বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্টকে বাঁচানোর জন্য ব্রাজিলে শীর্ষসম্মেলনে জোটের সিদ্ধান্ত নিলো আট দেশ।
অ্যামাজন বাঁচাতে আট দেশের শীর্ষ নেতারা ব্রাজিলে বৈঠক করেন। ছবি: Eraldo Peres/AP Photo/picture alliance
বিজ্ঞাপন
এই আট দেশ হলো বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, সুরিনাম, ভেনিজুয়েলা ও গায়ানা। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে তারা এখনই ব্যবস্থা নিতে চান।
উন্নত দেশগুলির কাছেও আবেদন জানিয়েছে এই আট দেশের জোট। তারা বলেছে, ''বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট বাঁচানোর দায় শুধুমাত্র এই আটটি দেশের নয়। বিশেষ করে উন্নত দেশগুলিকে এগিয়ে আসতে হবে। আজ অ্যামাজনের যে অবস্থা, তার জন্য অনেকে দায়ী।''
এই শীর্ষবৈঠকের উপর গোটা বিশ্বের নজর ছিল। মঙ্গলবার সেই অ্যামাজন কোঅপারেশন ট্রিটি অর্গানাইজেশন-এর বৈঠকে নতুন ও উচ্চাকাঙ্খী যৌথ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। তারা যৌথ ঘোষণাপত্রে সই করেছেন। প্রায় ১০ হাজার শব্দের একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে, সেখানে বলা হয়েছে, কী করে এই বিশাল বনভূমিকে সংরক্ষণ করা হবে।
অ্যামাজনের বৃষ্টিপ্রধান অরণ্যকে বাঁচাবে কে?
দক্ষিণ অ্যামেরিকার অ্যামাজন নদীর অববাহিকায় বিশ্বের বৃহত্তম বৃষ্টিপ্রধান ক্রান্তিমণ্ডলীয় অরণ্য৷ ইতিমধ্যেই তার এক-পঞ্চমাংশ উধাও হয়েছে৷ সরকার এবার আরো একটি এলাকা খনিশিল্পের জন্য ছেড়ে দিয়েছেন৷
ছবি: picture-alliance/dpa
সোনার খোঁজে
ব্রাজিল সরকার অ্যামাজন বৃষ্টিপ্রধান অরণ্যের আরো একটি সুবিশাল এলাকায় গাছ কাটার অনুমতি দিয়েছেন খনিশিল্পের স্বার্থে৷ আমাপা ও পারা, উত্তরের এই দু’টি রাজ্য জুড়ে প্রায় ৪৬,০০০ বর্গকিলোমিটার বনভূমি কেটে ফেলা হবে, কেননা সেখানে মাটির নীচে সোনা, তামা, লোহা, ম্যাঙ্গানিজ ও অন্যান্য খনিজ সম্পদ আছে, বলে মনে করা হচ্ছে৷
ছবি: Getty Images/AFP/A. Scorza
অ্যামাজোনাস রাজ্য
ব্রাজিলের ২৬টি রাজ্যের মধ্যে বৃহত্তম রাজ্য হলো অ্যামাজোনাস৷ দেশের উত্তর-পশ্চিমে অবস্থিত এই রাজ্যটিতে জল আর জঙ্গল ছাড়া বিশেষ কিছু নেই৷ কিন্তু সেই জঙ্গল হলো বিশ্বের বৃহত্তম বৃষ্টিপ্রধান ক্রান্তিমণ্ডলীয় অরণ্য৷
ছবি: Reuters/B. Kelly
জঙ্গল কাটা চলেছে
সারা বিশ্বে প্রতিবছর বৃষ্টিপ্রধান অরণ্য কমে আসছে ও সেই অনুপাতে অ্যামাজন অঞ্চলের আদিম অরণ্যানীর তাৎপর্য বাড়ছে৷ বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড ধরে রাখে এই অরণ্য, বিশ্বের জলবায়ুর উপর তার প্রভাব অসীম৷ অথচ বছরের পর বছর এই বন কেটে চাষের জমি করা হচ্ছে৷
ছবি: Reuters/B. Kelly
‘সংরক্ষিত’ এলাকা?
বিগত ১২ মাসে ব্রাজিলের অ্যামাজন এলাকায় প্রায় ৩,০০০ বর্গকিলোমিটার বনভূমি বিনষ্ট করা হয়েছে৷ ‘ইমাজোন’ নামের পরিবেশ প্রতিষ্ঠানটি জানাচ্ছে যে, গাছ কাটা কিছুটা কমলেও, এখনও ব্যাপক৷ এছাড়া এই অরণ্য নিধনের ২০ শতাংশের বেশি ঘটে ‘সংরক্ষিত’ এলাকায়৷
ছবি: Reuters/B. Kelly
মুনাফার লোভে
কাঠ ও কাঠকয়লা বিক্রি তো আছেই; তার সঙ্গে আছে আগুন লাগিয়ে বন পুড়িয়ে সেই জমিতে সয়াবিনের চাষ, যা পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়৷ এছাড়া আছে বাঁধ অথবা খনি প্রকল্পের খাতিরে অরণ্য নিধন৷
ছবি: Reuters/B. Kelly
পরিণাম
২০১৬ সালের আগস্ট মাস থেকে ২০১৭ সালের জুলাই মাস অবধি অ্যামাজন অরণ্যের যে ৩,০০০ বর্গকিলোমিটার এলাকা বিনষ্ট হয়েছে, সেখানে একাধিক প্রকৃতি সংরক্ষণ এলাকা ও উপজাতিদের জন্য নির্দিষ্ট জমি ছিল৷ কিন্তু পরিবেশ সংরক্ষণবাদীদের আপত্তি সত্ত্বেও এখানে গাছ কাটার অনুমতি দেওয়া হয়৷
ছবি: Reuters/B. Kelly
বিপন্ন পরিবেশ
অ্যামাজন অঞ্চল উদ্ভিদ ও জীববৈচিত্র্যের বিচারে বিশ্বের সমৃদ্ধতম এলাকাগুলির মধ্যে গণ্য৷ জঙ্গল কাটার ফলে গাছ ও প্রাণীর যে সব বিরল প্রজাতি বিপন্ন, তাদের অনেকে আবিষ্কৃত হবার আগেই লোপ পেতে পারে, বলে বিজ্ঞানীদের আশঙ্কা৷ সেই সঙ্গে এই আদিম অরণ্যের আদিবাসী উপজাতিদের সহজাত সংস্কৃতিও বিলুপ্তির মুখে৷
ছবি: Reuters/B. Kelly
7 ছবি1 | 7
তবে পরিবেশবিদদের দাবি ছিল, ২০৩০ সালের মধ্যে অ্যামাজনে বেআইনিভাবে বনভূমি ধ্বংস পুরোপুরি বন্ধ করার লক্ষ্যমাত্রা নিয়ে একযোগে এগোক দেশগুলি। কিন্তু ঠিক হয়েছে, প্রতিটি দেশ নিজের মতো করে এই লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা শীর্ষবৈঠকে বলেন, ''এর আগে অ্যামাজন বাঁচানোর বিষয়টি এতটা জরুরি ছিল না। গত জুলাই ছিল বিশ্বের উষ্ণতম মাস। এখন আমাদের একসঙ্গে কাজ করতেই হবে। নাহলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব।''
ক্লাইমেট অবসারভেটরির পরিবেশবিদ মার্সিও অ্যাসট্রিনি বলেছেন, ''বিশ্বে বরফ গলে যাচ্ছে। প্রতিদিন গরমের নতুন রেকর্ড হচ্ছে। এই অবস্থায় একচুল বনভূমি কাটা যাবে না, এই সিদ্ধান্তে আসাটা খুবই জরুরি ছিল।''
তাছাড়া কবে বেআইনি সোনার খনি পুরোপুরি বন্ধ করা যাবে, তাও বলা হয়নি।