1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামিউজমেন্ট পার্কের ছবি

৭ জুলাই ২০১৭

ইটালির আলোকচিত্রশিল্পী৷ ছবি তোলেন অ্যামিউজমেন্ট পার্ক বা বিনোদন পার্কের৷ তাও আবার সন্ধ্যার মুখে, মানুষজন ছাড়া, ফ্ল্যাশ দিয়ে তোলা ছবি৷ আদিভৌতিক সব ছবি৷

DW Euromaxx - Freizeitparadiese
ছবি: DW

অ্যামিউজমেন্ট পার্কের ছবি তোলেন স্তেফানো চেরিও

02:40

This browser does not support the video element.

কোনো বিনোদন পার্কে গভীর রাত্রে গেলে দেখবেন চতুর্দিক নীরব-নিস্তব্ধ, যেন ভূতে পাওয়া অবস্থা...

অপরদিকে দিনের বেলা এখানে হাজার মানুষের ভিড়, নাগরদোলার চক্কর, ছোটদের কলরোল – সম্পূর্ণ অন্য অবস্থা৷

সেই অবস্থার ছবি তোলার জন্য স্তেফানো চেরিও বিভিন্ন বিনোদন পার্কে যান, যেমন চিনেচিয়েতা ওয়ার্ল্ড নামের অ্যামিউজমেন্ট পার্কটিতে৷ পার্কটি রোমের কাছে, চেরিও যেমন ইটালির মানুষ৷

স্তেফানো বলেন, ‘‘এই পার্কগুলোতে যা আমার বিশেষভাবে ভালো লাগে, তা হল ‘ভর্তি' আর ‘খালি'-র মধ্যে আশ্চর্য পার্থক্য৷ মানুষজন না থাকলে পার্কগুলোকে পুরোপুরি পরাবাস্তব বলে মনে হয়৷ এমনকি তার স্থাপত্য, যা আসলে সিনেমার সেটের মতো কাল্পনিক কিন্তু মানুষের তৈরি, মানুষ না থাকলে সেটাও একটা অর্থহীন, পরাবাস্তব কাঠামোর রূপ ধারণ করে৷''

সন্ধ্যা হবার মুখে স্তেফানো চেরিও ছবি তোলার বিষয় খুঁজতে শুরু করেন৷ পুরোপুরি অন্ধকার হয়ে গেলে হাতে টর্চ নিয়ে বিনোদন পার্কে চলাফেরা করতে হয়৷ ছবি তোলার সময় চেরিও একটি বিশেষ ফ্ল্যাশ ব্যবহার করেন, যার ফলে ছবির পটভূমি সম্পূর্ণ অন্ধকার থাকে৷

স্তেফানো বলেন, ‘‘ছবিতে কোনো মানুষজন নেই বলে অনেকের একটু বিষাদপূর্ণ লাগে৷ অন্যরা আবার এটাকে বাস্তবধর্মী বলে মনে করেন৷ অথবা ছবিতে যে ‘আয়রনি' বা ব্যঙ্গ আছে, সেটা তারা বুঝতে পারেন৷ শিল্পকলা বোঝার পথ শুধু একটা নয়৷ ‘এর মানে শুধু এই হতে পারে' – এতে আমি বিশ্বাস করি না৷ শিল্পকলা চিন্তাকে বিভিন্ন খাতে বইয়ে দেবে৷''

বিনোদন পার্কের হৈহুল্লোড় সকলের পছন্দ না হলেও, স্তেফানো চেরিও-র ছবিগুলো দেখলে যেন মনে হয়, মানুষজন থাকলেই ভালো হতো৷৷

ইয়ানা ও্যরটেল/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ