ক্যালিফোরনিয়ায় এই ঘটনা ঘটেছে। এখনো উদ্ধারকাজ চলছে।
বিজ্ঞাপন
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ডিঙি নৌকা নিয়ে মেক্সিকো থেকে অ্যামেরিকায় ঢোকার চেষ্টা করছিলেন অভিবাসনপ্রত্যাশীরা। তখনই এই ঘটনা ঘটে। প্রবল কুয়াশায় পথ হারিয়ে ফেলে নৌকা। তারপর তা উল্টে যায়।
স্যান দিয়েগোর থেকে বেশ খানিকটা দূরে এই ঘটনা ঘটে। উদ্ধারকারীদের বক্তব্য, শনিবার তাদের কাছে একটি কল আসে। স্প্যানিশ ভাষায় নৌকাডুবির কথা বলা হয়। অজ্ঞাত পরিচয় নারী জানিয়েছেন, দুইটি নৌকা একসঙ্গে আসছিল। কুয়াশায় একটি পথ হারায়। পরে উল্টে যায়। নৌকায় ৮-১০ জন ছিল বলে তার দাবি।
যুক্তরাষ্ট্রে যেতে আঁধার রাতে নদী পাড়ি
রাতের আধারে রিও গ্রান্ডে নদী পার হয়ে অনেক অভিবাসী মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন৷ রয়টার্সের আলোকচিত্রি আদ্রিস লতিফ ক্যামেরাবন্দি করেছেন সেখানকার পরিস্থিতি৷
ছবি: Adrees Latif/REUTERS
ভেলায় করে রিও গ্রান্ডে পার হচ্ছেন অভিবাসীরা
কেন্দ্রীয় এবং দক্ষিণ অ্যামেরিকা থেকে আসা অভিবাসীদের ভেলায় ভাসিয়ে মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছেন মানবপাচারকারীরা৷ এভাবে রিও গ্রান্ডে নদী পার হয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় টেক্সাসে৷
ছবি: Adrees Latif/REUTERS
মা-ছেলে দুজনই অপ্রাপ্তবয়স্ক
হন্ডুরাসের ১৭ বছর বয়সি অভিভাবকহীন এঞ্জির সঙ্গে রয়েছে তার তিন বছর বয়সি ছেলে জেরাডো৷ চাঁদের আলোতে তারা অভিবাসীদের চলার পথ ধরে এগিয়ে চলেছে টেক্সাসের দিকে৷ সামনে কৃষ্ণকালো বন দেখে মায়ের কাঁধে বসা জেরাডো কিছুক্ষণ পরপরই বলছিল, ‘‘আমার ভয় করছে, এঞ্জি৷’’
ছবি: Adrees Latif/REUTERS
পথ দেখাচ্ছে ন্যাশনাল গার্ড
কেন্দ্রীয় এবং দক্ষিণ আমেরিকা থেকে আসা একদল আশ্রয়প্রার্থীকে পথ দেখিয়ে এগিয়ে নেয়ার জন্য প্রস্তুত হচ্ছেন টেক্সাস আর্মি ন্যাশনাল গার্ডের এক সদস্য৷
ছবি: Adrees Latif/REUTERS
অভিভাবকহীন শিশু অনেক
রিও গ্রান্ডে পার হয়ে টেক্সাসে প্রবেশ করা একদল অভিবাসীর সঙ্গে অভিভাবকহীন মেয়ে শিশুকে দেখা যাচ্ছে৷ এরকম অনেক শিশু আশ্রয়প্রার্থী হিসেবে টেক্সাসে প্রবেশ করছে৷
ছবি: Adrees Latif/REUTERS
সীমান্তরক্ষীর কাছে ধরা
মেক্সিকো থেকে রিও গ্রান্ডি নদী পার হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পৌঁছানো একদল আশ্রয়প্রার্থীর দিকে লাইট ধরেছেন এক সীমান্তরক্ষী৷
ছবি: Adrees Latif/REUTERS
চন্দ্রগ্রহণের মাঝেই চলাচল
চন্দ্রগ্রহণের মাঝেই মেক্সিকো থেকে টেক্সাসে প্রবেশ করা একদল শিশু আশ্রয়প্রার্থীকে মোবাইল ব্যবহার করতে দেখা যাচ্ছে৷
ছবি: Adrees Latif/REUTERS
শিশুদের পাশে ন্যাশনাল গার্ড
এল সালভাদোরের তিন বছর বয়সি আশ্রয়প্রার্থী ড্যানেয়েলাকে বহন করতে সহায়তা করছেন টেক্সাস আর্মি ন্যাশনাল গার্ডের এক সদস্য৷
ছবি: Adrees Latif/REUTERS
অভিভাবকহীন ডেরি
হন্ডুরাস থেকে আসা ১৬ বছর বয়সি ডেরির সঙ্গে কোনো অভিভাবক নেই৷ রিও গ্রান্ডে নদী পার হয়ে টেক্সাসে প্রবেশের পর অন্যত্র যাওয়ার অপেক্ষায় আছেন তিনি৷
ছবি: Adrees Latif/REUTERS
আশ্রয়প্রার্থীদের অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে
রিও গ্রান্ডে নদী পাড়ি দিয়ে মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে প্রবেশ করা একদল আশ্রয়প্রার্থীকে বাসে করে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে৷
ছবি: Adrees Latif/REUTERS
9 ছবি1 | 9
এরপরেই মার্কিন উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু কুয়াশার জন্য উদ্ধারকাজ ব্যহত হয়। তারা জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, সমুদ্রে আটটি দেহ ভাসছে। ডিঙি উল্টে আছে। বেআইনিভাবে ডিঙিটি অ্যামেরিকায় ঢুকছিল। অন্য ডিঙির যাত্রীদের কোনো খোঁজ মেলেনি। এদিকে রোববারের পর সোমবারও উদ্ধারকাজ চলবে। সোমবার হেলিকপ্টার ব্যবহার করা হতে পারে।