1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'অ্যামেরিকাকে ইউরোপীয়দের সম্মান করা উচিত'

৩ জানুয়ারি ২০১৯

অ্যামেরিকাকে সম্মান করা উচিত ইউরোপীয়দের – এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ২০১৯ সালে প্রথম ক্যাবিনেট মিটিংয়ের পর সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি ইউরোপীয়দের সমালোচনা করেন৷

ছবি: Imago/ZUMA Press/A. Drago

ট্রাম্প উল্লেখ করেন, তিনি জানেন ইউরোপে তিনি জনপ্রিয় নন৷ কিন্তু এতেই তিনি খুশি৷কারণ, তাঁর মতে, জনপ্রিয় হলে হয়তো তিনি তাঁর কাজ করে যেতে পারতেন না৷ তবে তাঁর দেশ ইউরোপকে যে সেবা দিয়ে যাচ্ছে, সেটি ইউরোপীয়দের ভুলে যাওয়া উচিত হবে না বলে মনে করেন তিনি৷

তিনি বলেন, ‘‘ইউরোপের দেশগুলোতে আমার জনপ্রিয়তা নিয়ে আমি উদ্বিগ্ন নই৷ কিন্তু আমার দেশের প্রতি আরো ন্যায্য আচরণ প্রত্যাশা করাটাই আমার কাজ, এজন্যই আমাকে নির্বাচিত করা হয়েছে৷''

এ সময় তিনি সামরিক ব্যয় বৃ্দ্ধিতে ইউরোপের আরো মনোযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন৷ ট্রাম্প ন্যাটোর বিশ্বব্যাপী কার্যক্রম তুলে ধরে ব্যয়ের প্রসঙ্গে কথা বলেন৷ তিনি ইউরোপের নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রসঙ্গেও কথা বলেন৷

ট্রাম্প উল্লেখ করেন, ইউরোপ বরাবরই প্রতিরক্ষা ও বাণিজ্য নীতিতে অ্যামেরিকার সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে আসছে৷ তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্টদের সমালোচনা করে বলেন, তাঁরাই বৈশ্বিক প্রতিরক্ষা ব্যয়ে জার্মানিকে এক শতাংশ ব্যয়ের সুযোগ দিয়েছেন, যেখানে যুক্তরাষ্ট্র চার শতাংশ অর্থ দিতে বাধ্য৷

সম্প্রতি পিউ রিসার্চের এক জরিপে দেখা গেছে, ইউরোপে ট্রাম্পের জনপ্রিয়তা ভীষণ কম৷ জরিপে দেখা যায়, ১০ শতাংশ জার্মান, ৯ শতাংশ ফ্রেঞ্চ, ৭ শতাংশ স্প্যানিশ ও ২৮ শতাংশ ব্রিটিশ মনে করে, ট্রাম্প ইতিবাচকভাবেই বৈশ্বিক সংকট সমাধানে কাজ করছেন৷ অন্যদিকে মাত্র ৪১ শতাংশ জার্মান যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির সহযোগিতামূলক সম্পর্ক বাড়ানোর পক্ষে৷

এসব জরিপ প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমাকে ইউরোপীয়রা ভোট দিয়ে নির্বাচিত করেনি, আমি মার্কিনীদের ভোটে বিজয়ী হয়েছি৷ তাই আমি এটিকে ধর্তব্যের মধ্যেও আনছি না৷'' তবে তিনি আরো বলেন, ‘‘ইউরোপের নেতাদের সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে, এবং তাঁরা আমার বন্ধু৷ সেই সম্পর্ক অটুট থাকবে৷''

এফএ/এসিবি (ডিপিএ, এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ