ভোটগণনা শুরুর এক সপ্তাহ পর খবরটা এলো। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২১৮টি আসন পেয়েছে রিপাবলিকানরা। ডেমোক্র্যাটরা পেয়েছে ২১১টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টা আসনই দরকার ছিল।
এবার হাউসের স্পিকারের পদটি পাবে রিপাবলিকানরা। ন্যান্সি পেলোসি আর স্পিকার থাকতে পারবেন না। ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান গভর্নর কেভিন ম্যাকার্থি এই দৌড়ে এগিয়ে। ম্যাকার্থি বলেছেন, রিপাবলিকানরা হাউসে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জেনে তিনি খুবই খুশি। অ্যামেরিকানরা নতুন দিশায় যেতে চাইছেন। হাউসে রিপাবলিকানরা তার জন্য তৈরি।
বাইডেনের অভিনন্দন
বাইডেন বলেছেন, মধ্যবর্তী নির্বাচন দেখিয়ে দিয়েছে অ্যামেরিকার গণতন্ত্রের শক্তি কতখানি। এই ফল রাজনৈতিক সহিংসতা ও ভয় দেখানোর রাজনীতিকে খারিজ করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের যেসব দিকে নজর সবার
গত কয়েকমাসে প্রতিনিধি বাছাই, নির্বাচনি প্রচারণা এবং তহবিল সংগ্রহের নানা উদ্যোগ দেখা গেছে মার্কিন মুল্লুকে৷ এবার মধ্যবর্তী নির্বাচন ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য ঠিক করে দেবে৷ নির্বাচনে গুরুত্ব পাচ্ছে নানা কিছু৷ চলুন দেখি৷
ছবি: picture-alliance/J. Schwenkenbecher
মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
২০২২ সালের মধ্যবর্তী নির্বাচন মূলত অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার৷ এই নির্বাচনে রিপাবলিকানরা ব্যাপক সমর্থন পাওয়ার আশা করছেন৷ অন্যদিকে, কংগ্রেসে সামান্য ব্যবধানে এগিয়ে থাকা ডেমোক্রেটরা নিজেদের অবস্থান ধরে রাখা নিয়ে কিছুটা উদ্বিগ্ন মনে হচ্ছে৷ অর্থনীতির দুরবস্থা, অপরাধ, প্রেসিডেন্টের কারিশমা, গর্ভপাত আইনের মতো বিষয়াদি এই নির্বাচনে ভূমিকা রাখতে পারে৷
ছবি: Brandon Bell/REUTERS
লালদের জনপ্রিয়তা কি বাড়ছে?
মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে সমর্থন বাড়বে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ কিন্তু সেটার বিস্তৃতি কতটা হবে তা এক্ষুণি বলা মুশকিল৷ মুদ্রাস্ফীতি এবং রাজনৈতিক বিভাজন বাড়ায় ভোটারদের মধ্যে দেশের ভবিষ্যত নিয়ে হতাশা কাজ করছে৷ আর ইতিহাস বলছে ভোটাররা সাধারণত ক্ষমতাসীনদের উপরেই তাদের হতাশার দায় চাপায়৷
ছবি: Eva Marie Uzcategui/AFP/Getty Images
ডেমোক্রেটদের আশা গর্ভপাত আইন
ডেমোক্রেটরা আশা করেছিলেন যে গর্ভপাতের অধিকার বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীনদের জনপ্রিয়তা হারানোর ঐতিহাসিক ধারায় বিঘ্ন ঘটাবে বা ক্ষতি কমাবে৷ কিন্তু নির্বাচনের দিন যত ঘনিয়েছে দলটির নেতাদের মধ্যে এই আশা ততটাই কমেছে বলে মনে হয়েছে৷ রিপাবলিকান দলে গর্ভপাতবিরোধী যারা আছেন তাদের ভোট কমতে পারে৷
ছবি: Getty Images/E. Nouvelage
কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে রিপাবলিকানরা
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হতে পারে৷ এজন্য দলটির আরো পাঁচটি আসন প্রয়োজন৷ হয়ত এরচেয়ে বেশি আসনও পেয়ে যেতে পারে দলটি৷ আর এই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ডেমোক্রেটদের কিছু এলাকায় বেশ অর্থ বিনিয়োগ করেছেন রিপাবলিকানরা৷
ছবি: Mandel Ngan/AFP
সিনেট জয় আরো সহজ
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্রেটদের অবস্থা আরো নাজুক৷ রিপাবলিকানরা আরেকটি আসন পেলেই উচ্চকক্ষ নিয়ন্ত্রণ করতে পারবে৷
ছবি: picture-alliance/dpa/J. Schwenkenbecher
ল্যাটিনো ভোটাররা কি আরো ডানে সরবে?
২০২০ সালের নির্বাচনে ল্যাটিনোদের সমর্থন খুব একটা পায়নি ডেমোক্রেটরা৷ কিন্তু এবার সেই পরিস্থিতি বদলাবে এমন আশাও করা যাচ্ছে না৷ কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মেক্সিকো-মার্কিন সীমান্ত সমস্যার তেমন কোনো সমাধান দিতে পারেননি৷ অন্যদিকে, এই গোষ্ঠীর মধ্যে রিপাবলিকানদের প্রতি সমর্থন বেড়ে চলেছে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখনো রিপাবলিকান পার্টিতে শক্তিশালী অবস্থানে রয়েছেন৷ যদিও তিনি মধ্যবর্তী নির্বাচনের ব্যালটে নেই, তার সমর্থন পাওয়া বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনে লড়ছেন৷ এই প্রার্থীরা যদি ভালো না করেন তাহলে ২০২৪ সালে আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের লড়াই করার সম্ভাবনা প্রশ্নবিদ্ধ হবে৷
ছবি: Kyle Mazza/AA/picture alliance
২০২৪ এর নির্বাচনের রূপরেখা
মার্কিন এই মধ্যবর্তী নির্বাচন কার্যত ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলগুলোর অবস্থান কী হতে যাচ্ছে তা ঠিক করে দেবে৷ রিপাবলিকানরা বড় জয় পেলে ট্রাম্পের আবারো প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের পথ তৈরি হতে পারে, অন্যদিকে ডেমোক্রেটদের দুর্বল ফলাফল বাইডেনের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে টিকে থাকার লড়াই কঠিন করে দেবে৷
ছবি: Saul Loeb/AFP
8 ছবি1 | 8
বাইডেন বলেছেন, তিনি হাউসে রিপাবলিকান নেতা ম্যাকার্থিকে অভিনন্দন জানাচ্ছেন। রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তিনি তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে তৈরি। বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য তিনি কাজ করতে চান।
বাইডেন সোজাসাপটা বলেছেন, ''আমি যে কোনো কারো সঙ্গে কাজ করতে চাই। রিপাবলিকান হোক বা ডেমোক্র্যাট। আমি চাই অ্যামেরিকার মানুষের জন্য কাজ করতে।''
বুধবারই জানা গেছে ডনাল্ড ট্রাম্প আবার ২০২৪-এ রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য লড়বেন। তার পরের দিনই রিপাবলিকানদের সেনেট জয়ের খবর এলো।
কী করতে পারবে রিপাবলিকানরা?
রিপাবলিকানদের রেড ওয়েভ বা লাল ঝড় হয়নি। তারা কোনোমতে হাউসে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কিন্তু এরপরও তারা বাইডেনকে বিপাকে ফেলতে পারবে। বাইডেনের অনেক পরিকল্পনার বিরোধিতা করতে পারবে, বানচালও করতে পারবে। তারা প্রশাসনিক তদন্তের নির্দেশ দিতে পারবে।
ডেমোক্র্যাটদের কাছে একটাই আশার কথা, ট্রাম্পের অনেক ঘনিষ্ঠ অনুগামী হেরেছেন।
মধ্যবর্তী নির্বাচন ছিল কংগ্রেসের প্রতিনিধিদের, স্টেটে গভর্নর ও অন্য়ান্য পদে প্রতিনিধি বাছই করার জন্য। এর পরের বড় নির্বাচন হলো প্রেসিডেন্ট নির্বাচন। ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দুই শিবির এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাদের সব সিদ্ধান্ত এখন সেই লক্ষ্যেই হবে।