অ্যামেরিকা থেকে কিনে ইউক্রেনকে প্যাট্রিয়ট দিতে চান ম্যার্ৎস
১১ জুলাই ২০২৫
রোমে ইউক্রেন রিকভারি কনফারেন্সে ফ্রিডরিশ ম্যার্ৎস বৃহস্পতিবার বলেছেন, ''আমরা ইউক্রেনকে এই এয়ার ডিফেন্স সিস্টেম দিতে রাজি আছি।'' এই কনফারেন্সে ইউক্রেনের পুনর্গঠনের জন্য এক হাজার কোটি ইউরো দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সহযোগী দেশগুলি।
ম্যার্ৎস যা বলেছেন
জার্মানির চ্যান্সেলর বলেছেন, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে। সেখানে তিনি ট্রাম্পকে আরো প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দেয়ার অনুরোধ করেছেন।
ম্যার্ৎস বলেছেন, ''কিছু এয়ার ডিফেন্স সিস্টেম অ্যামেরিকার দরকার। তবে তাদের কাছে প্রচুর এয়ার ডিফেন্স সিস্টেম আছে। তারা দেবে কিনা তা এখনো ঠিক হয়নি। বাইডেনের আমলে অ্যামেরিকা তিনটি প্যাট্রিয়ট ব্যাটারি দিয়েছিল। জার্মানি, তাদের কাছ থেকে প্যাট্রিয়ট কিনে ইউক্রেনকে দিতে প্রস্তুত।''
প্যাট্রিয়ট হলো বিশ্বের সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম যা যুদ্ধবিমান, ব্যালেস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল চিহ্নিত করে ধ্বংস করার ক্ষমতা রাখে।
জার্মান সেনাবাহিনীর মতে, এই সিস্টেম ৬৮ কিলোমিটার এলাকাজুড়ে কাজ করতে পারে। রাডার একসঙ্গে ৫০টি টার্গেট চিহ্নিত করতে পারে, পাঁচটিকে সঙ্গে সঙ্গে ধ্বংস করতে পারে। মিসাইলগুলি ২৪ কিলোমিটার উঁচুতে গিয়ে লক্ষ্যে আঘাত করতে পারে। তারা ১৬০ কিলোমিটার দূরে গিয়েও এই কাজ করতে পারে।
ক্রেমলিন ও ট্রাম্পকে বার্তা
ম্যার্ৎস জানিয়েছেন, ইউক্রেনকে আরো বেশি করে সাহায্য করা দরকার। তিনি স্পষ্টভাবে বলেছেন, ''আমার দুইটি বার্তা আছে। একটি মস্কোতে প্রেসিডেন্ট (ভ্লাদিমির) পুটিনকে। এই বার্তা খুবই সহজ, আমরা হাল ছাড়ছি না। আর দ্বিতীয় বার্তাটা ওয়াশিটনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। সেটা হলো, আমাদের সঙ্গে থাকুন। ইউরোপের সঙ্গে থাকুন।''
প্রেসিডেন্ট পুটিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি না করায় ট্রাম্প সম্প্রতি তার হতাশার কথা জানিয়েছেন।
জিএইচ/এসসি(এপি, এএফপি, রয়টার্স)