1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকায় শব্দের চেয়েও দ্রুত মিসাইলের পরীক্ষা

২৮ সেপ্টেম্বর ২০২১

রাশিয়াকে টক্কর দিতে তৈরি অ্যামেরিকা। কিছুদিন আগে রাশিয়া এই ধরনের মিসাইলের পরীক্ষা করেছিল।

মিসাইল
ছবি: Raytheon Missiles & Defense/Handout/Reuters

শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত পথ পাড়ি দিতে পারে অ্যামেরিকার নতুন মিসাইল। পরিভাষায় যাকে বলা হয় মাক পাঁচ। সোমবার পেন্টাগন বিবৃতি দিয়ে নতুন মিসাইলের কথা জানিয়েছে। মাসখানেক আগে রাশিয়া একই ধরনের হাইপারসনিক মিসাইলের পরীক্ষা করেছিল। তারপরেই অ্যামেরিকা এই পরীক্ষার তথ্য সামনে আনলো। পেন্টাগন জানিয়েছে, দিনকয়েক আগে নতুন মিসাইলের সফল পরীক্ষা হয়েছে।

কাদের তৈরি

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই মিসাইলের প্রজেক্টের নাম 'হাইপারসনিক এয়ার-ব্রিদিং ওয়েপন কনসেপ্ট'। সামরিক অস্ত্র তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা রেথিওন টেকনোলজিস অ্যান্ড নরথপ গ্রুম্যান এই মিসাইলটি তৈরি করেছে। সফল পরীক্ষার পর মার্কিন সামরিক বাহিনীর কাছে এর প্রযুক্তিগত তথ্য দেওয়া হবে। সামরিক বাহিনী এরপর মিসাইলটি তৈরির দায়িত্ব দেবে সরকারি সংস্থাকে।

মিসাইলের প্রযুক্তি

প্রস্তুতকারক সংস্থাটি জানিয়েছে, মিনিটে ষাট মাইল বা একশো কিলোমিটার পাড়ি দিতে পারে এই মিসাইলটি। সেকেন্ডে এক মাইল। শব্দের গতিবেগ থেকে যা পাঁচ গুণ বেশি।

পরীক্ষার সময় একটি যুদ্ধবিমানের উইং থেকে মিসাইলটি নিক্ষেপ করা হয়। এর এক সেকেন্ডের মধ্যে একটি রকেট বুস্টারের মাধ্যমে মিসাইলটির গতিবেগ অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। এর ফলে মাক ওয়ান গতি পায় মিসাইলটি। এর এক সেকেন্ডের মধ্যে মিসাইলটির মধ্যে লাগানো আরেকটি ইঞ্জিন চালু করে দেওয়া হয়। যা গতিবেগ শব্দের পাঁচ গুণে পৌঁছে দেয় মিসাইলের গতিবেগ।

রাশিয়াকে টক্কর

কিছুদিন আগেই রাশিয়া হাইপারসনিক মিসাইলের পরীক্ষা করেছিল। রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল, জাহাজ থেকে ওই মিসাইল ছোড়া হয়েছিল। ভ্লাদিমির পুটিন বলেছিলেন, মিসাইলের গতিবেগ এতটাই যে, তা চোখে দেখা যায় না। ওই মিসাইলের মাধ্যমে রাশিয়া অতি আধুনিক যুদ্ধাস্ত্রের সম্ভার তৈরি করতে শুরু করল বলে জানিয়েছিলেন দেশের প্রেসিডেন্ট। তারপরেই অ্যামেরিকার এই পরীক্ষা কূটনৈতিক উত্তর বলে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এসজি/জিএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ