1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

অ্যামেরিকার লিউইস্টনে বন্দুকধারীর তাণ্ডব, মৃত ২২

২৬ অক্টোবর ২০২৩

অ্যামেরিকার মেইনের লিউইস্টন শহরে একাধিক জায়গায় গুলি চললো বন্দুকধারী। মৃত অন্তত ২২ জন। আহত ৬০।

বন্দুকধারীর খোঁজ করছে পুলিশ।
বন্দুকধারীর খোঁজ করছে পুলিশ। ছবি: Robert F. Bukaty/AP Photo/picture alliance

পুলিশ জানিয়েছে, বন্দুকধারী বিভিন্ন জায়গায় গিয়ে গুলি চালিয়েছে। একটি বার, বোলিং সেন্টার এবং ওয়ালমার্ট বিতরণ কেন্দ্রে গিয়ে সে গুলি চালায়।

সিটি কাউন্সিলার রবার্ট ম্যাকার্থি জানিয়েছেন, অন্ততপক্ষে ২২ জন মারা গেছেন।এনবিসি নিউজ জানিয়েছে, অন্ততপক্ষে ৬০ জন আহত হয়েছেন। বন্দুকধারী বিভিন্ন জায়গায় গুলি চালানোর ফলে তারা আহত হন।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর খোঁজ চলছে। শহরের মানুষকে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে। তাদের দরজা বন্ধ করে রাখতেও বলা হয়েছে। এই শহরে মাত্র ৩৭ হাজার মানুষ বাস করেন।

শেরিফের অফিস থেকে  বন্দুকধারীর দুইটি ছবি সামাজিক মাধ্যমে আপলোড করা হয়েছে। সেখানে জিনস ও ফুল শার্ট পরিহিত এক ব্যক্তিকে বন্দুক হাতে দেখা যাচ্ছে।

পুলিশ একটি সাদা গাড়ির ছবিও দিয়েছে। তার সামনের বাম্পার কালো রং করা। পুলিশ জানিয়েছে, কেউ এই গাড়ি দেখতে পেলে যেন সঙ্গে সঙ্গে তাদের খবর দেয়।

এই ঘটনার পরই জানানো হয়েছে, স্কুল বন্ধ থাকবে।

প্রেসিডেন্ট বাইডেনকে ঘটনার কথা জানানো হয়েছে এবং তাকে নিয়মিত আপডেট দেয়া হচ্ছে। বাইডেন ইতিমধ্যে মেইনের গভর্নরের সঙ্গে ফোনে কথা বলেছেন। এখানকার সেনেট ও কংগ্রেস সদস্যদের সঙ্গেও তিনি কথা বলেছেন।

সেনেটর অ্যাঙ্গাস কিং বলেছেন, তিনি রীতিমতো চিন্তায় আছেন। মৃতের পরিবারকে সমবেদনা জানিয়ে কিং বলেছেন, তার শোকপ্রকাশের ভাষা নেই।

জিএইচ/এসজি(এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ