1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকায় অচলাবস্থার প্রভাব ইউরোপের বাজারে

৯ অক্টোবর ২০১৩

মার্কিন যুক্তরাষ্ট্রে বাজেট নিয়ে অচলাবস্থার কারণে ইউরোপের পুঁজিবাজারও বেশ আশঙ্কায় ভুগছে৷ তবে জার্মানি সহ ইউরো এলাকায় অর্থনৈতিক পরিস্থিতির সামান্য উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে৷ এর পরেও অবশ্য বিপদ এখনও পুরোপুরি কাটেনি৷

Symbolbild USA EU --- Die Flaggen der USA, der EU und der Bundesrepublik Deutschland (l-r) stehen am Freitag (05.06.2009) im Residenzschloss in Dresden vor Beginn der gemeinsamen Pressekonferenz von US-Präsident Barack Obama und Bundeskanzlerin Angela Merkel nebeneinander. Bei seinem zweiten Deutschland-Besuch will der Präsident nach Dresden noch das ehemalige Konzentrationslager Buchenwald in Thüringen und ein US-Krankenhaus im pfälzischen Landstuhl besuchen. Foto: Soeren Stache dpa/lsn +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

সপ্তাহের শুরুতে ইউরোপের পুঁজিবাজার এতটাই কাহিল হয়ে পড়েছিল, যেমনটা গত এক মাসে আর দেখা যায়নি৷ তবে এর মূল কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে বাজেট নিয়ে অচলাবস্থা, যার প্রভাব গোটা বিশ্বের বাজারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ দুই দলের বোঝাপড়ার ভিত্তিতে ১৭ই অক্টোবরের মধ্যে এই অচলাবস্থা না কাটলে অ্যামেরিকা কার্যত দেউলিয়া হয়ে পড়তে পারে৷ তাই বিপদ এখনো কাটেনি৷ ইউরোপের এয়ারবাস কোম্পানি জাপান থেকে বিশাল অর্ডার পাওয়ায় তাদের শেয়ারের মূল্য বেড়ে গেছে৷ ফলে ইউরোপের পুঁজিবাজার ধাক্কা কিছুটা সামলাতে পেরেছে৷

ইউরো এলাকার নিজস্ব পরিস্থিতির উন্নতি ধীরে হলেও অব্যাহত রয়েছে৷ এর একটা সিংহভাগই অবশ্য জার্মানির কারণে ঘটছে৷ জুলাই মাসের তুলনায় সে দেশের রপ্তানি প্রায় ১ শতাংশ বেড়েছে৷ নির্বাচনের পর নতুন সরকার গড়ার ক্ষেত্রে অবশ্য জার্মানিতে এখনো কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না৷ এমনকি এই প্রক্রিয়া আরও দীর্ঘ হতে পারে বলে অনুমান করা হচ্ছে৷ তবে নতুন কোনো বড়ো সিদ্ধান্ত নিতে না পারলেও বিদায়ী সরকার কাজ চালিয়ে যাচ্ছে৷ ফলে দৈনন্দিন জীবনযাত্রায় কোনো বিঘ্ন ঘটছে না৷ জার্মানির এই পরিস্থিতির কারণে ইউরোপীয় স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে৷

সংকটগ্রস্ত দেশগুলি থেকেও কিছু সুসংবাদ পাওয়া যাচ্ছে৷ এমনকি গ্রিসও আগামী বছর সামান্য হলেও প্রবৃদ্ধির পথে ফেরার আশা করছে৷ ফলে পরপর ছয় বছর ধরে অর্থনীতির সংকোচন বন্ধ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে৷ তবে নতুন করে গ্রিসের জন্য – বেলআউট-এর ব্যবস্থা করতে হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়৷ এদিকে আস্থা ভোটে জয়ের পর ইটালির প্রধানমন্ত্রী লেটাকে আবার অর্থনীতি সামলানোর কাজে মন দিতে হবে৷ তাঁর সরকার যে ব্যাপক সংস্কার ও ব্যয় সংকোচ নীতি গ্রহণ করেছে, তার সাফল্য ও ধারাবাহিকতার দিকে নজর রাখছে পুঁজিবাজার৷ স্পেনের ব্যাংকিং ক্ষেত্রও সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ