করোনা রুখতে ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে বেশ কিছুদিন হলো, এবার অ্যামেরিকায় চালু হতে পারে কোভিড ১৯ পিল।
বিজ্ঞাপন
অ্যামেরিকায় স্বাস্থ্য-কর্তারা এই পিল চালু করার অনুমতি দিতে পারেন। মার্কিন স্বাস্থ্য পরামর্শদাতাদের একটি প্যানেল গত বৃহস্পতিবার এই পিল চালুর পক্ষে মত দিয়েছেন। পিল চালুর পক্ষে ছিলেন ১৩ জন ও বিপক্ষে ১০ জন। যদি স্বাস্থ্য কর্তৃপক্ষ এই সুপারিশ মেনে নেয়, তাহলে অ্যামেরিকায় করোনা রুখতে পিলের ব্যবহার শুরু হয়ে যাবে। যুক্তরাজ্য ইতিমধ্যেই এই পিল ব্যবহারের অনুমতি দিয়েছে।
অ্যামেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(এফডিএ) এই বছরের মধ্যেই পিল ব্যবহারের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এফডিএ যা বলছে
এই পিল নেয়ার কিছু ঝুঁকি আছে। গর্ভবতীরা এই পিল নিলে শিশুর কিছু জন্মগত ত্রুটি হতে পারে। তবে এফডিএ-র প্যানেল মনে করছে, এই পিল চালু করার ক্ষেত্রে ঝুঁকির থেকে সুবিধা বেশি। প্যানেল তার সুপারিশ দেয়ার আগে বহু ঘণ্টা ধরে তর্কবিতর্ক করেছে, বিশেষজ্ঞরা আলোচনা করেছেন। তারপর তারা এই ওষুধ চালুর প্রস্তাব করেছেন। তবে তারা সতর্ক করে দিয়ে বলেছেন, এই পিল ব্যবহার করার আগে সতর্কতা নিতে হবে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেয়া প্রয়োজন। তাদের প্রেগনেন্সি পরীক্ষা করাটা জরুরি।
ড্রোনে করে করোনা রোগীদের বাসায় ওষুধ
01:26
প্যানেলের সুপারিশ হলো, যাদের মৃদু থেকে মাঝারি ধরনের করোনা হয়েছে এবং যারা শ্বাসকষ্ট, মোটা হয়ে যাওয়ার মতো রোগে ভুগছেন, সেই প্রাপ্তবয়স্করা এই ওষুধ নিতে পারবেন।
ওষুধ কীভাবে কাজ করে
এই ওষুধ ভাইরাসের জেনেটিক কোডে গিয়ে কাজ করে। এর থেকেই একটা আশঙ্কা দেখা দিয়েছে, এই ওষুধ নিলে ভাইরাস তার রূপবদল করবে এবং আরো মারাত্মক প্রজাতির ভাইরাস আসবে।
ওমিক্রনের প্রভাব
করোনার নতুন সংস্করণ ওমিক্রন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন দেশ৷ ইসরায়েলের পর জাপানও সোমবার বিদেশিদের সে দেশে ঢোকা নিষিদ্ধ করেছে৷
ছবি: Pavlo Gonchar/Zumapress/picture alliance
বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা
ওমিক্রন ঠেকাতে রোববার মাঝরাত থেকে ইসরায়েলে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হয়েছে৷ মঙ্গলবার থেকে একই সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে জাপান৷ দেশটিতে এখনও ওমিক্রনে আক্রান্ত কাউকে পাওয়া না গেলেও এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা৷ এজন্য সমালোচনা শুনতেও রাজি আছেন বলে জানান তিনি৷ কতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে তা অবশ্য জানাননি তিনি৷
ছবি: Koji Sasahara/AP/picture alliance
এখন পর্যন্ত যেসব দেশে পাওয়া গেছে
ওমিক্রন সংক্রমণের কথা প্রথম জানায় সাউথ আফ্রিকা৷ এরপর থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, ব্রিটেন, ক্যানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইটালি, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডে ওমিক্রন পাওয়া গেছে৷
ছবি: Pavlo Gonchar/Zumapress/picture alliance
পর্তুগালেও?
পর্তুগালের শীর্ষ ফুটবল লিগে খেলা ক্লাব বেলিনেজিস লিসাবনের ১৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন৷ সেগুলো ওমিক্রন সংস্করণের হতে পারে বলে সোমবার দেশটির স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে৷ তারা বলছে ক্লাবটির একজন খেলোয়াড় সম্প্রতি সাউথ আফ্রিকা সফর করেছেন৷
ছবি: Pavlo Gonchar/Zumapress/picture alliance
ঝুঁকি ‘অনেক বেশি’
ওমিক্রনে আক্রান্ত হয়ে এখনও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার ওমিক্রনের বৈশ্বিক ঝুঁকি ‘অনেক বেশি’ বলে জানিয়েছে৷ অবশ্য করোনার এই নতুন সংস্করণ ভবিষ্যতে ঠিক কতটা প্রভাব ফেলবে সে সম্পর্কে বিজ্ঞানীরা এখনও বেশি কিছু জানেন না বলেও মনে করছে ডাব্লিুএইচও৷ এর আগে ওমিক্রন সংস্করণকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছিল সংস্থাটি৷
ছবি: Denis Farrell/AP/picture alliance
মালয়েশিয়া-সিঙ্গাপুর সীমান্ত খুললো
করোনার কারণে দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর সোমবার থেকে মালয়েশিয়া-সিঙ্গাপুর সীমান্তের জোহর-সিঙ্গাপুর কজওয়ে ব্রিজ খুলে দেয়া হয়েছে৷ ওমিক্রনের কারণে সেটা আবারও শিগগিরই বন্ধ করতে হবে না, বলে আশা প্রকাশ করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়ান লং৷ ছবিতে ব্রিজ দিয়ে একটি বাস চলতে দেখা যাচ্ছে৷
ছবি: Johor Bahru/AP/picture alliance
অস্ট্রেলিয়ায় সীমান্ত খোলার পরিকল্পনা স্থগিত
বুধবার থেকে দক্ষ জনশক্তি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সীমান্ত খোলার পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া৷ কিন্তু ওমিক্রনের কারণে সোমবার সেই পরিকল্পনা দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন৷ অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত পাঁচজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন৷
ছবি: Mark Baker/AP/picture alliance
6 ছবি1 | 6
প্রস্তুতকারকদের দাবি, ওমিক্রন ভাইরাসের উপরেও এই ওষুধ সমানভাবে কার্যকর হবে। ফাইজারও একটি ওষুধ বের করেছে। তাদের দাবি, এই ওষুধের ক্ষতিকর দিক কম। এই ওষুধ নিলে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সম্ভাবনা ৮৯ শতাংশ কমে যাবে।
অ্যামেরিকা ওষুধপ্রস্তুতকারক কোম্পানি মার্কের সঙ্গে একটা চুক্তি করেছে। তারা ৭০০ ডলার দিয়ে করোনা পিলের প্রতিটি কোর্স কিনবে। মোট ৫০ লাখ কোর্স কেনা হবে। অ্যামেরিকা ফাইজার ভ্যাকসিন কেনে ২০ ডলার দিয়ে।