1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজরাশিয়া

অ্যামেরিকার নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ

২৮ ফেব্রুয়ারি ২০২২

অ্যামেরিকার নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হলো।

প্রতীকী ছবি। ছবি: Marina Lystseva/AP Photo/picture alliance

রাশিয়ার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া থেকে ইউরোপে এখন আর কোনো যাত্রীবাহী বিমান চলছে না। ইউরোপের অধিকাংশ এয়ারলাইন্স রাশিয়ায় বিমান পাঠাচ্ছে না। রাশিয়ার বিমানসংস্থাগুলিও আর ইউরোপে বিমান চালাচ্ছে না। এই অবস্থায় রাশিয়ায় যে অ্যামেরিকার নাগরিকরা আছেন, তাদের কমার্শিয়াল ফ্লাইটে করে মস্কো ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

এমনিতেই অ্যামেরিকার কোনো নাগরিককে আর রাশিয়ায় যেতে দেয়া হচ্ছে না। এখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় চাইছে, সেদেশে থাকা মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব বের করে আনতে। রাশিয়া-ইউক্রেন সংঘাত যে জায়গায় গিয়ে পৌঁছেছে, তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। তাই দূতাবাসের তরফে জানানো হয়েছে, কমার্শিয়াল ফ্লাইট এখনো চলছে। সেই ফ্লাইটে করেই মার্কিন নাগরিকরা যেন রাশিয়া ছেড়ে চলে যান।

জার্মানিও চাইছে

জার্মানির পররাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, কোনো জার্মান নাগরিক যেন এখন রাশিয়ায় না যান। বিশেষ করে দক্ষিণ রাশিয়ায় ইউক্রেনের সীমান্তে যেন কেউ ভুল করেও না যান। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ায় যাওয়া এবং সেখান থেকে আসা খুবই কঠিন হয়ে পড়েছে। কারণ, জার্মানি-সহ ইউরোপের অনেক দেশই রাশিয়ার বিমানসংস্থাকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না। এই পরিস্থিতিতে জার্মানরা যেন রাশিয়াকে এড়িয়ে চলেন।

রাশিয়ার বিমানসংস্থাগুলির বক্তব্য

রাশিয়ার বিমানসংস্থাগুলি জানিয়েছে, ইউরোপের অনেক দেশই জানিয়ে দিয়েছে, রাশিয়ার বিমান  তাদের আকাশসীমায় ঢুকতে পারবে না। এই অবস্থায় তারা ইউরোপের শহরগুলিতে বিমান চালানো বন্ধ করে দিয়েছে। তাই রাশিয়ার শহরগুলি থেকে ইউরোপগামী প্রায় সব বিমানই বাতিল করা হয়েছে।

জার্মানি, যুক্তরাজ্য, ইটালি, আইসল্যান্ড, নেদারল্যান্ডস এবং অধিকাংশ পূর্ব ইউরোপীয় দেশগুলি জানিয়ে দিয়েছে, রাশিয়ার কোনো বিমান তাদের আকাশসীমায় ঢুকতে পারবে না। 

ইইউ প্রস্তুত

রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে ৭০ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর ছেড়েছেন। ইউরোপীয় কমিশনার ফর হিউম্যানেটারিয়ান এইড অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু বহু বছরের মধ্যে ইউরোপে এই ধরনের মানবিক সংকট দেখা যায়নি। তারা এখন ইউক্রেনের ঘরছাড়া মানুষকে আশ্রয় দেয়ার জন্য পরিকল্পনা করছেন। আগামী বৃহস্পতিবার তারা বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করবেন। তাতে ঘরছাড়া মানুষদের আশ্রয় দেয়ার কথা থাকবে।

ইইউ-র হোম অ্যাফেয়ার্স কমিশনার জানিয়েছেন, কত মানুষ ইউক্রেন থেকে আসবেন তা তিনি জানেন না। তবে লাখ লাখ মানুষকে আশ্রয় দেয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। ইতিমধ্যেই ইউক্রেন ছেড়ে প্রচুর মানুষ ইইউ-তে এসেছেন।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ