প্রবল তাপপ্রবাহ চলছে অ্যামেরিকায়। সিয়াটেল, পোর্টল্যান্ড কাবু। ক্যানাডায় রেকর্ড তাপমাত্রা।
বিজ্ঞাপন
অ্যামেরিকার প্যাসিফিক নর্থওয়েস্ট অঞ্চলে ভয়াবহ তাপপ্রবাহ। সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা সিয়াটেল, পোর্টল্যান্ড সহ একাধিক রাজ্যে। ওয়াশিংটনের একাংশেও প্রবল তাপপ্রবাহ চলছে। জায়গায় জায়গায় কুলিং সেন্টার তৈরি করেছে স্থানীয় প্রশাসন। গরম থেকে বাঁচতে সেখানে গিয়ে আশ্রয় নিতে পারেন সাধারণ মানুষ। তাপপ্রবাহ আগামী সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহের একটি ডোম তৈরি হয়েছে। যা প্রায় এক সপ্তাহ ধরে প্যাসিফিক নর্থওয়েস্ট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হবে। এর ফলেই তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করেছে। প্রায় সর্বত্রই তা ১০০ ডিগ্রি ফারেনহাইটের উপর উঠে গেছে। অ্যামেরিকার প্যাসিফিক নর্থওয়েস্ট অঞ্চল যার সঙ্গে পরিচিত নয়।
সাগর উত্তপ্ত হওয়ার যে বিপদ
জলবায়ু পরিবর্তনের ফলে দ্রুত উষ্ণ হচ্ছে বিশ্বের মহাসাগরগুলি৷ ধেয়ে আসছে নানান রকমের বিপদ৷
ছবি: Fotolia/st__iv
দক্ষিণ মেরুর অবস্থা
অ্যান্টার্কটিকার তাপমাত্রা বাড়তে বাড়তে অ্যামেরিকার গ্রীষ্মপ্রধান শহর লস এঞ্জেলেসের কাছাকাছি হয়েছে ফেব্রুয়ারি মাসে৷ উত্তর অ্যান্টার্কটিকার আর্জেন্টিনিয়ান গবেষণা স্থল এসপেরেনজা বেসের তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস৷ অ্যান্টার্কটিকায় গবেষকরা তাপমাত্রা মাপা শুরু করার পর থেকে আজ পর্যন্ত এটিই সবচেয়ে বেশি তাপমাত্রা৷ নাসা বলছে, তাপমাত্রা বাড়ার ফলে বরফ গলে পুকুর সৃষ্টি হয়েছে৷
ছবি: Earth Observatory/ NASA
বাড়বে ঘূর্ণিঝড়
মহাসাগরগুলি গরম হবার ফলে অতলান্ত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর সংলগ্ন অঞ্চলে ঘূর্ণিঝড় বাড়বে বলে নাসা জানাচ্ছে৷
ছবি: AFP/Rammb/Noaa/Ho
সমুদ্রস্তরে যে বদল
উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে বরফ গলার কারণে বাড়ছে সমুদ্র স্তরের উচ্চতা৷ সমুদ্রতটবর্তী অঞ্চলে যেসব মানুষের বসবাস, বিপদগ্রস্ত হচ্ছে তাদের জীবন৷ শুধু তাই নয়, পৃথিবীর সার্বিক তাপমাত্রা বাড়ার ফলে এমন সব জায়গায় ঝড়ের প্রবণতা বাড়ছে, যা আগে হয়তো সেভাবে ক্ষতিগ্রস্ত হতো না৷
চরম আবহাওয়ার ফলে শুধু সমুদ্রস্তরই বাড়ছে না, কিছু কিছু অঞ্চলে বাড়ছে শুষ্কতাও৷ নাসা জানাচ্ছে, খরা বাড়ার ফলে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় ধরে চলবে দাবানল৷
ছবি: Reuters/AAP Image/D.
ইকোসিস্টেমের ওপর চাপ
সাগর উষ্ণ হলে সেখানে বাস করা প্রাণীদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসে৷ মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর জলের তাপমাত্রা বাড়ার ফলে নিজেদের বাসস্থান বদলাতে বাধ্য হচ্ছে৷
ছবি: by-nc-sa/Joachim S. Müller
পানিতে অ্যাসিড
তাপমাত্রা বাড়ার ফলে জলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ে৷ এর ফলে, অ্যাসিডে ভরতে থাকে সাগর৷ এই বাড়ন্ত অ্যাসিডের জন্য মারা যাচ্ছে বেশ কিছু দুর্লভ প্রাণী, নানা প্রজাতির শ্যাওলা৷
কমছে অক্সিজেনের মাত্রা
জল গরম হলে সেখানকার অক্সিজেনের মাত্রা কমতে থাকে৷ উষ্ণায়নের ফলে বাড়ন্ত তাপমাত্রা বিশ্বজুড়ে সাগর, নদী ও হ্রদকে করে তুলছে বিষাক্ত, অ্যাসিডযুক্ত৷ সাথে অক্সিজেনের মাত্রা কমায় প্রাণীরা নিঃশ্বাস নেবার জন্য পর্যাপ্ত অক্সিজেন পায় না৷
ছবি: picture-alliance/dpa/C. Schmidt
বিষাক্ত শ্যাওলার ছড়াছড়ি
গরম, অক্সিজেনহীন জলে বিষাক্ত শ্যাওলা জন্ম নেয়৷ এর আগে চিলির উপকূলে লাল রঙের বিষাক্ত শ্যাওলা বাড়ার ফলে হাজার হাজার মাছ মারা যায়৷ এমন জিনিস ভবিষ্যতে অন্যান্য জায়গাতেও দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন নাসার বিজ্ঞানীরা৷
ছবি: picture-alliance/AP Photo/F. Marquez
বদলাচ্ছে ঢেউয়ের গতি
জলের তাপমাত্রা বদলের ফলে বদলে যায় ঢেউয়ের চলন পথ৷ এর ফলে কিছু কিছু প্রাণী সাগর থেকে অন্যত্র গিয়ে পড়ছে৷ একদিকে কিছু কিছু অঞ্চল আগের থেকে বেশি ঠান্ডা হচ্ছে, আরেকদিকে অন্যান্য অঞ্চলে তাপমাত্রার পারদ ভাঙছে সমস্ত রেকর্ড৷ বৈশ্বিক উষ্ণায়নের ফলে এমন ব্যাপক বদল পৃথিবীর প্রাণীবৈচিত্র্য বদলে দিচ্ছে৷ বিপদের সম্মুখীন অসংখ্য প্রাণীদের জীবন৷
ছবি: NGDC
9 ছবি1 | 9
মার্কিন প্রশাসনের বক্তব্য, এই অঞ্চলে গরমের সময় আরামদায়ক তাপমাত্রা থাকে। অধিকাংশ মানুষের বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র নেই। বেশির ভাগ বাড়িতে পাখাও নেই। ফলে তাপপ্রবাহ শুরু হওয়ার পরে মানুষ অসুস্থ হয়ে পড়তে শুরু করেছেন। সকলকে কুলিং সেন্টারে যেতে বলা হচ্ছে। প্রচুর জল খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। সপ্তাহান্তে তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
পোর্টল্যান্ডে একবার ১৯৬৫ সালে এবং একবার ১৯৮১ সালে তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেছিল। দুবারই ১০১ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি পৌঁছেছিল পারদ। এবার তা ১০৭ ডিগ্রিতে পৌঁছে গেছে। যা সর্বকালের রেকর্ড। সিয়াটেলের তাপমাত্রাও ১০১ ডিগ্রিতে পৌঁছে গেছে।
তাপপ্রবাহ চলছে ক্যানাডাতেও। ব্রিটিশ কলম্বিয়ার কাছে লিটনে প্রবল গরম পড়েছে। তাপমাত্রা পৌঁছে গেছে ১১৫ ডিগ্রি ফারেনহাইটে। ক্যানাডায় এটাই এখনো পর্যন্ত রেকর্ড তাপমাত্রা। এর আগে সেখানে এত গরম কখনো পড়েনি।
অ্যামেরিকার শহরগুলি জানিয়েছে, গরমের জন্য গণপরিবহনে সমস্যা হতে পারে। জরুরি পরিষেবাতেও বিঘ্ন ঘটতে পারে। তবে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ লাইন জমিয়েছেন ইলেকট্রিকের দোকানের বাইরে। পাখা এবং এয়ার কন্ডিশনার শেষ গেছে দোকানগুলিতে। বহু মানুষ সরকারের তৈরি কুলিং স্টেশনে গিয়েও বসে আছেন।