অ্যামেরিকায় আবার শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যু। আবার প্রবল বিক্ষোভ।
বিজ্ঞাপন
বুধবার মিশিগানে পুলিশ একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, পুলিশ প্যাট্রিক নামে এক কৃষ্ণাঙ্গের মাথায় গুলি করছে। সেই পুলিশ অফিসার শ্বেতাঙ্গ। তার নাম প্রকাশ করা হয়নি।
গত ৪ এপ্রিল এই ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ অফিসার প্যাট্রিকের উপর চেপে বসে আছেন। দুই জনের ধ্বস্তাধস্তি হচ্ছে। তারপর পুলিশ অফিসার ২৬ বছর বয়সি প্যাট্রিকের মাথায় গুলি চালায়। তিনি মারা যান।
এরই প্রতিবাদে প্রচুর মানুষ রাস্তায় নামেন। আবার শোনা যায় সেই ধ্বনি, 'ব্ল্যাক লাইভস ম্যাটার'। পুলিশ বিভাগের বাইরে তারা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, ওই শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
কী হয়েছিল
প্যাট্রিক গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তখন পুলিশ তাকে থামায়। পুলিশের দাবি, প্যাট্রিকের গাড়ির লাইসেন্স প্লেটে গোলমাল ছিল। ওই লাইসেন্স প্লেট ওই গাড়ির নয়।
জর্জ ফ্লয়েড হত্যা: শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা দোষী
২০২০ সালে মিনেয়াপোলিসে আফ্রো-অ্যামেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শওভিন৷ কয়েক দশক জেল খাটতে হতে পারে তাকে৷
ছবি: via REUTERS
দোষী সাব্যস্ত
মিনেয়াপোলিসের রাস্তায় ২০২০ সালের ২৫ শে মে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শওভিনকে দোষী সাব্যস্ত করেছে মার্কিন আদালত৷
ছবি: via REUTERS
হাঁটু গেড়ে বসা
এক ভিডিওতে দেখা গিয়েছিল জর্জ ফ্লয়েডকে গ্রেফতারের সময় তার গলার উপর নয় মিনিটেরও বেশি সময় ধরে হাঁটু গেড়ে বসেছিলেন ডেরেক শওভিন৷
ছবি: Imago Images/AFLO/K. Hiromi
তিনটি অভিযোগ
শওভিনকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়: সেকেন্ড ডিগ্রি মার্ডার, থার্ড ডিগ্রি মার্ডার এবং নরহত্যা৷ রায়ে পৌঁছাতে ১২ সদস্যের বিচারকের প্যানেল পুরো একদিন সময় নেন৷ এর আগে তিন সপ্তাহ ধরে চলে বিচারকাজ৷
ছবি: REUTERS
৪০ বছরের কারাদণ্ড
ডেরেকের শাস্তি এখনো ঘোষণা হয়নি৷ তবে তার কয়েক দশকের জেল হতে পারে৷ শাস্তি ঘোষণার আগ পর্যন্ত পুলিশ হেফাজতে থাকতে হবে তাকে৷ ফ্লয়েডকে হত্যার সময় উপস্থিত বাকি তিন পুলিশ কর্মকর্তার বিচার শুরু হবে আগস্টে৷
ছবি: Jim Mone/AP/picture alliance
রায়ে উচ্ছ্বাস
রায় ঘোষণার পর আদালতের বাইরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়৷ ফ্লয়েডের পরিবারের আইনজীবী এই রায়কে যুক্তরাষ্ট্রের ইতিহাসে মোড় ঘুরিয়ে দেয়ার মত একটি ঘটনা বলে উল্লেখ করেছেন৷
ছবি: Adrees Latif/REUTERS
অবশেষে ন্যায়বিচার
রায় ঘোষণার পরই ফ্লয়েড পরিবারকে টেলিফোন করেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস৷ বাইডেন বলেন, ‘‘জানি, এই রায়ে আপনাদের পরিবারের তেমন কোন লাভ হয়ত হলো না, কিন্তু কিছুটা ন্যায়বিচার অন্তত হলো৷’’ টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন বলেন, ‘‘পদ্ধতিগত বর্ণবাদ পুরো জাতির আত্মার উপর একটি কলঙ্ক৷’’
ছবি: Andrew Harnik/Getty Images
জর্জ ফ্লয়েড নামে বিল
কমলা হ্যারিস এরইমধ্যে আইন প্রণেতাদের জর্জ ফ্লয়েড নামে একটি বিল পাসের নির্দেশ দিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের পুলিশ ব্যবস্থায় সংস্কার আনবে৷
ছবি: Senate Television/AP Photo/picture alliance
বারাক ওবামার বিবৃতি
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই রায়কে স্বাগত জানিয়েছেন৷ এক বিবৃতিতে তিনি বলেন, বর্ণবাদ রুখতে এবং আনতে আরো অনেক কাজ করতে হবে৷ এখানে অনেক মানুষ আছেন, যারা প্রতিদিন আইনশৃঙ্খলাবাহিনীর হাতে প্রাণ হারানোর ভয়ে থাকেন৷
ছবি: Reuters/S. Sibeko
এমন রায় খুব কম
এর আগে খুব কম সংখ্যক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নরহত্যার অভিযোগ এসেছে এবং এদের মধ্যে অল্প কয়কেজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে৷
ছবি: Adrees Latif/REUTERS
ব্ল্যাক লাইভস ম্যাটার
জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং বর্ণবাদী বিক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠেছিল৷ বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছিলো পুরো বিশ্বে৷
ছবি: Niall Carson/PA Wire/dpa/picture alliance
10 ছবি1 | 10
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্যাট্রিক দৌড়ে পালাতে যাচ্ছিলেন। তারপর দেখা যায় তিনি রাস্তায় পড়ে যান। পুলিশ অফিসার তার উপর চেপে বসেন। দুজনের মারামারি শুরু হয়।
পুলিশ প্রধান এরিক উইনস্টর্ম বলেছেন, খুবই বেদনাদায়ক ঘটনা ঘটেছে। পুলিশ বিভাগ স্বচ্ছ্বতা বজায় রাখতেই পুরো ভিডিওটি প্রকাশ করেছে।
প্যাট্রিক আসলে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর মানুষ। এরিক জানিয়েছেন, প্যাট্রিক সপরিবারে দেশ ছেড়ে অ্যামেরিকায় পালিয়ে এসেছিলেন। কারণ, সে দেশের সহিংস পরিস্থিতিতে থাকতে চাননি তিনি। তার সামনে গোটা জীবন পড়ে ছিল।
পুলিশি সহিংসতা
যে পুলিশ অফিসার গুলি চালিয়েছেন, তিনি সাত বছর ধরে পুলিশ বিভাগে কাজ করছেন। তাকে সবেতন ছুটিতে পাঠানো হয়েছে।
আইনজীবী বেন ক্রাম্প বলেছেন, ''ভিডিও থেকে একটি বিষয় স্পষ্ট, প্যাট্রিককে গুলি করে মারার প্রয়োজন ছিল না। কারণ, প্যাট্রিকের কাছে কোনো অস্ত্র ছিল না। সে ভয় পেয়ে গেছিল। এখানে পুলিশের সহিংসতাই প্রকাশ পাচ্ছে। ক্রাম্পও দাবি করেছেন, ওই অফিসারকে বরখাস্ত করতে হবে এবং শাস্তি দিতে হবে।''
গত কয়েক বছরে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশের সহিংসতা বেড়েছে। বিশেষ করে ২০২০ সালে জর্জ ফ্লয়েডের ঘটনার পর থেকে এই ধরনের সহিংসতার বহু নিদর্শন সামনে এসেছে। প্রবল প্রতিবাদও হয়েছে। কিন্তু তাও এই সহিংসতা থামছে না।