1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকার চ্যাম্পিয়নস লিগ জিতলো বেকহ্যাম’এর গ্যালাক্সি

২১ নভেম্বর ২০১১

ডেভিড বেকহ্যাম’এর ক্লাব ‘এলএ গ্যালাক্সি’ মেজর লিগ সকার শিরোপা জিতে নিল রবিবার৷ ইংল্যান্ডের এই তারকা অ্যামেরিকায় বেশ ভালো আছেন, এখনই ঘরে ফিরতে চান না৷

Los Angeles Galaxy midfielder David Beckham, center left, celebrates with his teammates after the Galaxy defeated the Houston Dynamo in the MLS Cup championship soccer match, Sunday, Nov. 20, 2011, in Carson, Calif. (Foto:Bret Hartman/AP/dapd)
জয়ের উল্লাসে মাতোয়ারা বেকহ্যাম এবং তাঁর দলছবি: dapd

বেসবল ও অ্যামেরিকান ফুটবলের দেশে ‘সকার' বা আমাদের পরিচিত ফুটবলের স্বীকৃতি বা জনপ্রিয়তা পাওয়া মোটেই সহজ কাজ নয়৷ ১৯৯৪ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে অবশ্য অ্যামেরিকানরা একটু নড়ে চড়ে বসেছিল৷ ১৯৯৬ সাল থেকে শুরু হলো অ্যামেরিকা ও ক্যানাডার পেশাদারি ফুটবল ক্লাবগুলির চ্যাম্পিয়নশিপ – মেজর লিগ সকার বা এমএলএস কাপ৷ আসলে পেশাদারি ফুটবল অ্যামেরিকায় বহুকাল আগেই চালু হয়ে গিয়েছিল৷ সত্তরের দশকেই নিউ ইয়র্কের কসমস ক্লাবে খেলেছেন পেলে ও ফ্রানৎস বেকেনবাউয়ার'এর মতো তারকারা৷

অ্যামেরিকার চ্যাম্পিয়নস লিগ বলে পরিচিত এমএলএস কাপ এবার জিতে নিল লস অ্যাঞ্জেলেস শহরের ‘এলএ গ্যালাক্সি' ফুটবল ক্লাবে৷ ফাইনাল ম্যাচে জয়ের পেছনে দলের তারকা খেলোয়াড় ডেভিড বেকহ্যাম'এ অবদান কম নয়৷ রবিবার হিউস্টন ডায়নামোকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে বেকহ্যাম'এর দল৷ তিনি নিজে গোল না করলেও ল্যান্ডন ডোনাভ্যান'কে মোক্ষম পাসটি দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে দলের জয়সূচক গোলটি নিশ্চিত করেন৷ চোট পেয়ে বেশ কাহিল অবস্থা সত্ত্বেও এদিনের ম্যাচে জান দিয়ে খেলেছেন বেকহ্যাম৷ ফলে এর আগে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকবার মন দিয়ে না খেলার যে অভিযোগ উঠেছিল, তা কিছুটা ম্লান হয়ে গেল৷

বেকহ্যাম এবং তাঁর দলের বিজয়োল্লাসছবি: dapd

দীর্ঘ প্রায় ৫ বছর ধরে ‘এলএ গ্যালাক্সি'র হয়ে খেললেন বেকহ্যাম৷ ক্লাবের আসন্ন এশিয়া সফরের পরই তাঁর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে৷ সেটা আরও বাড়াতে আগ্রহী এই ফুটবল তারকা৷ যদিও বাজারে তাঁর চাহিদা মোটেই খারাপ যাচ্ছে না৷ ফ্রান্সের ‘পারি স্যাঁ জ্যার্ম্যাঁ' ও নিজের দেশ ইংল্যান্ডের বেশ কয়েকটি ক্লাব বেকহ্যামকে পেতে আগ্রহী৷ মোটকথা ‘এলএ গ্যালাক্সি'র সঙ্গে পাঁচটা বছর বেশ ভালোই কেটেছে, বললেন বেকহ্যাম৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ