1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকায় নির্বাচনের ১০০ দিন আগে মরিয়া ট্রাম্প

২৭ জুলাই ২০২০

জনমত সমীক্ষা অনুযায়ী পায়ের তলায় মাটি হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ ৩রা নভেম্বরের নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় তিনি নিজের প্রচার অভিযানকে আরও চাঙ্গা করার চেষ্টা শুরু করলেন৷

USA Präsident Trump
ছবি: Reuters/L. Millis

আর ঠিক ১০০ দিন বাকি৷ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প কি আবার জয়লাভ করতে পারবেন? নাকি হোয়াইট হাউসে তাঁর দ্বিতীয় ইনিংস হাতছাড়া হয়ে যাবে? করোনা সংকট ও অর্থনীতির উপর সেই সংকটের মারাত্মক প্রভাবের মাঝে কার্যত সব জনমত সমীক্ষায় ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের থেকে বেশ পিছিয়ে রয়েছেন৷ তবে ভোটারদের মতিগতি বুঝতে এমন সমীক্ষা যে নির্ভরযোগ্য নয়, চার বছর আগের নির্বাচনে তা আবার স্পষ্ট হয়ে গিয়েছিল৷ ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিন্টন আপাতদৃষ্টিতে এগিয়ে থেকেও নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যান৷

রবিবার ট্রাম্প ভোটারদের মন জয় করতে প্রচার শুরু করেন৷ তাঁর মতে, ‘নীরব সংখ্যাগরিষ্ঠ' ভোটাররাই তাঁকে ক্ষমতায় ফিরিয়ে আনবেন৷ জনমত সমীক্ষায় খারাপ ফলাফল সত্ত্বেও দমে যাবার পাত্র নন ট্রাম্প৷ এক টুইট বার্তায় তিনি দাবি করেন যে অনেকের মতে তাঁর প্রচারে যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, তা অ্যামেরিকার ইতিহাসে অনেক প্রচার অভিযানের সময়ে দেখা যায় নি৷ এমনকি তাঁর মতে, ২০১৬ সালে তাঁর নিজের প্রচারকেও ম্লান করে দিচ্ছে ২০২০ সালের অভিযান৷

এতকাল প্রতিপক্ষ বাইডেনের ভাবমূর্তি খর্ব করতে যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন না, এমন অভিযোগ খণ্ডন করতে ট্রাম্প রবিবার তীব্র ভাষায় সেই ঘাটতি পুষিয়ে দেবার চেষ্টা করেন৷ তিনি বলেন, ‘‘বাইডেনের প্রচারে কোনো উৎসাহ-উদ্দীপনা নেই৷ ‘নীরব সংখ্যাগরিষ্ঠ' ভোটাররা ৩রা নভেম্বর কথা বলবেন৷ ভুয়া সমীক্ষা ও ভুয়া খবর ব়্যাডিকাল বাম শক্তিকে বাঁচাতে পারবে না৷''

বাইডেনও হাত গুটিয়ে বসে নেই৷ করোনা সংকটের কারণে জনসমক্ষে তেমন উপস্থিত থাকতে না পারলেও তিনি নেপথ্যে যথেষ্ট সক্রিয় রয়েছেন৷ বাইডেনের দাবি, তিনি ‘অ্যামেরিকার আত্মা'-র জন্য লড়াই করছেন৷ তিনি ভোটারদের উদ্দেশ্যে ট্রাম্পের ক্ষমতা একটি কার্যকালেই সীমিত রাখার ডাক দিয়েছেন৷ বাইডেন এক টুইট বার্তায় লেখেন, ‘‘আর ১০০ দিন পর আমাদের দেশকে নতুন পথে চালিত করার সুযোগ আসছে৷ যে পথে আমরা আমাদের উচ্চতম আদর্শ পূরণ করতে পারি এবং সব মানুষ সাফল্যের ন্যায্য সুযোগ পায়৷''

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের চরিত্র করোনা সংকটের কারণে আমূল বদলে গেছে৷ ভিড়ে ঠাসা জনসভার ঝুঁকি এড়াতে বাইডেন শুরু থেকেই ডিজিটাল মাধ্যমকে বেশি গুরুত্ব দিচ্ছেন৷ ট্রাম্প করোনা ভাইরাসের পরোয়া না করে বেশ কয়েকটি জনসভা আয়োজন করলেও বর্তমানে পিছিয়ে এসেছেন৷ সংক্রমণ ছড়ানো থেকে শুরু করে যথেষ্ট ভিড় না হওয়ায় জনসভাগুলিকে ঘিরে অনেক বিতর্ক হয়েছে৷ আতঙ্কিত হয়ে ট্রাম্প নিজের প্রচার অভিযানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে সরিয়ে দেন৷ ডাকযোগে ব্যালট সম্পর্কে তাঁর সংশয় ও বার বার সতর্কবার্তার ফলেও ট্রাম্পের মনে আতঙ্ক ফুটিয়ে তুলছে বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন৷ তার উপর যে সব রাজ্যে তিনি ২০১৬ সালে জয়লাভ করেছিলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে তিনি পিছিয়ে পড়েছেন৷ তাই মরিয়া হয়ে ডিজিটাল প্রচারে মনোযোগ দিচ্ছেন ট্রাম্প৷

এসবি/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ