অ্যামেরিকার সঙ্গে আলোচনা করতে তার আপত্তি নেই, কিন্তু উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়ে দিলেন, তিনি সংঘাতের জন্যও তৈরি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার সেন্ট্রাল কমিটির বৈঠকে ভাষণ দিচ্ছিলেন কিম। সেখানেই তিনি অ্যামেরিকার সঙ্গে সম্পর্কের কৌশলগত দিক নিয়ে বলেন। তার বক্তব্য, নতুন মার্কিন প্রশাসন কী নীতি নিচ্ছে, তা মাথায় রাখতে হবে। কিম জানিয়ে দেন, অ্যামেরিকার সঙ্গে সংঘাতের জন্য উত্তর কোরিয়ার তৈরি থাকা উচিত এবং তারা তা আছেনও।
দ্রুত প্রতিক্রিয়ার জন্য তৈরি
কিম বলেছেন, উত্তর কোরিয়াকে আলোচনা এবং সংঘাত দুয়ের জন্যই তৈরি থাকতে হবে। বিশেষ করে সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ, দেশের মর্যাদা রক্ষা করতে হবে। তবে তারা শান্তিপূর্ণ পরিবেশের উপরই জোর দিচ্ছেন।
তার মতে, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। তাই ওই অঞ্চলে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। সে জন্য দরকার, পরিস্থিতি এলেই দ্রুত প্রতিক্রিয়া।
রাতে সামরিক কুচকাওয়াজ, উপস্থিত কিম জং উন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে ১০ অক্টোবর সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল রাজধানী পিয়ং ইয়ং এ৷ উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন৷
ছবি: Reuters/KCNA
ক্ষেপাণাস্ত্র প্রদর্শন
উত্তর কোরিয়া সাধারণত তাদের নতুন ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র প্রদর্শন করতেই কুচকাওয়াজের আয়োজন করে থাকে৷ এই কুচকাওয়াজে দূরপাল্লার নানারকম সমরাস্ত্র প্রদর্শন হয়৷
ছবি: Reuters/KCNA
সারি সারি সেনা
৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে প্যারেডে অংশ নেয় সেনারা৷
ছবি: Reuters/KCNA
কিম জং উন
কিম ইল সাং স্কয়ারে হাসি মুখে হাজির ছিলেন তিনি৷ সামরিক কর্মকর্তা পরিবেষ্টিত, ধূসর স্যুট ও টাই পরা উত্তরের এ শীর্ষ নেতা পরে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়েন এবং শিশুদের কাছ থেকে ফুল গ্রহণ করেন৷
ছবি: Reuters/KCNA
বিদেশি গণমাধ্যম অনুপস্থিত
অনুষ্ঠানে কোনো বিদেশি গণমাধ্যম বা বিদেশিদের অংশগ্রহণের অনুমতি ছিল না৷
ছবি: Reuters/KCNA
মাস্কহীন সবাই
অনুষ্ঠানে যাঁরা ছিলেন, তাঁদের কারও মুখে মাস্ক ছিল না৷
ছবি: Reuters/KCNA
উত্তর কোরিয়ার সামরিক কুচকাওয়াজ
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে ১০ অক্টোবর সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল৷ উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন৷
ছবি: Reuters/KCNA
বিশাল আকৃতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন
রাতে অনুষ্ঠিত বিরল এক সামরিক কুচকাওয়াজে বিশাল আকৃতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়া৷
ছবি: imago images/UPI Photo/KCNA
অন্যবারের তুলনায় জনসমাগম কম
অন্য সময় সামরিক কুচকাওয়াজে যত মানুষ উপস্থিত থাকেন, করোনার কারণেই হয়ত এবার সেই সংখ্যাও ছিল অনেক কম৷
ছবি: Reuters/KCNA
দুই বছরে প্রথম
গত দুই বছরে এটি দেশটির প্রথম সামরিক কুচকাওয়াজ৷
ছবি: Reuters/KCNA
দুই ঘণ্টার আয়োজন
দুই ঘণ্টাব্যাপী চলে এ আয়োজন৷ তবে কুচকাওয়াজের জন্য কেন এ সময় বেছে নেওয়া হয়েছে তা জানা যায়নি৷
ছবি: Reuters/KCNA
রাস্তায় সাধারণ মানুষ
পিয়ং ইয়ং এ রাতের আতশবাজি দেখতে পতাকা নিয়ে রাস্তায় হাজির হয়েছিলেন সাধারণ মানুষ৷
ছবি: Reuters/KCNA
সাধারণ মানুষ
কেবল সেনারাই না, সাধারণ মানুষও অংশ নিয়েছিল এই প্যারেডে৷ কিম ইল সাং স্কয়ারে কয়েকশ’ মানুষ এই আয়োজনে অংশ নেন৷
ছবি: Reuters/KCNA
গান স্যালুট
৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীকে গান স্যালুট দেয়া হয়৷
ছবি: Reuters/KCNA
13 ছবি1 | 13
বাইডেনের নীতি
দক্ষিণ কোরিয়ার অভিযোগ, বাইডেন একটা সামগ্রিক নীতি নিয়ে চলছেন। এটা ডেমোক্র্যাটদের বিশাল ভুল। তার উচিত, উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্প যে বিপদ ডেকে এনেছে, কূটনৈতিক পথে এবং কড়া হুমকি দিয়ে তার মোকাবিলা করা।
ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় কিমের সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন। কিন্তু বাইডেন জানিয়ে দিয়েছেন, তিনি কিমের সঙ্গে বৈঠকে বসতে উৎসাহী নন, যদি না আলোচনার শর্ত বদল হয়।