1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকার চেয়ে অ্যাপলের কাছে টাকা বেশি আছে!

৩১ জুলাই ২০১১

সাধারণত শোনা যায়, কোনো একটা ছোটো ও দরিদ্র দেশের চেয়ে কোনো কোনো বিলিওনেয়ারের সম্পদ বেশি৷ কিন্তু এবার জানা গেল কোনো গরিব দেশ নয়, বরং অ্যামেরিকার চেয়ে অ্যাপলের কাছে খরচ করার জন্য বেশি অর্থ আছে!

অ্যাপল ও তাঁর প্রধান স্টিভ জবসছবি: AP

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ও অ্যাপলের সবশেষ তথ্য সেটাই বলছে৷ মন্ত্রণালয়ের হিসেবে, ব্যয় করার জন্য সরকারের হাতে এখন আছে ৭৩.৭ বিলিয়ন ডলার৷ আর অ্যাপলের হিসেব বলছে তাদের কাছে আছে প্রায় সাড়ে ৭৬ বিলিয়ন ডলার৷

যুক্তরাষ্ট্রের আর্থিক পরিস্থিতি যেখানে নাজুক অবস্থায় আছে সেখানে অ্যাপলের ভাণ্ডার দিনদিন ফুলে ফেঁপে উঠছে৷ এর কারণ আইফোন আর আইপ্যাডের সাফল্য৷

গবেষণা প্রতিষ্ঠান ‘স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স' এর সাম্প্রতিক প্রতিবেদন বলছে, স্মার্টফোন ব্যবসায় নোকিয়ার চেয়ে এগিয়ে গেছে অ্যাপল৷ আইফোন হলো অ্যাপলের স্মার্টফোন৷

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের দ্বিতীয় ভাগে নোকিয়া স্মার্টফোন বিক্রি করেছে দেড় কোটির কিছু বেশি৷ যেটা আগের বছর ছিল আড়াই কোটির কাছাকাছি৷ অন্যদিকে, অ্যাপল এবছর বিক্রি করেছে প্রায় দুই কোটি ফোনসেট৷ যেটা আগের বছর ছিল মাত্র ৮৫ লাখ৷ অর্থাৎ নোকিয়ার চেয়ে অ্যাপল প্রায় ৫০ লাখ সেট বেশি বিক্রি করেছে৷

আইপ্যাড, আইফোনের কারণে অ্যাপলের লাভ বহুগুণে বেড়েছেছবি: AP

অবশ্য শুধু অ্যাপল নয়, স্যামসাং'এর চেয়েও পেছনে পড়ে গেছে নোকিয়া৷ স্যামসাং'এর স্মার্টফোন বিক্রি বেড়েছে প্রায় ৫১৯ গুণ৷ অর্থাৎ গত বছর ছিল মাত্র ৩০ লাখ আর এবার সেটা হয়েছে এক কোটি নব্বই লাখ৷ মানে নোকিয়ার চেয়ে ২৫ লাখ বেশি৷

তবে স্মার্টফোন বাদ দিলে বিশ্বব্যাপী মোবাইল ফোটসেট বিক্রিতে নোকিয়া এখনো সবার চেয়ে এগিয়ে৷ যদিও আগের চেয়ে বিক্রি কিন্তু কমে গেছে৷ আগে যেখানে ফোনসেট বাজারের প্রায় ৩৯ ভাগ ছিল নোকিয়ার দখলে, এখন সেটা কমে দাঁড়িয়েছে মাত্র ২৪ ভাগে৷

নোকিয়ার ঘাড়ে নিশ্বাস ফেলছে স্যামসাং৷ বর্তমানে ১৯ ভাগ বাজার তাদের দখলে রয়েছে৷

নোকিয়া, স্যামসাং ছেড়ে এবার আবার অ্যাপলের কথায় ফেরা যাক৷ মার্কিন এই কোম্পানির কাছে এখন এত অর্থ আছে যে, সেটা দিয়ে অ্যাপল কী করতে পারে তা নিয়ে বিশ্লেষকরা মাথা ঘামানো শুরু করে দিয়েছেন৷

এমনই এক বিশ্লেষক ড্যানিয়েল অ্যাশডাউন৷ তিনি বলছেন, অ্যামেরিকার সবচেয়ে বড় বইয়ের দোকান ‘বার্নস এন্ড নোবেল' কেনার কথা ভাবছে অ্যাপল৷ এছাড়া অনলাইন মুভি সাইট ‘নেটফ্লিক্স'ও তাদের তালিকায় রয়েছে বলে জানিয়েছেন অ্যাশডাউন৷

ছোট ছোট কিছু কোম্পানিও কেনার কথা চিন্তা করছে অ্যাপল৷ যেমন ‘ভয়েস রিকগনিশন' জাতীয় বিভিন্ন সিস্টেম নিয়ে কাজ করে যেসব কোম্পানি তারা অ্যাপলের ভাবনায় রয়েছে৷ এসব কোম্পানি কিনে অ্যাপল তাদের ডিভাইসে ঐসব সুবিধা যোগ করতে পারে৷

কিছুদিন আগে অ্যাপল মাইক্রোসফট সহ আরও পাঁচটি কোম্পানির সঙ্গে মিলে ক্যানাডার টেলিযোগাযোগ কোম্পানি নরটেল, যেটি বিলুপ্ত হয়ে গেছে, তাদের কাছে থাকা প্রায় ছয় হাজার স্বত্ব কিনে নিয়েছে৷ এর জন্য ব্যয় হয়েছে প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার৷

মানুষের কাছে টাকা থাকলে মানুষ কত কিছুইনা করে৷ তেমনটাই করার চেষ্টা করছে অ্যাপল৷ তবে সেটা যদি হয় তাদের পণ্য উন্নয়নের সঙ্গে সম্পর্কিত তাহলে ব্যবহারকারীদের জন্য সেটা খুশিরই খবর৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ