1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

অ্যামেরিকায় স্কুলের অনুষ্ঠানে গুলি, মৃত দুই

৭ জুন ২০২৩

অ্য়ামেরিকায় আবার গুলি চললো। এবার ভার্জিনিয়ায় একটি স্কুলের অনুষ্ঠানে। সাতজনের গুলি লেগেছে। মারা গেছেন দুই জন।

এখানেই গুলি চলার ঘটনা ঘটে।
এখানেই গুলি চলার ঘটনা ঘটে। ছবি: The Virginian-Pilot/abaca/picture alliance

ভার্জিনিয়ার রিচমন্ডে কমনওয়েলথ ইউনিভার্সিটির এটরিয়া থিয়েটারে একটি হাইস্কুলের অনুষ্ঠান ছিল। সেখানে গ্র্যাজুয়েশন গাউন গায়ে উপস্থিত ছিলেন পড়ুয়ারা। অনুষ্ঠান শেষ হওয়ার পর ছাত্রছাত্রী ও পরিবারের মানুষ হল থেকে বেরোচ্ছিলেন। তখনই গুলি চলে।

১৮ বছর বয়সি এক ছাত্র ও তার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে তাদের নাম জানায়নি পুলিশ।

পুলিশ ১৯ বছর বয়সি এক অভিযুক্তকে ধরেছে। রিচমন্ডের পুলিশ প্রধান বলেছেন, অভিযুক্ত অন্তত একজন নিহতকে চিনত।

রিচমন্ড পাবলিক স্কুলের সুপার জেসন কামরাস বলেছেন, ''এই দিনটি ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে আনন্দের দিন। সেদিন তারা ডিপ্লোমা পায়। আনন্দ করে বাড়ি ফেরে। সেই দিনেই এই ঘটনা ঘটলো।'' তিনি বলেছেন, ''আর কিছু বলার অবস্থায় আমি নেই। শুধু এই আবেদন করব, এই গুলির ঘটনা এবার বন্ধ হোক। আমাদের বাচ্চারা যেন এভাবে মারা না যায়।''

পুলিশ প্রধান জানিয়েছেন, ''ঘটনাস্থলে প্রচুর পুলিশ নিয়োগ করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। বাকিদের জীবনের কোনো ঝুঁকি নেই।''

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ