1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

অ্যামেরিকার আকাশে চীনের নজরদারি বেলুন

৩ ফেব্রুয়ারি ২০২৩

পেন্টাগন জানিয়েছে, কয়েকদিন আগেই পশ্চিম অ্যামেরিকায় এই বেলুনটি ঢুকেছে। বেলুনের উপর নজর রাখা হচ্ছে।

ছবি: Larry Mayer/The Billings Gazette/AP/dap/picture alliance

এরকম ক্ষেত্রে সব দেশই বেলুনটিকে গুলি করে নামিয়ে দেয়। অ্যামেরিকাও প্রথমে তাই ভেবেছিল। এফ ২২ জেট থেকে গুলি করে বেলুনটিকে মাটিতে নামিয়ে আনা হবে। কিন্তু তারপর সিদ্ধান্ত বদল করা হয়েছে। কারণ, বেলুনটিকে গুলি করলে, ভিতরের যন্ত্রপাতি ছিটকে বেরিয়ে আসবে। তখন নিচে থাকা মানুষেরা বিপাকে পড়তে পারেন।

মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বেলুনের উদ্দেশ্য হলো নজর রাখা বা গুপ্তচরবৃত্তি। বেলুনটিকে প্রথমে মন্টানাতে দেখা যায়। যে পথে বেলুনটি উড়ছে, তাতে বেশ কিছু স্পর্শকাতর এলাকা পড়বে। মন্টানাতে এয়ারফোর্স ঘাঁটি আছে। সেখানে পারমাণবিক অস্ত্রও আছে।

তাইওয়ান নিয়ে উত্তেজনা

তাইওয়ান নিয়ে এখন অ্যামেরিকা ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ছে। সেই সময় এই বেলুন-নজরদারির ঘটনা ঘটলো।

চীন এখন তাইওয়ানের কাছে প্রচুর যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। অ্যামেরিকাও তাইওয়ানকে অস্ত্রশস্ত্র দিচ্ছে। বাইডেন এটাও জানিয়েছেন, তাইওয়ান আক্রান্ত হলে তাদের সাহায্য করতে অ্যামেরিকা দায়বদ্ধ। তাই এরকম ঘটনা ঘটলে অ্যামেরিকাও চুপ করে বসে থাকবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কিছুদিনের মধ্যেই চীন সফরে যাচ্ছেন।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ