপ্সি করা বা ট্রান্সমিটার বসানোর সময় আমরা শরীরের সেই অংশ আগে অসাড় করে দেই৷''

পরীক্ষার শেষে শুশুকটিকে দ্রুত আবার পানিতে ছেড়ে দেওয়া হয়৷ ডাব্লিউডাব্লিউএফ-এর আশা, এই প্রকল্পের মাধ্যমে গোলাপি রংয়ের নদীর এই শুশুককে লুপ্তপ্রায় প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে৷ সেটা হলে তাদের ইকোসিস্টেমের জন্য আরও বেশি সুরক্ষার ব্যবস্থা করা সম্ভব হবে৷

নিকোলাউস তারুকেলা-লেভিটান/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ